বাঁকুড়ায় সাপ

Bankura News: রোগীর পাশে ওটা কী! বাঁকুড়ার হাসপাতালে ব্যাপক চাঞ্চল্য, আতঙ্কে সকলেই

বাঁকুড়া: বেশ কয়েকদিন ধরে হাসপাতালের ইন্ডোর ও আউটডোরের বিভিন্ন জায়গায় দেখা মিলছে বিষাক্ত সাপ,আতঙ্কে হাসপাতালের ভর্তি থাকা রোগী সহ আত্মীয়দের পাশাপাশি স্বাস্থ্য কর্মীরাও। এই চিত্র বাঁকুড়ার তালডাংরা গ্রামীন হাসপাতালের। উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে দাবিব্লক স্বাস্থ্য আধিকারিকের।

তালডাংরা হাসপাতালের ইন্ডোর এবং আউটডোর, এই দুই পরিষেবা মেলে এই গ্রামীন হাসপাতাল থেকে। গ্রামীন এলাকার মানুষ শারীরিক সুস্থতার আশায় ছুটে আসে এই হাসপাতালেই। অথচ হাসপাতাল চত্বর ঝোপঝাড় আগাছায় ভরা জঙ্গলে পরিণত হয়েছে। পরিষ্কার না থাকার ফলে হাসপাতাল চত্বরই এখন সাপের উপযুক্ত থাকার পরিবেশ হয়ে দাঁড়িয়েছে, যার ফলেই হাসপাতালের ইন্ডোর ও আউটডোরের বিভিন্ন অংশে বিষাক্ত সাপ ঢুকে পড়ছে। যার ফলে কপালে চিন্তার ভাঁজ পড়েছে হাসপাতালে চিকিৎসাধীন এবং চিকিৎসা করাতে মানুষদের পাশাপাশি হাসপাতালের স্বাস্থ্যকর্মীদেরও।

হাসপাতালের স্বাস্থ্যকর্মী সঞ্জয় মাহাতোর জানান, কখনও হাসপাতালের ইন্ডোর বিভাগে ভর্তি থাকা রোগীর পাশে আবার কখনও ইসিজি রুমে , এমনকি ইমারজেন্সি রুমে বেশ কিছুদিন ধরে চিতিসাপ,চন্দ্রবড়া সহ নানান প্রজাতির বিষাক্ত সাপকে লক্ষ্য করা যাচ্ছে। যে কোনও সময় বড়সড় বিপদ ঘটে যেতে পারে সাপের কাপড়ে।

আরও পড়ুনঃ India vs Zimbabwe 3rd T20: ভারতীয় দলে ফিরছেন দুই মহাতারকা! শক্তি বাড়ছে টিম ইন্ডিয়ার

একই অবস্থা হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীদের। আতঙ্ক থাকলেও করার কিছু নেই কারণহাসপাতালে আসতে হবেই শরীর সুস্থ করতে হলে। অন্যদিকে তালডাংরা ব্লক স্বাস্থ্য আধিকারিক অরিজিৎ মন্ডল জানান, \”বর্ষার জন্যই হয়ত সাপের লোকালয়ে প্রবেশ করছে। তবে আমরা সমস্ত ব্যবস্থা এবং নজরদারিরাখছি।\” খুব দ্রুত হাসপাতাল চত্বর পরিষ্কার করার চেষ্টা করা হবে বলে জানান।

নীলাঞ্জন ব্যানার্জী