Tag Archives: Hanuman Jayanti 2024

Hanuman Jayanti Rituals: হনুমান জয়ন্তীর পুজোয় দিন বিশেষ ফুল ও পাতা! হনুমান চালিশা পাঠ করুন দিনের এই সময়ে! বজরঙ্গবলীর আশীর্বাদে পাল্টাবে জীবন

চৈতী পূর্ণিমায় প্রতি বছর পালিত হয় হনুমান জয়ন্তী। এ বছর বৈশাখের পূর্ণিমায় পালন করা হবে বজরঙ্গবলীর আবির্ভাবতিথি।
চৈতী পূর্ণিমায় প্রতি বছর পালিত হয় হনুমান জয়ন্তী। এ বছর বৈশাখের পূর্ণিমায় পালন করা হবে বজরঙ্গবলীর আবির্ভাবতিথি।

 

মঙ্গলবার জন্মতিথি পড়ায় এই পার্বণের গুরুত্ব বেড়ে যায় অনেকটাই। জানুন কোন কোন গাছের পাতা দরকার তাঁর পুজোয়। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ মৃত্যুঞ্জয় তিওয়ারি।
মঙ্গলবার জন্মতিথি পড়ায় এই পার্বণের গুরুত্ব বেড়ে যায় অনেকটাই। জানুন কোন কোন গাছের পাতা দরকার তাঁর পুজোয়। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ মৃত্যুঞ্জয় তিওয়ারি।

 

১০৮ টি বটপাতা দিয়ে মালা তৈরি করে নিবেদন করুন হনুমানজীকে। লালসুতো দিয়ে মালা গাঁথুন সব সময়। বলা হয়, হনুমানজীকে বটপাতা নিবেদন করলে অধরা মনস্কামনা পূর্ণ হয়।
১০৮ টি বটপাতা দিয়ে মালা তৈরি করে নিবেদন করুন হনুমানজীকে। লালসুতো দিয়ে মালা গাঁথুন সব সময়। বলা হয়, হনুমানজীকে বটপাতা নিবেদন করলে অধরা মনস্কামনা পূর্ণ হয়।

 

শনিেদবতার কুদৃষ্টি থেকে রক্ষা পেতে ৩, ৭, ১১ বা ২১ বা যে কোনও বিজোড় সংখ্যক অশ্বত্থপাতা নিবেদন করুন হনুমানজীকে।
শনিেদবতার কুদৃষ্টি থেকে রক্ষা পেতে ৩, ৭, ১১ বা ২১ বা যে কোনও বিজোড় সংখ্যক অশ্বত্থপাতা নিবেদন করুন হনুমানজীকে।

 

আকন্দগাছের পাতাও হনুমানজীর পুজোয় খুবই গুরুত্বপূর্ণ। এই গাছের পাতা নিবেদন করুন হনুমানজীর আরাধনায়। নিবেদন করতে পারেন মালা তৈরি করেও।
আকন্দগাছের পাতাও হনুমানজীর পুজোয় খুবই গুরুত্বপূর্ণ। এই গাছের পাতা নিবেদন করুন হনুমানজীর আরাধনায়। নিবেদন করতে পারেন মালা তৈরি করেও।

 

পানপাতাও হনুমানজীর পুজোয় প্রয়োজনীয়। নিবেদন করুন পানসুপুরি।
পানপাতাও হনুমানজীর পুজোয় প্রয়োজনীয়। নিবেদন করুন পানসুপুরি।

 

তুলসিপাতা অবশ্যই দিতে হবে হনুমানজীর পুজোয়।
তুলসিপাতা অবশ্যই দিতে হবে হনুমানজীর পুজোয়।

 

হনুমানজী প্রসন্ন হন বিশেষ কিছু ফুল নিবেদনে। সেগুলির মধ্যে অন্যতম পদ্মফুল। সনাতনী বিশ্বাস মতে পদ্ম অত্যন্ত পবিত্র।
হনুমানজী প্রসন্ন হন বিশেষ কিছু ফুল নিবেদনে। সেগুলির মধ্যে অন্যতম পদ্মফুল। সনাতনী বিশ্বাস মতে পদ্ম অত্যন্ত পবিত্র।

 

জবা, গোলাপ-সহ লাল রঙের ফুলের মালা তাঁকে নিবেদন করতে পারেন।
জবা, গোলাপ-সহ লাল রঙের ফুলের মালা তাঁকে নিবেদন করতে পারেন।

 

অর্পণ করতে পারেন হলুদ গাঁদার মালাও।
অর্পণ করতে পারেন হলুদ গাঁদার মালাও।

 

হনুমানজয়ন্তীতে বজরঙ্গবলীকে নিবেদন করুন জুঁইফুল বা জুঁইফুলের মালা। প্রজ্বলন করুন জুঁইতেলের প্রদীপ।
হনুমানজয়ন্তীতে বজরঙ্গবলীকে নিবেদন করুন জুঁইফুল বা জুঁইফুলের মালা। প্রজ্বলন করুন জুঁইতেলের প্রদীপ।

 

নীল অপরাজিতাও গুরুত্বপূর্ণ হনুমানজীর পুজোয়। ১০৮ নীল অপরাজিতার মালা নিবেদন করুন সঙ্কটমোচনকে।
নীল অপরাজিতাও গুরুত্বপূর্ণ হনুমানজীর পুজোয়। ১০৮ নীল অপরাজিতার মালা নিবেদন করুন সঙ্কটমোচনকে।

 

আকন্দফুলও হনুমানজীর পুজোয় প্রয়োজনীয়। আকন্দফুল বা আকন্দপাতার মালা তৈরি করে তাঁকে নিবেদন করুন।
আকন্দফুলও হনুমানজীর পুজোয় প্রয়োজনীয়। আকন্দফুল বা আকন্দপাতার মালা তৈরি করে তাঁকে নিবেদন করুন।

 

সব সময় তাজা ফুল নিবেদন করুন আরাধ্য দেবতাকে। পোকায় কাটা, বাসি ফুল কখনওই দেবেন না পুজোয়।
সব সময় তাজা ফুল নিবেদন করুন আরাধ্য দেবতাকে। পোকায় কাটা, বাসি ফুল কখনওই দেবেন না পুজোয়।

 

হনুমানজয়ন্তীতে পাঠ করতে হবে হনুমান চালিশা। বলা হয়, এই তিথিতে হনুমান চালিশা পাঠে বা শ্রবণে সঙ্কট কাটে। তবে দিনের পরিবর্তে রাতে হনুমান চালিশা পাঠ ও শ্রবণ করলে বেশি পুণ্যলাভ করা যায় বলে বিশ্বাস।
হনুমানজয়ন্তীতে পাঠ করতে হবে হনুমান চালিশা। বলা হয়, এই তিথিতে হনুমান চালিশা পাঠে বা শ্রবণে সঙ্কট কাটে। তবে দিনের পরিবর্তে রাতে হনুমান চালিশা পাঠ
ও শ্রবণ করলে বেশি পুণ্যলাভ করা যায় বলে বিশ্বাস।

Hanuman Jayanti Astrological Tips: পবিত্র হনুমান জয়ন্তীতে ব্যাগে রাখুন এই পাতা, অর্থকষ্ট কেটে হবে টাকার বৃষ্টি, আসবে সৌভাগ্য

মঙ্গলবার পবিত্র হনুমান জয়ন্তী৷ এ বছর চৈত্র পূর্ণিমার বদলে বৈশাখের পূর্ণিমায় পালিত হচ্ছে বজরঙ্গবলীর আবির্ভাবতিথি৷
মঙ্গলবার পবিত্র হনুমান জয়ন্তী৷ এ বছর চৈত্র পূর্ণিমার বদলে বৈশাখের পূর্ণিমায় পালিত হচ্ছে বজরঙ্গবলীর আবির্ভাবতিথি৷

 

প্রচলিত বিশ্বাস, সঙ্কটমোচন হনুমানজীর জন্মতিথিতে হনুমান চালিশা পাঠ করলে সব বিঘ্ন দূর হয়৷ মুক্তি পাওয়া যায় শনিদেবের কুদৃষ্টি থেকে৷ এই তিথিতে কিছু আচার পালন করলে মুক্তি মেলে অর্থসঙ্কট থেকে৷ বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ মৃত্যুঞ্জয় তিওয়ারি৷
প্রচলিত বিশ্বাস, সঙ্কটমোচন হনুমানজীর জন্মতিথিতে হনুমান চালিশা পাঠ করলে সব বিঘ্ন দূর হয়৷ মুক্তি পাওয়া যায় শনিদেবের কুদৃষ্টি থেকে৷ এই তিথিতে কিছু আচার পালন করলে মুক্তি মেলে অর্থসঙ্কট থেকে৷ বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ মৃত্যুঞ্জয় তিওয়ারি৷

 

বলা হয়, দিনের তুলনায় রাতে হনুমান চালিশা পাঠ করলে বেশি সুফল পাওয়া যায়৷ পাঠ না করলেও এই পাঠ শ্রবণ করুন৷
বলা হয়, দিনের তুলনায় রাতে হনুমান চালিশা পাঠ করলে বেশি সুফল পাওয়া যায়৷ পাঠ না করলেও এই পাঠ শ্রবণ করুন৷

 

এই তিথিতে তিনটি তুলসিপাতা নিন৷ সকালে স্নান সেরে তুলসিমাতার পুজো করে ৩ টি পাতা চয়ন করুন৷
এই তিথিতে তিনটি তুলসিপাতা নিন৷ সকালে স্নান সেরে তুলসিমাতার পুজো করে ৩ টি পাতা চয়ন করুন৷

 

পরিষ্কার পরিচ্ছন্ন তিনটি তুলসিপাতা চয়ন করুন৷ তার পর হনুমানজীর পুজোয় ওই পাতাগুলি অর্পণ করুন৷
পরিষ্কার পরিচ্ছন্ন তিনটি তুলসিপাতা চয়ন করুন৷ তার পর হনুমানজীর পুজোয় ওই পাতাগুলি অর্পণ করুন৷
পুজোর পরে হনুমানজীর চরণে অর্পণ করা তুলসিপাতা রাখুন নিজের পার্সে বা ওয়ালেটে৷
পুজোর পরে হনুমানজীর চরণে অর্পণ করা তুলসিপাতা রাখুন নিজের পার্সে বা ওয়ালেটে৷

 

পরে পার্স বা ওয়ালেটে রাখা পাতা শুকিয়ে গেলে ফেলে দিন প্রবহমান জলে৷
পরে পার্স বা ওয়ালেটে রাখা পাতা শুকিয়ে গেলে ফেলে দিন প্রবহমান জলে৷

 

বিশ্বাস করা হয়, এই কাজের ফলে অর্থকষ্ট দূর হবে৷ জীবনে চুম্বকের মতো আসবে অর্থ৷
বিশ্বাস করা হয়, এই কাজের ফলে অর্থকষ্ট দূর হবে৷ জীবনে চুম্বকের মতো আসবে অর্থ৷

 

Hanuman Jayanti 2024: আপনি মাঙ্গলিক? কুষ্ঠিত মঙ্গলদোষ রয়েছে? হনুমান জয়ন্তীতে ৫টি নিয়ম পালনে কাটবে অমঙ্গল দশা! জীবন সুখের হবে

জ্যোতিষশাস্ত্র মতে, কুষ্ঠিতে যে কোনও গ্রহ দুর্বল বা অশুভ থাকলে তা ব্যক্তির জীবনে খারাপ প্রভাব ফেলে। কুষ্ঠিতে মঙ্গল দোষও তেমন৷ এর ফলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আপনার কুষ্ঠিতে মঙ্গল দোষ থাকলে ২৩ এপ্রিল ২০২৪-এ হনুমান জয়ন্তীতে কিছু সহজ রীতি পালন করুন। ভগবান রামের পরম ভক্ত হনুমানের পুজো আপনার ভাগ্য বদলে দিতে পারে৷ মঙ্গল দোষ কাটাতে এই দিনে পুজো অত্যন্ত কার্যকারী, জানিয়েছেন ভোপালের জ্যোতিষী পণ্ডিত যোগেশ চৌবে।
জ্যোতিষশাস্ত্র মতে, কুষ্ঠিতে যে কোনও গ্রহ দুর্বল বা অশুভ থাকলে তা ব্যক্তির জীবনে খারাপ প্রভাব ফেলে। কুষ্ঠিতে মঙ্গল দোষও তেমন৷ এর ফলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আপনার কুষ্ঠিতে মঙ্গল দোষ থাকলে ২৩ এপ্রিল ২০২৪-এ হনুমান জয়ন্তীতে কিছু সহজ রীতি পালন করুন। ভগবান রামের পরম ভক্ত হনুমানের পুজো আপনার ভাগ্য বদলে দিতে পারে৷ মঙ্গল দোষ কাটাতে এই দিনে পুজো অত্যন্ত কার্যকারী, জানিয়েছেন ভোপালের জ্যোতিষী পণ্ডিত যোগেশ চৌবে।
চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তী। হনুমানজিকে শক্তি, বুদ্ধি এবং জ্ঞানের দেবতা হিসাবে পুজো করা হয়। এই বছর ২৩ এপ্রিল, মঙ্গলবার হনুমান জয়ন্তী পালিত হবে। বহু বছর পর এবছরই মঙ্গলবার হনুমান জয়ন্তী পড়ছে৷ সাধারণত মঙ্গলবার পবনের পুত্র হনুমানজিকে উৎসর্গ করা হয়।বিশ্বাস করা হয়, এই দিনে বায়ুর পুত্র হনুমানের পুজো করলে জীবনের সমস্ত সমস্যা দূর হয়।
চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তী। হনুমানজিকে শক্তি, বুদ্ধি এবং জ্ঞানের দেবতা হিসাবে পুজো করা হয়। এই বছর ২৩ এপ্রিল, মঙ্গলবার হনুমান জয়ন্তী পালিত হবে। বহু বছর পর এবছরই মঙ্গলবার হনুমান জয়ন্তী পড়ছে৷ সাধারণত মঙ্গলবার পবনের পুত্র হনুমানজিকে উৎসর্গ করা হয়।বিশ্বাস করা হয়, এই দিনে বায়ুর পুত্র হনুমানের পুজো করলে জীবনের সমস্ত সমস্যা দূর হয়।
মঙ্গল দোষ কিভাবে হয়? যদি কোনও ব্যক্তির জন্মকুণ্ডলীতে মঙ্গল প্রথম ঘরে, দ্বিতীয় ঘরে, চতুর্থ ঘরে, সপ্তম ঘরে, অষ্টম ঘরে এবং দ্বাদশ ঘরে থাকে তবে তাঁকে মাঙ্গলিক বলা হয়। অন্যদিকে, মঙ্গল যদি বৃহস্পতি এবং শুক্রের সঙ্গে থাকে তবে এটি ত্রুটি দূরীকরণ হিসাবে বিবেচিত হয়।
মঙ্গল দোষ কিভাবে হয়?
যদি কোনও ব্যক্তির জন্মকুণ্ডলীতে মঙ্গল প্রথম ঘরে, দ্বিতীয় ঘরে, চতুর্থ ঘরে, সপ্তম ঘরে, অষ্টম ঘরে এবং দ্বাদশ ঘরে থাকে তবে তাঁকে মাঙ্গলিক বলা হয়। অন্যদিকে, মঙ্গল যদি বৃহস্পতি এবং শুক্রের সঙ্গে থাকে তবে এটি ত্রুটি দূরীকরণ হিসাবে বিবেচিত হয়।
কীভাবে মঙ্গল দোষ দূর করবেন? হনুমান জয়ন্তীতে মঙ্গল দোষের প্রভাব কমাতে স্নানের পর আচার অনুসারে বজরংবলীর পুজো করুন এবং হনুমান চালিসা সাত বা এগারো বার পাঠ করুন। এই প্রতিকার মঙ্গল দোষের প্রভাব কমায়।
কীভাবে মঙ্গল দোষ দূর করবেন?
হনুমান জয়ন্তীতে মঙ্গল দোষের প্রভাব কমাতে স্নানের পর আচার অনুসারে বজরংবলীর পুজো করুন এবং হনুমান চালিসা সাত বা এগারো বার পাঠ করুন। এই প্রতিকার মঙ্গল দোষের প্রভাব কমায়।
হনুমান জয়ন্তীতে আচার অনুযায়ী ভগবান রাম এবং বজরঙ্গবলীর পুজো করুন। এ ছাড়া রাম রক্ষা স্তোত্র, রাম চালিসা পাঠ করুন। এই ব্যবস্থা গ্রহণ করলে মঙ্গল দোষের প্রভাব কমে যায়।
হনুমান জয়ন্তীতে আচার অনুযায়ী ভগবান রাম এবং বজরঙ্গবলীর পুজো করুন। এ ছাড়া রাম রক্ষা স্তোত্র, রাম চালিসা পাঠ করুন। এই ব্যবস্থা গ্রহণ করলে মঙ্গল দোষের প্রভাব কমে যায়।
রাশিফল ​​থেকে মঙ্গল দোষের প্রভাব কমাতে, ব্যক্তিকে হনুমানের জন্মবার্ষিকীতে রামভক্ত হনুমানকে সিঁদুর অর্পণ করতে হবে। এরপর মঙ্গল স্তোত্র পাঠ করতে হবে।
রাশিফল ​​থেকে মঙ্গল দোষের প্রভাব কমাতে, ব্যক্তিকে হনুমানের জন্মবার্ষিকীতে রামভক্ত হনুমানকে সিঁদুর অর্পণ করতে হবে। এরপর মঙ্গল স্তোত্র পাঠ করতে হবে।
মঙ্গল দোষে আক্রান্ত ব্যক্তিকে হনুমান জন্মোৎসবে মসুর ডাল, চিনাবাদাম, লাল কাপড়, লাল মিষ্টি, লাল ফুল, মধু এবং গুড় দান করা উচিত। আপনি মঙ্গলবারও এই জিনিসটি দান করতে পারেন।
মঙ্গল দোষে আক্রান্ত ব্যক্তিকে হনুমান জন্মোৎসবে মসুর ডাল, চিনাবাদাম, লাল কাপড়, লাল মিষ্টি, লাল ফুল, মধু এবং গুড় দান করা উচিত। আপনি মঙ্গলবারও এই জিনিসটি দান করতে পারেন।
যাদের কুষ্ঠিতে মঙ্গল দোষ রয়েছে তাদের হনুমান জয়ন্তীর দিন পবনপুত্র হনুমানের পুজো করার সময় লাল রঙের ফল এবং ফুল নিবেদন করা উচিত। পুজোর পরে, সুন্দরকাণ্ড পাঠ করুন, বজরং বান পাঠ করুন এবং হনুমান চালিসা পাঠ করুন।
যাদের কুষ্ঠিতে মঙ্গল দোষ রয়েছে তাদের হনুমান জয়ন্তীর দিন পবনপুত্র হনুমানের পুজো করার সময় লাল রঙের ফল এবং ফুল নিবেদন করা উচিত। পুজোর পরে, সুন্দরকাণ্ড পাঠ করুন, বজরং বান পাঠ করুন এবং হনুমান চালিসা পাঠ করুন।

Hanuman Jayanti 2024: হনুমান জয়ন্তীতে ভুলেও নয় ‘এই’ কাজ, বজরংবলী রুষ্ট হলেই চরম সর্বনাশ! ক্ষয়ক্ষতি-সঙ্কট পিছু ছাড়বে না

আজ সারাদেশে ধুমধাম করে পালিত হচ্ছে হনুমান জয়ন্তী৷ শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তী পালনের করা হয়৷ নিষ্ঠা ভরে বজরঙ্গবলীর উপোস করে পুজো করেন৷ এবছর হনুমান জয়ন্তী পড়েছে মঙ্গলবার৷ এবং এই দিনটি ভগবান হনুমানকে উৎসর্গ করা হয়৷
আজ সারাদেশে ধুমধাম করে পালিত হচ্ছে হনুমান জয়ন্তী৷ শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তী পালনের করা হয়৷ নিষ্ঠা ভরে বজরঙ্গবলীর উপোস করে পুজো করেন৷ এবছর হনুমান জয়ন্তী পড়েছে মঙ্গলবার৷ এবং এই দিনটি ভগবান হনুমানকে উৎসর্গ করা হয়৷
হনুমান জয়ন্তীর দিনে সিদ্ধি যোগ, ত্রিগ্রহী যোগ এবং চিত্রা নক্ষত্রের একটি শুভ সংমিশ্রণও ঘটছে, যার কারণে গুরুত্ব আরও বেড়েছে। নিষ্ঠাভরে পুজো করলে যেমন বজরংবলী তার ভক্তদের সমস্ত ইচ্ছা পূরণ করেন তেমনই এই পুজো করার সময় বিশেষ কিছু সতর্কতাও মেনে চলা জরুরি৷
হনুমান জয়ন্তীর দিনে সিদ্ধি যোগ, ত্রিগ্রহী যোগ এবং চিত্রা নক্ষত্রের একটি শুভ সংমিশ্রণও ঘটছে, যার কারণে গুরুত্ব আরও বেড়েছে। নিষ্ঠাভরে পুজো করলে যেমন বজরংবলী তার ভক্তদের সমস্ত ইচ্ছা পূরণ করেন তেমনই এই পুজো করার সময় বিশেষ কিছু সতর্কতাও মেনে চলা জরুরি৷
অযোধ্যার জ্যোতিষী পণ্ডিত কল্কি রাম বলেছেন যে হনুমান জয়ন্তীর দিন ভুল করেও কিছু কাজ করা উচিত নয়, না হলে ভয়ঙ্কর ক্ষতির সম্মুখীন হতে পারেন।
অযোধ্যার জ্যোতিষী পণ্ডিত কল্কি রাম বলেছেন যে হনুমান জয়ন্তীর দিন ভুল করেও কিছু কাজ করা উচিত নয়, না হলে ভয়ঙ্কর ক্ষতির সম্মুখীন হতে পারেন।
হনুমান জয়ন্তীর দিন বজরংবলীর পুজো করার সময় চালনা অমৃত ব্যবহার করা হয় না। পুজো করার সময় এই দিকে বিশেষ মনোযোগ দেওয়া উচিত।
হনুমান জয়ন্তীর দিন বজরংবলীর পুজো করার সময় চালনা অমৃত ব্যবহার করা হয় না। পুজো করার সময় এই দিকে বিশেষ মনোযোগ দেওয়া উচিত।
হনুমান জয়ন্তীর দিন উপবাস করলে ভুলেও নুন খাওয়া উচিত নয়। দান করা খাদ্য সামগ্রী খাওয়া থেকে বিরত থাকা উচিত।
হনুমান জয়ন্তীর দিন উপবাস করলে ভুলেও নুন খাওয়া উচিত নয়। দান করা খাদ্য সামগ্রী খাওয়া থেকে বিরত থাকা উচিত।
আজকের দিনে ভুল করেও সূতকের সময় হনুমানের পুজো করা উচিত নয়। পরিবারে কেউ মারা গেলে মৃত্যুর পর থেকে ১৩ দিন পর্যন্ত এই সূতক বৈধ থাকে।
আজকের দিনে ভুল করেও সূতকের সময় হনুমানের পুজো করা উচিত নয়। পরিবারে কেউ মারা গেলে মৃত্যুর পর থেকে ১৩ দিন পর্যন্ত এই সূতক বৈধ থাকে।
হনুমান জয়ন্তীর দিন পবন পুত্র বজরংবলীর পুজো করার সময় লাল বা হলুদ রঙের পোশাক পরা উচিত এবং সাদা রঙের পোশাক পরিহার করা উচিত। হনুমান জয়ন্তীর দিনে শান্তি বজায় রাখা উচিত এবং বাড়িতে কোনওরকম বিবাদ সৃষ্টি করা উচিত নয়। (Disclamer: এই মতামত News18বাংলার নিজস্ব মত নয়৷ প্রচলিত ধারণার ভিত্তিতেই এই প্রতিবেদন৷ সঠিক ফল পেতে বিশেষজ্ঞের পরামর্শ নিন)
হনুমান জয়ন্তীর দিন পবন পুত্র বজরংবলীর পুজো করার সময় লাল বা হলুদ রঙের পোশাক পরা উচিত এবং সাদা রঙের পোশাক পরিহার করা উচিত। হনুমান জয়ন্তীর দিনে শান্তি বজায় রাখা উচিত এবং বাড়িতে কোনওরকম বিবাদ সৃষ্টি করা উচিত নয়। (Disclamer: এই মতামত News18বাংলার নিজস্ব মত নয়৷ প্রচলিত ধারণার ভিত্তিতেই এই প্রতিবেদন৷ সঠিক ফল পেতে বিশেষজ্ঞের পরামর্শ নিন)

Hanuman Jayanti 2024: হনুমান জয়ন্তীতে ২ নক্ষত্রের অতি বিরল যোগ! আজ ছোট্ট কিছু নিয়ম মানুন, আপনার জীবন একেবারে বদলে যাবে

*আজ হনুমান জয়ন্তী। চিত্রা নক্ষত্রে হনুমানজির জন্ম হয়েছিল। আজ মঙ্গলবার হনুমান জয়ন্তীতে চিত্রা নক্ষত্র ও বজ্র নমক যোগ থাকবে। পাশাপাশি মঙ্গলও এদিনে তাঁর বন্ধু রাশি মীন রাশিতে প্রবেশ করবে। হনুমান জয়ন্তীর দিন কিছু বিশেষ রীতি পালনে জীবন থেকে সরে যাবে সব বাধা, আসবে সুখ-শান্তি৷
*আজ হনুমান জয়ন্তী। চিত্রা নক্ষত্রে হনুমানজির জন্ম হয়েছিল। আজ মঙ্গলবার হনুমান জয়ন্তীতে চিত্রা নক্ষত্র ও বজ্র নমক যোগ থাকবে। পাশাপাশি মঙ্গলও এদিনে তাঁর বন্ধু রাশি মীন রাশিতে প্রবেশ করবে। হনুমান জয়ন্তীর দিন কিছু বিশেষ রীতি পালনে জীবন থেকে সরে যাবে সব বাধা, আসবে সুখ-শান্তি৷
*হিন্দুধর্মে হনুমান জয়ন্তীর দিনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। হনুমানজির পুজো করলে জীবনে সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এবং সুখ ও শান্তি আসে।
*হিন্দুধর্মে হনুমান জয়ন্তীর দিনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। হনুমানজির পুজো করলে জীবনে সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এবং সুখ ও শান্তি আসে।
*জ্যোতিষবীদ সুদীপ শাস্ত্রী জানাচ্ছেন, কর্মজীবনে সমস্যায় জর্জরিত? তাহলে এই দিন আপনার বাড়ির ঠাকুর আসনে তেলের প্রদীপ জ্বালানো উচিত। এরপর এতে দুটি লবঙ্গ দিতে হবে। হনুমানজীর চরণে ভক্তি সহকারে নিবেদন করা উচিত। এতে অর্থ সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান হবে।
*জ্যোতিষবীদ সুদীপ শাস্ত্রী জানাচ্ছেন, কর্মজীবনে সমস্যায় জর্জরিত? তাহলে এই দিন আপনার বাড়ির ঠাকুর আসনে তেলের প্রদীপ জ্বালানো উচিত। এরপর এতে দুটি লবঙ্গ দিতে হবে। হনুমানজীর চরণে ভক্তি সহকারে নিবেদন করা উচিত। এতে অর্থ সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান হবে।
*বজরংবলীর পুজোয় ভুলেও সাদা বা কালো রং ব্যবহার করবেন না। আজকের দিনে উপবাস রাখতে পারেন। তবে উপবাস করতে না-পারলে নুন ছাড়া খাবার খান। হনুমান জয়ন্তীতে নিজের মনের মধ্যে কোনও রাগ বা বিদ্বেষ আনবেন না।
*বজরংবলীর পুজোয় ভুলেও সাদা বা কালো রং ব্যবহার করবেন না। আজকের দিনে উপবাস রাখতে পারেন। তবে উপবাস করতে না-পারলে নুন ছাড়া খাবার খান। হনুমান জয়ন্তীতে নিজের মনের মধ্যে কোনও রাগ বা বিদ্বেষ আনবেন না।
*এ দিন ভক্তরা হনুমানজীকে সিঁদুর বা লাল কাপড় এবং ফুলের মালা অর্পণ করেন। হনুমানজিকে লাড্ডু, হালুয়া, কলার প্রসাদ দেওয়া হয়। জন্মকুণ্ডলীতে শনির অশুভ প্রভাব থাকলেও এই দিনে রীতিমতো হনুমানজীর পুজো করলে উপকার পাওয়া যায়।
*এ দিন ভক্তরা হনুমানজীকে সিঁদুর বা লাল কাপড় এবং ফুলের মালা অর্পণ করেন। হনুমানজিকে লাড্ডু, হালুয়া, কলার প্রসাদ দেওয়া হয়। জন্মকুণ্ডলীতে শনির অশুভ প্রভাব থাকলেও এই দিনে রীতিমতো হনুমানজীর পুজো করলে উপকার পাওয়া যায়।
*শাস্ত্রমতে বজরংবলী ব্রহ্মচারী ছিলেন। তাই বজরংবলীর পুজোর সময়ে মহিলাদের বিশেষ কিছু নিয়ম মেনে চলার পরামর্শ দেওয়া হয়। সামনেই হনুমান জয়ন্তী। এ দিন নারী-পুরুষ প্রত্যেকেই সংকটমোচনের আরাধনা করবেন।
*শাস্ত্রমতে বজরংবলী ব্রহ্মচারী ছিলেন। তাই বজরংবলীর পুজোর সময়ে মহিলাদের বিশেষ কিছু নিয়ম মেনে চলার পরামর্শ দেওয়া হয়। সামনেই হনুমান জয়ন্তী। এ দিন নারী-পুরুষ প্রত্যেকেই সংকটমোচনের আরাধনা করবেন।
*এ দিন উপবাস করে বজরংবলীর পুজো, হনুমান চালিশা পাঠ করলে সুফল পাবেন। যাঁরা শ্রদ্ধাভক্তি ভরে বজরংবলীর পুজো করেন, তাঁদের সমস্ত মনস্কামনা পূরণ করেন বজরংবলী। তবে মহিলারা তাঁর পুজোর সময় কোন কোন সতর্কতা অবলম্বন করবেন জেনে নিন।
*এ দিন উপবাস করে বজরংবলীর পুজো, হনুমান চালিশা পাঠ করলে সুফল পাবেন। যাঁরা শ্রদ্ধাভক্তি ভরে বজরংবলীর পুজো করেন, তাঁদের সমস্ত মনস্কামনা পূরণ করেন বজরংবলী। তবে মহিলারা তাঁর পুজোর সময় কোন কোন সতর্কতা অবলম্বন করবেন জেনে নিন।
*মহিলারা বজরংবলীর পুজোর সময়ে তাঁর মূর্তি স্পর্শ করবেন না। মহিলারা ভুলেও বজরংবলীকে পঞ্চামৃত স্নান করাবেন না। বজরংবলীকে ছোলা ও সিঁদূর নিবেদন করা থেকে বিরত থাকুন। দূর থেকেই ফুল মালা নিবেদন করতে পারেন।
*মহিলারা বজরংবলীর পুজোর সময়ে তাঁর মূর্তি স্পর্শ করবেন না। মহিলারা ভুলেও বজরংবলীকে পঞ্চামৃত স্নান করাবেন না। বজরংবলীকে ছোলা ও সিঁদূর নিবেদন করা থেকে বিরত থাকুন। দূর থেকেই ফুল মালা নিবেদন করতে পারেন।

Hanuman Jayanti 2024 Astrology: আজ থেকে ১১ মঙ্গলবার দিনের ঠিক ‘এই’ মুহূর্তে পড়ুন হনুমান চালিশা, সংসারে ছুঁতে পারবে না অশান্তি-অভাব, টাকার পাহাড়ে বসবেন

*পারিবারিক সমস‍্যায় জর্জরিত। কিভাবে ফিরবে শান্তি? এই চিন্তা ঘুরছে মাথায়। ১১ মঙ্গলবারে হনুমান চালিশা পাঠ করুন জানালেন জ‍্যোতিষী। সংগৃহীত ছবি। 
*পারিবারিক সমস‍্যায় জর্জরিত। কিভাবে ফিরবে শান্তি? এই চিন্তা ঘুরছে মাথায়। ১১ মঙ্গলবারে হনুমান চালিশা পাঠ করুন জানালেন জ‍্যোতিষী। সংগৃহীত ছবি।
*জ্যোতিষীর মতে, মঙ্গলবার সকালে বা সন্ধ্যায় হনুমান চালিশা পাঠ করা যেতে পারে। সকালে স্নান করে হনুমান চালিশা পাঠ করুন। আপনি যদি সন্ধ্যায় পড়তে চান তবে আপনার হাত এবং পা সঠিকভাবে ধুয়ে নিয়ে তা পাঠ করতে পারেন। সংগৃহীত ছবি। 
*জ্যোতিষীর মতে, মঙ্গলবার সকালে বা সন্ধ্যায় হনুমান চালিশা পাঠ করা যেতে পারে। সকালে স্নান করে হনুমান চালিশা পাঠ করুন। আপনি যদি সন্ধ্যায় পড়তে চান তবে আপনার হাত এবং পা সঠিকভাবে ধুয়ে নিয়ে তা পাঠ করতে পারেন। সংগৃহীত ছবি।
*বিশ্বাস করা হয় যখন কোনও ব্যক্তি হনুমান চালিশা পাঠ করেন, তখন ভগবান হনুমান তার সমস্ত সমস্যার সমাধান করতে আসেন। ভগবান হনুমান আপনাকে আপনার পথে আসা সমস্ত বাধা অতিক্রম করতে সাহায্য করবে। সংগৃহীত ছবি। 
*বিশ্বাস করা হয় যখন কোনও ব্যক্তি হনুমান চালিশা পাঠ করেন, তখন ভগবান হনুমান তার সমস্ত সমস্যার সমাধান করতে আসেন। ভগবান হনুমান আপনাকে আপনার পথে আসা সমস্ত বাধা অতিক্রম করতে সাহায্য করবে। সংগৃহীত ছবি।
*আপনি যদি পূর্ণ ভক্তি সহকারে তাঁর কাছে প্রার্থনা করেন তবে ভগবান হনুমান আপনার পথের সমস্ত বাধা সরিয়ে দেবেন এবং আপনি একটি মসৃণ জীবনযাপন করতে সক্ষম হবেন। সংগৃহীত ছবি। 
*আপনি যদি পূর্ণ ভক্তি সহকারে তাঁর কাছে প্রার্থনা করেন তবে ভগবান হনুমান আপনার পথের সমস্ত বাধা সরিয়ে দেবেন এবং আপনি একটি মসৃণ জীবনযাপন করতে সক্ষম হবেন। সংগৃহীত ছবি।
*জ‍্যোতিষী জানান,
*জ‍্যোতিষী জানান, “১১ মঙ্গলবার হনুমান চালিশা পাঠ করলেই মিলবে শান্তি। চাইলে পরবর্তীতেও আপনি এই চালিশা পাঠ চালিয়ে যেতে পারেন। সুফল পাওয়ার জন‍্য কর্পূর জ্বেলে করতে হবে হনুমানের আরতি।” সংগৃহীত ছবি।
*ঘরে হনুমান জীর মূর্তি, ছবি থাকলে তার সামনে গিয়ে হনুমান চালিশা পাঠ করার পূর্বে কর্পূর জ্বেলে নিতে হবে। লক্ষ‍্য রাখতে হবে যতক্ষণ চালিশা পাঠ চলে ততক্ষণ যেন কর্পূরটি জ্বলতে থাকে। সংগৃহীত ছবি।
*ঘরে হনুমান জীর মূর্তি, ছবি থাকলে তার সামনে গিয়ে হনুমান চালিশা পাঠ করার পূর্বে কর্পূর জ্বেলে নিতে হবে। লক্ষ‍্য রাখতে হবে যতক্ষণ চালিশা পাঠ চলে ততক্ষণ যেন কর্পূরটি জ্বলতে থাকে। সংগৃহীত ছবি।

Hanuman Jayanti 2024: হনুমান জয়ন্তী এবার মঙ্গলবার, আজ নিয়ম মেনে বজরঙ্গবলীকে ‘এই’ ৫ দ্রব্য দিন, ফল মিলবে হাতেনাতেই

*হনুমান জী ভক্তদের জীবনে সমস্যা আসতে দেননি। যে ব্যক্তি নিয়ম অনুসারে এবং নিয়মিত হনুমান জীর পুজো করেন, বজরংবলী তার সমস্ত কষ্ট দূর করেন। অজানা ভয় থেকেও মুক্তি দেন বলে বিশ্বাস।
*হনুমান জী ভক্তদের জীবনে সমস্যা আসতে দেননি। যে ব্যক্তি নিয়ম অনুসারে এবং নিয়মিত হনুমান জীর পুজো করেন, বজরংবলী তার সমস্ত কষ্ট দূর করেন। অজানা ভয় থেকেও মুক্তি দেন বলে বিশ্বাস।
*আজ পবিত্র হনুমান জয়ন্তী। তার উপরে মঙ্গলবার। আপনি যদি হনুমান জীর ভক্ত হন, তবে মঙ্গলবারে তাঁর প্রিয় জিনিস নিবেদন করুন, উন্নতির শিখরে পৌঁছতে সময় লাগবে না।
*আজ পবিত্র হনুমান জয়ন্তী। তার উপরে মঙ্গলবার। আপনি যদি হনুমান জীর ভক্ত হন, তবে মঙ্গলবারে তাঁর প্রিয় জিনিস নিবেদন করুন, উন্নতির শিখরে পৌঁছতে সময় লাগবে না।
*মঙ্গলবার হনুমান জীর প্রসাদে বোঁদে দিন। বোঁদের তৈরি মিষ্টিও নিবেদন করতে পারেন।
*মঙ্গলবার হনুমান জীর প্রসাদে বোঁদে দিন। বোঁদের তৈরি মিষ্টিও নিবেদন করতে পারেন।
*মঙ্গলবার হনুমান জী প্রসাদে বেসন দিয়ে তৈরি লাড্ডুও অর্পণ করতে হবে। এতে আপনার মনের সমস্ত ইচ্ছে পূরণ হবে।
*মঙ্গলবার হনুমান জী প্রসাদে বেসন দিয়ে তৈরি লাড্ডুও অর্পণ করতে হবে। এতে আপনার মনের সমস্ত ইচ্ছে পূরণ হবে।
*হনুমান জী গাঁদা ফুল পছন্দ করেন। মঙ্গলবার হনুমানজীর পায়ে গাঁদা ফুলের মালা অর্পণ করতে পারেন। এতে সমস্ত কাজ সফল হবে বলে বিশ্বাস করা হয়।
*হনুমান জী গাঁদা ফুল পছন্দ করেন। মঙ্গলবার হনুমানজীর পায়ে গাঁদা ফুলের মালা অর্পণ করতে পারেন। এতে সমস্ত কাজ সফল হবে বলে বিশ্বাস করা হয়।
*বজরঙ্গবলী সিঁদুর পছন্দ করেন। মঙ্গল ও শনিবার তাঁকে সিঁদুর নিবেদন করতে হবে। আপনি সিঁদুরে জুঁই তেল মিশিয়ে হনুমান জীর পায়ে অর্পণ করুন, ফল মিলবে হাতেনাতে।
*বজরঙ্গবলী সিঁদুর পছন্দ করেন। মঙ্গল ও শনিবার তাঁকে সিঁদুর নিবেদন করতে হবে। আপনি সিঁদুরে জুঁই তেল মিশিয়ে হনুমান জীর পায়ে অর্পণ করুন, ফল মিলবে হাতেনাতে।
*লাল রং হনুমান জীর খুব প্রিয়, তাই মঙ্গল ও শনিবার বজরঙ্গবলীকে লাল কাপড় নিবেদন করা যেতে পারে।
*লাল রং হনুমান জীর খুব প্রিয়, তাই মঙ্গল ও শনিবার বজরঙ্গবলীকে লাল কাপড় নিবেদন করা যেতে পারে।
*এই প্রতিবেদনে দেওয়া তথ্যগুলি সাধারণ অনুমানের ওপর ভিত্তিতে লেখা। নিউজ 18 বাংলা এটি নিশ্চিত করে না। অনুগ্রহ করে বাস্তবায়ন করার আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ দিন।
*এই প্রতিবেদনে দেওয়া তথ্যগুলি সাধারণ অনুমানের ওপর ভিত্তিতে লেখা। নিউজ 18 বাংলা এটি নিশ্চিত করে না। অনুগ্রহ করে বাস্তবায়ন করার আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ দিন।

Hanuman Jayanti 2024: মঙ্গলে হনুমান জয়ন্তীতে দুর্লভ কাকতালীয় যোগ, সিদ্ধি যোগে ভাগ্যবান এই রাশি, অঢেল টাকা-পয়সা, চাকরি-বিদেশযাত্রায় সৌভাগ্য তুঙ্গে

২৩ এপ্রিল, মঙ্গলবার ধুমধাম করে পালিত হবে হনুমান জয়ন্তী৷ চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা  তিথিতে পালিত হয় হনুমান জয়ন্তী। হনুমান জয়ন্তীর দিনে সিদ্ধি যোগ, ত্রিগ্রহী যোগ এবং চিত্রা নক্ষত্রের একটি শুভ সংমিশ্রণও ঘটছে, যার কারণে গুরুত্ব আরও বেড়েছে।
২৩ এপ্রিল, মঙ্গলবার ধুমধাম করে পালিত হবে হনুমান জয়ন্তী৷ চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে পালিত হয় হনুমান জয়ন্তী। হনুমান জয়ন্তীর দিনে সিদ্ধি যোগ, ত্রিগ্রহী যোগ এবং চিত্রা নক্ষত্রের একটি শুভ সংমিশ্রণও ঘটছে, যার কারণে গুরুত্ব আরও বেড়েছে।
 হনুমান জয়ন্তিতে দুর্লভ রাজযোগ৷ এই দিনে ভক্তরা নিষ্ঠা ভরে বজরঙ্গবলীর উপোস করে পুজো করেন৷ এবছর হনুমান জয়ন্তী পড়েছে মঙ্গলবার৷ এবং এই দিনটি ভগবান হনুমানকে উৎসর্গ করা হয়৷
হনুমান জয়ন্তিতে দুর্লভ রাজযোগ৷ এই দিনে ভক্তরা নিষ্ঠা ভরে বজরঙ্গবলীর উপোস করে পুজো করেন৷ এবছর হনুমান জয়ন্তী পড়েছে মঙ্গলবার৷ এবং এই দিনটি ভগবান হনুমানকে উৎসর্গ করা হয়৷
এই বছর হনুমান জয়ন্তীতে গুরুত্ব আরও বেড়েছে৷ কারণ এই বছর হনুমান জয়ন্তীর দিন একাধিক শুভ যোগ তৈরি হতে চলেছে৷  জ্যোতিষ মতে, দীর্ঘ ১২ বছর পর হনুমান জয়ন্তীতে রাজযোগ গঠিত হচ্ছে, যা বেশ ভাল ফলদায়ক৷ হনুমান জয়ন্তীতে ৫টি রাশির জাতক-জাতিকারা শুভ যোগের সুফল পাবেন। দেখে নিন আপনিও আছেন নাকি তালিকায়৷
এই বছর হনুমান জয়ন্তীতে গুরুত্ব আরও বেড়েছে৷ কারণ এই বছর হনুমান জয়ন্তীর দিন একাধিক শুভ যোগ তৈরি হতে চলেছে৷ জ্যোতিষ মতে, দীর্ঘ ১২ বছর পর হনুমান জয়ন্তীতে রাজযোগ গঠিত হচ্ছে, যা বেশ ভাল ফলদায়ক৷ হনুমান জয়ন্তীতে ৫টি রাশির জাতক-জাতিকারা শুভ যোগের সুফল পাবেন। দেখে নিন আপনিও আছেন নাকি তালিকায়৷
মেষ রাশির জাতকদের জন্য খুব ভাল দিন হতে চলেছে। মেষ রাশির জাতকদের জন্য জীবনের বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি বয়ে আনবে । বিবাহিত জীবনে প্রেম উপভোগ করবেন এবং আপনার স্ত্রীর সঙ্গে ভবিষ্যতের পরিকল্পনা নিয়েও আলোচনা করবেন। যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা আগামীকাল কোনও ভালো খবর শুনতে পারেন। অন্যদিকে, কর্মরত ব্যক্তিরা পূর্ণ উদ্যমে কাজ করতে পছন্দ করবেন এবং আপনার কাজ কর্মকর্তারাও প্রশংসা করবেন। ব্যবসায়ীরাএকটি বড় চুক্তি চূড়ান্ত করতে পারেন, যা আপনার সুনাম বাড়াবে। আপনার পছন্দের শখের মধ্যে কিছু সময় কাটালে আপনার মন শান্ত ও খুশি থাকবে।
মেষ রাশির জাতকদের জন্য খুব ভাল দিন হতে চলেছে। মেষ রাশির জাতকদের জন্য জীবনের বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি বয়ে আনবে । বিবাহিত জীবনে প্রেম উপভোগ করবেন এবং আপনার স্ত্রীর সঙ্গে ভবিষ্যতের পরিকল্পনা নিয়েও আলোচনা করবেন। যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা আগামীকাল কোনও ভালো খবর শুনতে পারেন। অন্যদিকে, কর্মরত ব্যক্তিরা পূর্ণ উদ্যমে কাজ করতে পছন্দ করবেন এবং আপনার কাজ কর্মকর্তারাও প্রশংসা করবেন। ব্যবসায়ীরাএকটি বড় চুক্তি চূড়ান্ত করতে পারেন, যা আপনার সুনাম বাড়াবে। আপনার পছন্দের শখের মধ্যে কিছু সময় কাটালে আপনার মন শান্ত ও খুশি থাকবে।
কর্কট রাশির জাতকদের জন্য শুভ হতে চলেছে। কর্কট রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে খুব সফল ফলাফল পাবেন এবং তাদের বিরোধীরাও খুব ভাল ফল পাবেন। শিক্ষার্থীরা যদি উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চায় তবে আজ আবেদন করা আপনার জন্য শুভ হবে। কর্মরত ব্যক্তিরা কোনও বন্ধুর কাছ থেকে একটি নতুন চাকরির অফার পেতে পারেন, যার জন্য আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন। যে কোনও পুরনো বিনিয়োগ থেকে ভাল আয় পাবেন এবং নতুন বিনিয়োগ করাও লাভজনক হবে।
কর্কট রাশির জাতকদের জন্য শুভ হতে চলেছে। কর্কট রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে খুব সফল ফলাফল পাবেন এবং তাদের বিরোধীরাও খুব ভাল ফল পাবেন। শিক্ষার্থীরা যদি উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চায় তবে আজ আবেদন করা আপনার জন্য শুভ হবে। কর্মরত ব্যক্তিরা কোনও বন্ধুর কাছ থেকে একটি নতুন চাকরির অফার পেতে পারেন, যার জন্য আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন। যে কোনও পুরনো বিনিয়োগ থেকে ভাল আয় পাবেন এবং নতুন বিনিয়োগ করাও লাভজনক হবে।
সিংহ রাশির জাতকদের জন্য একটি দুর্দান্ত দিন হতে চলেছে। সিংহ রাশির জাতক জাতিকারা অর্থের দিক থেকে ভাল সুবিধা পাবেন এবং ইচ্ছানুযায়ী খরচ করতে পারবেন। অর্থ উপার্জনের নতুন উপায় তৈরি হবে এবং ব্যাঙ্ক ব্যালেন্স উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। হনুমানজির কৃপায়, জীবনে নতুন শক্তি সঞ্চারিত হবে, যা নতুন সাফল্যের দিকে নিয়ে যাবে এবং প্রতিটি কাজ করতে প্রস্তুত থাকবেন। প্রেম জীবনে যারা প্রেমের বিয়ের কথা ভাবছেন, তাহলে আজ  আপনি আপনার সম্পর্ককে মজবুত করার সুবর্ণ সুযোগ পাবেন।
সিংহ রাশির জাতকদের জন্য একটি দুর্দান্ত দিন হতে চলেছে। সিংহ রাশির জাতক জাতিকারা অর্থের দিক থেকে ভাল সুবিধা পাবেন এবং ইচ্ছানুযায়ী খরচ করতে পারবেন। অর্থ উপার্জনের নতুন উপায় তৈরি হবে এবং ব্যাঙ্ক ব্যালেন্স উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। হনুমানজির কৃপায়, জীবনে নতুন শক্তি সঞ্চারিত হবে, যা নতুন সাফল্যের দিকে নিয়ে যাবে এবং প্রতিটি কাজ করতে প্রস্তুত থাকবেন। প্রেম জীবনে যারা প্রেমের বিয়ের কথা ভাবছেন, তাহলে আজ আপনি আপনার সম্পর্ককে মজবুত করার সুবর্ণ সুযোগ পাবেন।
মকর রাশির জাতকদের জন্য বিশেষ ফলদায়ক হতে চলেছে। মকর রাশির লোকেরা তাদের উপার্জনে সম্পূর্ণরূপে সন্তুষ্ট হবে এবং জীবনে সুখ ও সমৃদ্ধি উপভোগ করবে। পরিবারের সদস্যদের জন্য কিছু বিশেষ এবং ব্যয়বহুল উপহার আনতে পারেন, যা সবাইকে খুশি করবে এবং সম্পর্ককে মজবুত করবে। ব্যবসায়ীরা যদি তাদের কর্মক্ষেত্রে কোনও পরিবর্তন করার কথা ভাবছেন, তবে এই কাজের জন্য অনুকূল দিন হবে। বিদেশ থেকে দারুণ সুযোগ পাওয়ার ইঙ্গিত পাচ্ছেন,  আপনার জন্য ভাগ্যবান প্রমাণিত হবে।
মকর রাশির জাতকদের জন্য বিশেষ ফলদায়ক হতে চলেছে। মকর রাশির লোকেরা তাদের উপার্জনে সম্পূর্ণরূপে সন্তুষ্ট হবে এবং জীবনে সুখ ও সমৃদ্ধি উপভোগ করবে। পরিবারের সদস্যদের জন্য কিছু বিশেষ এবং ব্যয়বহুল উপহার আনতে পারেন, যা সবাইকে খুশি করবে এবং সম্পর্ককে মজবুত করবে। ব্যবসায়ীরা যদি তাদের কর্মক্ষেত্রে কোনও পরিবর্তন করার কথা ভাবছেন, তবে এই কাজের জন্য অনুকূল দিন হবে। বিদেশ থেকে দারুণ সুযোগ পাওয়ার ইঙ্গিত পাচ্ছেন, আপনার জন্য ভাগ্যবান প্রমাণিত হবে।
মীন রাশির জাতকদের জন্য একটি অনুকূল দিন হতে চলেছে। ভাগ্য যদি আপনার সহায় হয় তবে এটি আপনাকে আপনার কর্মজীবনকে সাফল্যের পথে নিয়ে যেতে সাহায্য করবে এবং আপনার আত্মবিশ্বাস বাড়াবে। যারা কর্মজীবন শুরু করেছেন তাদের জন্য  শুভ দিন, আপনি একটি নতুন চাকরি এবং ভাল কাজের সুযোগ পেতে পারেন। পারিবারিক জীবনের কথা বললে, আপনি আপনার পিতামাতার সেবা করার সুযোগ পাবেন এবং পরিবারে বিশেষ অতিথির আগমন হতে পারে। কর্মরত ব্যক্তিরা তাদের কাজের বিষয়ে পেশাদার পরিকল্পনা করবেন এবং একইভাবে কাজ করতেও পছন্দ করবেন।
মীন রাশির জাতকদের জন্য একটি অনুকূল দিন হতে চলেছে। ভাগ্য যদি আপনার সহায় হয় তবে এটি আপনাকে আপনার কর্মজীবনকে সাফল্যের পথে নিয়ে যেতে সাহায্য করবে এবং আপনার আত্মবিশ্বাস বাড়াবে। যারা কর্মজীবন শুরু করেছেন তাদের জন্য শুভ দিন, আপনি একটি নতুন চাকরি এবং ভাল কাজের সুযোগ পেতে পারেন। পারিবারিক জীবনের কথা বললে, আপনি আপনার পিতামাতার সেবা করার সুযোগ পাবেন এবং পরিবারে বিশেষ অতিথির আগমন হতে পারে। কর্মরত ব্যক্তিরা তাদের কাজের বিষয়ে পেশাদার পরিকল্পনা করবেন এবং একইভাবে কাজ করতেও পছন্দ করবেন।

Hanuman Jayanti 2024: বহু বছর পর মঙ্গলবারে হনুমান জয়ন্তী, মঙ্গলের মীনে পা, আগামিকাল দুরন্ত সময়, ৩টি কাজ করলে উন্নতি আটকায় কে!

বহু বছর পর এবছরই মঙ্গলবার হনুমান জয়ন্তী পড়ছে৷ সাধারণত মঙ্গলবার পবনের পুত্র হনুমানজিকে উৎসর্গ করা হয়। এর পাশাপাশি, এই বছর হনুমান জয়ন্তীতে একটি বিশেষ যোগ রয়েছে। মঙ্গলবার এবং চিত্রা নক্ষত্রে হনুমানজির জন্ম হয়েছিল। এ বছর হনুমান জয়ন্তীতে চিত্রা নক্ষত্র ও বজ্র নমক যোগ থাকবে।এর পাশাপাশি মঙ্গলও এই দিনে তাঁর বন্ধু রাশি মীন রাশিতে প্রবেশ করবে। হনুমান জয়ন্তীর দিন কিছু বিশেষ রীতি পালনে জীবন থেকে সরে যাবে সব বাধা, আসবে সুখ-শান্তি৷ অযোধ্যার জ্যোতিষী পণ্ডিত কল্কি রাম জানিয়েছে কয়েকটি উপায়৷
বহু বছর পর এবছরই মঙ্গলবার হনুমান জয়ন্তী পড়ছে৷ সাধারণত মঙ্গলবার পবনের পুত্র হনুমানজিকে উৎসর্গ করা হয়। এর পাশাপাশি, এই বছর হনুমান জয়ন্তীতে একটি বিশেষ যোগ রয়েছে। মঙ্গলবার এবং চিত্রা নক্ষত্রে হনুমানজির জন্ম হয়েছিল। এ বছর হনুমান জয়ন্তীতে চিত্রা নক্ষত্র ও বজ্র নমক যোগ থাকবে।এর পাশাপাশি মঙ্গলও এই দিনে তাঁর বন্ধু রাশি মীন রাশিতে প্রবেশ করবে। হনুমান জয়ন্তীর দিন কিছু বিশেষ রীতি পালনে জীবন থেকে সরে যাবে সব বাধা, আসবে সুখ-শান্তি৷ অযোধ্যার জ্যোতিষী পণ্ডিত কল্কি রাম জানিয়েছে কয়েকটি উপায়৷
চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তী। হনুমানজিকে শক্তি, বুদ্ধি এবং জ্ঞানের দেবতা হিসাবে পুজো করা হয়। এই বছর ২৩ এপ্রিল, মঙ্গলবার, আগামিকার হনুমান জয়ন্তী পালিত হবে। বিশ্বাস করা হয়, এই দিনে বায়ুর পুত্র হনুমানের পুজো করলে জীবনের সমস্ত সমস্যা দূর হয়।
চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তী। হনুমানজিকে শক্তি, বুদ্ধি এবং জ্ঞানের দেবতা হিসাবে পুজো করা হয়। এই বছর ২৩ এপ্রিল, মঙ্গলবার, আগামিকার হনুমান জয়ন্তী পালিত হবে। বিশ্বাস করা হয়, এই দিনে বায়ুর পুত্র হনুমানের পুজো করলে জীবনের সমস্ত সমস্যা দূর হয়।
⦁ কর্মজীবনে সমস্যায় জর্জরিত? তাহলে এই দিন আপনার বাড়ির ঠাকুর আসনে তেলের প্রদীপ জ্বালানো উচিত। এরপর এতে দুটি লবঙ্গ দিতে হবে। হনুমানজীর চরণে ভক্তি সহকারে নিবেদন করা উচিত। এতে অর্থ সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান হবে।
⦁ কর্মজীবনে সমস্যায় জর্জরিত? তাহলে এই দিন আপনার বাড়ির ঠাকুর আসনে তেলের প্রদীপ জ্বালানো উচিত। এরপর এতে দুটি লবঙ্গ দিতে হবে। হনুমানজীর চরণে ভক্তি সহকারে নিবেদন করা উচিত। এতে অর্থ সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান হবে।
⦁ আপনি যদি শনি দোষ বা মঙ্গল দোষ থেকে মুক্তি পেতে চান তবে এই দিনে হনুমান চালিসা পাঠ করা উচিত। এতে বজরঙ্গবলীর আশীর্বাদ পাওয়া যায়।
⦁ আপনি যদি শনি দোষ বা মঙ্গল দোষ থেকে মুক্তি পেতে চান তবে এই দিনে হনুমান চালিসা পাঠ করা উচিত। এতে বজরঙ্গবলীর আশীর্বাদ পাওয়া যায়।
⦁ কোনও আইনি বিষয়ে জটিলতা তৈরি হয় তবে হনুমান জয়ন্তীর দিন হনুমানজিকে লাল ছোলা নিবেদন করা উচিত,উপকার পাবেন।
⦁ কোনও আইনি বিষয়ে জটিলতা তৈরি হয় তবে হনুমান জয়ন্তীর দিন হনুমানজিকে লাল ছোলা নিবেদন করা উচিত,উপকার পাবেন। 
⦁ হনুমান জয়ন্তীর দিন যে কোনও হনুমান মন্দিরে গিয়ে মিষ্টি পান ও সিঁদুর নিবেদন করুন। কথিত আছে যে এটি করলে সকল প্রকার কষ্ট দূর হয়, এর পাশাপাশি হনুমান চালিসা ১০৮ বার জপ করতে হবে।Disclamer: এই মতামত News18বাংলার নিজস্ব মত নয়৷ প্রচলিত ধারণার ভিত্তিতেই এই প্রতিবেদন৷ সঠিক ফল পেতে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷
⦁ হনুমান জয়ন্তীর দিন যে কোনও হনুমান মন্দিরে গিয়ে মিষ্টি পান ও সিঁদুর নিবেদন করুন। কথিত আছে যে এটি করলে সকল প্রকার কষ্ট দূর হয়, এর পাশাপাশি হনুমান চালিসা ১০৮ বার জপ করতে হবে।Disclamer: এই মতামত News18বাংলার নিজস্ব মত নয়৷ প্রচলিত ধারণার ভিত্তিতেই এই প্রতিবেদন৷ সঠিক ফল পেতে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷

Hanuman Jayanti 2024: বজরংবলীর খুবই প্রিয় এই ৪ রাশি, আপনিও কি আছেন? হনুমান জয়ন্তীতে এদের ভাগ্য খুলবে, মিটবে আর্থিক সঙ্কট! ছুঁতে পারবে না বিপদ-আপদ

মঙ্গলবার অর্থাৎ আগামীকাল হনুমান জয়ন্তী। ২৩ এপ্রিল হনুমান জন্মোৎসব পালিত হবে। হনুমানজিকে সঙ্কট মোচন বলা হয় কারণ বজরঙ্গবলী তাঁর ভক্তদের প্রতিটি সমস্যা দূর করেন। মঙ্গলবার ভগবান হনুমানের পূজার বিশেষ গুরুত্ব রয়েছে। এমনটা বিশ্বাস করা হয় যে আপনি যদি এই দিনে ভগবান হনুমানের পূজা করেন তাহলে হনুমানজি তাঁর ভক্তদের বিশেষ আশীর্বাদ করেন।
মঙ্গলবার অর্থাৎ আগামীকাল হনুমান জয়ন্তী। ২৩ এপ্রিল হনুমান জন্মোৎসব পালিত হবে। হনুমানজিকে সঙ্কট মোচন বলা হয় কারণ বজরঙ্গবলী তাঁর ভক্তদের প্রতিটি সমস্যা দূর করেন। মঙ্গলবার ভগবান হনুমানের পূজার বিশেষ গুরুত্ব রয়েছে। এমনটা বিশ্বাস করা হয় যে আপনি যদি এই দিনে ভগবান হনুমানের পূজা করেন তাহলে হনুমানজি তাঁর ভক্তদের বিশেষ আশীর্বাদ করেন।
ভক্তদের ছাড়াও এমন কিছু রাশি রয়েছে যা হনুমানজির খুবই প্রিয় রাশিচক্র হিসাবে বিবেচিত হয়। এই রাশির জাতকদের উপর হনুমানজির আশীর্বাদ সবসময় থাকে। হনুমানজির প্রিয় রাশি কোনগুলো? জেনে নিন আপনি আছেন কিনা সেই তালিকায়৷ হনুমান জয়ন্তীতে শনির সাড়ে সাতি, ধাইয়া ও মঙ্গলদোষ দূর করতে কী কী বিশেষ ব্যবস্থা নেওয়া উচিত তা-ও জেনে নিন।
ভক্তদের ছাড়াও এমন কিছু রাশি রয়েছে যা হনুমানজির খুবই প্রিয় রাশিচক্র হিসাবে বিবেচিত হয়। এই রাশির জাতকদের উপর হনুমানজির আশীর্বাদ সবসময় থাকে। হনুমানজির প্রিয় রাশি কোনগুলো? জেনে নিন আপনি আছেন কিনা সেই তালিকায়৷ হনুমান জয়ন্তীতে শনির সাড়ে সাতি, ধাইয়া ও মঙ্গলদোষ দূর করতে কী কী বিশেষ ব্যবস্থা নেওয়া উচিত তা-ও জেনে নিন।
মেষ রাশি হনুমানজির প্রিয় রাশিগুলির মধ্যে একটি। মঙ্গল মেষ রাশির অধিপতি। মঙ্গলবার ভগবান হনুমানজিকে উৎসর্গ করা হয়, তাই মঙ্গল গ্রহের সঙ্গে হনুমানজির সুসম্পর্ক রয়েছে বলে মনে করা হয়। এছাড়াও, মঙ্গল যদি আপনার কুণ্ডলীতে বিরূপ প্রভাব ফেলে, তবে আপনাকে অবশ্যই হনুমান জয়ন্তীতে নয়, অন্যান্য দিনেও হনুমানজির পুজো করতে হবে।
মেষ রাশি হনুমানজির প্রিয় রাশিগুলির মধ্যে একটি। মঙ্গল মেষ রাশির অধিপতি। মঙ্গলবার ভগবান হনুমানজিকে উৎসর্গ করা হয়, তাই মঙ্গল গ্রহের সঙ্গে হনুমানজির সুসম্পর্ক রয়েছে বলে মনে করা হয়। এছাড়াও, মঙ্গল যদি আপনার কুণ্ডলীতে বিরূপ প্রভাব ফেলে, তবে আপনাকে অবশ্যই হনুমান জয়ন্তীতে নয়, অন্যান্য দিনেও হনুমানজির পুজো করতে হবে।
সিংহ রাশির অধিপতি হলেন সূর্য দেবতা। সূর্যদেবকে সমস্ত গ্রহের রাজাও মনে করা হয়। ভগবান হনুমানের গুরুও সূর্য ঈশ্বর। বজরংবলী সূর্যদেবের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন এবং অনেক কৃতিত্ব অর্জন করেছেন, তাই হনুমানজির আশীর্বাদ সর্বদা তাঁর গুরুর রাশিচক্রে থাকে। জীবনে সুখ ও সমৃদ্ধি পেতে হলে আপনাকে অবশ্যই সূর্য দেবতার পূজা করতে হবে।
সিংহ রাশির অধিপতি হলেন সূর্য দেবতা। সূর্যদেবকে সমস্ত গ্রহের রাজাও মনে করা হয়। ভগবান হনুমানের গুরুও সূর্য ঈশ্বর। বজরংবলী সূর্যদেবের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন এবং অনেক কৃতিত্ব অর্জন করেছেন, তাই হনুমানজির আশীর্বাদ সর্বদা তাঁর গুরুর রাশিচক্রে থাকে। জীবনে সুখ ও সমৃদ্ধি পেতে হলে আপনাকে অবশ্যই সূর্য দেবতার পূজা করতে হবে।
কুম্ভ রাশির অধিপতি হলেন শনিদেব। এমনটা বিশ্বাস করা হয় যে কুম্ভ রাশির জাতকদেরও ভগবান হনুমান আশীর্বাদ করেছিলেন কারণ পৌরাণিক কাহিনী অনুসারে, যখন রাবণের লঙ্কায় শনিদেব দহন করেছিলেন, তখন ভগবান হনুমান তাঁর শরীরে সর্ষের তেল লাগিয়েছিলেন। সেই সঙ্গে শনিদেব বলেছিলেন, হনুমানজির পুজো করলে শনির প্রভাব থেকে মুক্তি পাবেন।
কুম্ভ রাশির অধিপতি হলেন শনিদেব। এমনটা বিশ্বাস করা হয় যে কুম্ভ রাশির জাতকদেরও ভগবান হনুমান আশীর্বাদ করেছিলেন কারণ পৌরাণিক কাহিনী অনুসারে, যখন রাবণের লঙ্কায় শনিদেব দহন করেছিলেন, তখন ভগবান হনুমান তাঁর শরীরে সর্ষের তেল লাগিয়েছিলেন। সেই সঙ্গে শনিদেব বলেছিলেন, হনুমানজির পুজো করলে শনির প্রভাব থেকে মুক্তি পাবেন।
বৃশ্চিক রাশির অধিপতিও মঙ্গল। এই কারণে বৃশ্চিক রাশির জাতকদের উপর হনুমানের আশীর্বাদ সবসময় থাকে। আপনি যদি হনুমানজির আশীর্বাদ পেতে চান তবে হনুমান জয়ন্তীর দিন বজরংবলীকে লাড্ডু নিবেদন করুন। এতে শক্তি, বুদ্ধিমত্তা ও খ্যাতি বৃদ্ধি পায়। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মঙ্গলবার হনুমানের পুজো করতে হবে।
বৃশ্চিক রাশির অধিপতিও মঙ্গল। এই কারণে বৃশ্চিক রাশির জাতকদের উপর হনুমানের আশীর্বাদ সবসময় থাকে। আপনি যদি হনুমানজির আশীর্বাদ পেতে চান তবে হনুমান জয়ন্তীর দিন বজরংবলীকে লাড্ডু নিবেদন করুন। এতে শক্তি, বুদ্ধিমত্তা ও খ্যাতি বৃদ্ধি পায়। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মঙ্গলবার হনুমানের পুজো করতে হবে।
হনুমান জয়ন্তীর দিন হনুমান মন্দিরে মিষ্টি পান, সিঁদুর এবং লাল রঙের কাপড় নিবেদন করুন।যদি আপনার শনিদেবের সাড়ে সাতি বা ধাইয়া চলছে, তবে হনুমান জয়ন্তীর দিন সর্ষের তেলের প্রদীপে কালো তিল রেখে হনুমানজির আরতি করুন, এটি আপনাকে জন্মকুণ্ডলীতে শনির ছায়া থেকে মুক্তি দেয়।
হনুমান জয়ন্তীর দিন হনুমান মন্দিরে মিষ্টি পান, সিঁদুর এবং লাল রঙের কাপড় নিবেদন করুন।যদি আপনার শনিদেবের সাড়ে সাতি বা ধাইয়া চলছে, তবে হনুমান জয়ন্তীর দিন সর্ষের তেলের প্রদীপে কালো তিল রেখে হনুমানজির আরতি করুন, এটি আপনাকে জন্মকুণ্ডলীতে শনির ছায়া থেকে মুক্তি দেয়।
শুধু হনুমান জয়ন্তীতেই নয়, প্রতি মঙ্গলবার স্নান সেরে লাল বস্ত্র পরিধান করে রীতি অনুযায়ী হনুমানজির পুজো করলেও আর্থিক সঙ্কট থেকে মুক্তি পাবেন৷
শুধু হনুমান জয়ন্তীতেই নয়, প্রতি মঙ্গলবার স্নান সেরে লাল বস্ত্র পরিধান করে রীতি অনুযায়ী হনুমানজির পুজো করলেও আর্থিক সঙ্কট থেকে মুক্তি পাবেন৷