হনুমান জয়ন্তী ২০২৪।

Hanuman Jayanti 2024: হনুমান জয়ন্তী এবার মঙ্গলবার, আজ নিয়ম মেনে বজরঙ্গবলীকে ‘এই’ ৫ দ্রব্য দিন, ফল মিলবে হাতেনাতেই

*হনুমান জী ভক্তদের জীবনে সমস্যা আসতে দেননি। যে ব্যক্তি নিয়ম অনুসারে এবং নিয়মিত হনুমান জীর পুজো করেন, বজরংবলী তার সমস্ত কষ্ট দূর করেন। অজানা ভয় থেকেও মুক্তি দেন বলে বিশ্বাস।
*হনুমান জী ভক্তদের জীবনে সমস্যা আসতে দেননি। যে ব্যক্তি নিয়ম অনুসারে এবং নিয়মিত হনুমান জীর পুজো করেন, বজরংবলী তার সমস্ত কষ্ট দূর করেন। অজানা ভয় থেকেও মুক্তি দেন বলে বিশ্বাস।
*আজ পবিত্র হনুমান জয়ন্তী। তার উপরে মঙ্গলবার। আপনি যদি হনুমান জীর ভক্ত হন, তবে মঙ্গলবারে তাঁর প্রিয় জিনিস নিবেদন করুন, উন্নতির শিখরে পৌঁছতে সময় লাগবে না।
*আজ পবিত্র হনুমান জয়ন্তী। তার উপরে মঙ্গলবার। আপনি যদি হনুমান জীর ভক্ত হন, তবে মঙ্গলবারে তাঁর প্রিয় জিনিস নিবেদন করুন, উন্নতির শিখরে পৌঁছতে সময় লাগবে না।
*মঙ্গলবার হনুমান জীর প্রসাদে বোঁদে দিন। বোঁদের তৈরি মিষ্টিও নিবেদন করতে পারেন।
*মঙ্গলবার হনুমান জীর প্রসাদে বোঁদে দিন। বোঁদের তৈরি মিষ্টিও নিবেদন করতে পারেন।
*মঙ্গলবার হনুমান জী প্রসাদে বেসন দিয়ে তৈরি লাড্ডুও অর্পণ করতে হবে। এতে আপনার মনের সমস্ত ইচ্ছে পূরণ হবে।
*মঙ্গলবার হনুমান জী প্রসাদে বেসন দিয়ে তৈরি লাড্ডুও অর্পণ করতে হবে। এতে আপনার মনের সমস্ত ইচ্ছে পূরণ হবে।
*হনুমান জী গাঁদা ফুল পছন্দ করেন। মঙ্গলবার হনুমানজীর পায়ে গাঁদা ফুলের মালা অর্পণ করতে পারেন। এতে সমস্ত কাজ সফল হবে বলে বিশ্বাস করা হয়।
*হনুমান জী গাঁদা ফুল পছন্দ করেন। মঙ্গলবার হনুমানজীর পায়ে গাঁদা ফুলের মালা অর্পণ করতে পারেন। এতে সমস্ত কাজ সফল হবে বলে বিশ্বাস করা হয়।
*বজরঙ্গবলী সিঁদুর পছন্দ করেন। মঙ্গল ও শনিবার তাঁকে সিঁদুর নিবেদন করতে হবে। আপনি সিঁদুরে জুঁই তেল মিশিয়ে হনুমান জীর পায়ে অর্পণ করুন, ফল মিলবে হাতেনাতে।
*বজরঙ্গবলী সিঁদুর পছন্দ করেন। মঙ্গল ও শনিবার তাঁকে সিঁদুর নিবেদন করতে হবে। আপনি সিঁদুরে জুঁই তেল মিশিয়ে হনুমান জীর পায়ে অর্পণ করুন, ফল মিলবে হাতেনাতে।
*লাল রং হনুমান জীর খুব প্রিয়, তাই মঙ্গল ও শনিবার বজরঙ্গবলীকে লাল কাপড় নিবেদন করা যেতে পারে।
*লাল রং হনুমান জীর খুব প্রিয়, তাই মঙ্গল ও শনিবার বজরঙ্গবলীকে লাল কাপড় নিবেদন করা যেতে পারে।
*এই প্রতিবেদনে দেওয়া তথ্যগুলি সাধারণ অনুমানের ওপর ভিত্তিতে লেখা। নিউজ 18 বাংলা এটি নিশ্চিত করে না। অনুগ্রহ করে বাস্তবায়ন করার আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ দিন।
*এই প্রতিবেদনে দেওয়া তথ্যগুলি সাধারণ অনুমানের ওপর ভিত্তিতে লেখা। নিউজ 18 বাংলা এটি নিশ্চিত করে না। অনুগ্রহ করে বাস্তবায়ন করার আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ দিন।