মঙ্গলবার পবিত্র হনুমান জয়ন্তী৷ এ বছর চৈত্র পূর্ণিমার বদলে বৈশাখের পূর্ণিমায় পালিত হচ্ছে বজরঙ্গবলীর আবির্ভাবতিথি৷

Hanuman Jayanti Astrological Tips: পবিত্র হনুমান জয়ন্তীতে ব্যাগে রাখুন এই পাতা, অর্থকষ্ট কেটে হবে টাকার বৃষ্টি, আসবে সৌভাগ্য

মঙ্গলবার পবিত্র হনুমান জয়ন্তী৷ এ বছর চৈত্র পূর্ণিমার বদলে বৈশাখের পূর্ণিমায় পালিত হচ্ছে বজরঙ্গবলীর আবির্ভাবতিথি৷
মঙ্গলবার পবিত্র হনুমান জয়ন্তী৷ এ বছর চৈত্র পূর্ণিমার বদলে বৈশাখের পূর্ণিমায় পালিত হচ্ছে বজরঙ্গবলীর আবির্ভাবতিথি৷

 

প্রচলিত বিশ্বাস, সঙ্কটমোচন হনুমানজীর জন্মতিথিতে হনুমান চালিশা পাঠ করলে সব বিঘ্ন দূর হয়৷ মুক্তি পাওয়া যায় শনিদেবের কুদৃষ্টি থেকে৷ এই তিথিতে কিছু আচার পালন করলে মুক্তি মেলে অর্থসঙ্কট থেকে৷ বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ মৃত্যুঞ্জয় তিওয়ারি৷
প্রচলিত বিশ্বাস, সঙ্কটমোচন হনুমানজীর জন্মতিথিতে হনুমান চালিশা পাঠ করলে সব বিঘ্ন দূর হয়৷ মুক্তি পাওয়া যায় শনিদেবের কুদৃষ্টি থেকে৷ এই তিথিতে কিছু আচার পালন করলে মুক্তি মেলে অর্থসঙ্কট থেকে৷ বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ মৃত্যুঞ্জয় তিওয়ারি৷

 

বলা হয়, দিনের তুলনায় রাতে হনুমান চালিশা পাঠ করলে বেশি সুফল পাওয়া যায়৷ পাঠ না করলেও এই পাঠ শ্রবণ করুন৷
বলা হয়, দিনের তুলনায় রাতে হনুমান চালিশা পাঠ করলে বেশি সুফল পাওয়া যায়৷ পাঠ না করলেও এই পাঠ শ্রবণ করুন৷

 

এই তিথিতে তিনটি তুলসিপাতা নিন৷ সকালে স্নান সেরে তুলসিমাতার পুজো করে ৩ টি পাতা চয়ন করুন৷
এই তিথিতে তিনটি তুলসিপাতা নিন৷ সকালে স্নান সেরে তুলসিমাতার পুজো করে ৩ টি পাতা চয়ন করুন৷

 

পরিষ্কার পরিচ্ছন্ন তিনটি তুলসিপাতা চয়ন করুন৷ তার পর হনুমানজীর পুজোয় ওই পাতাগুলি অর্পণ করুন৷
পরিষ্কার পরিচ্ছন্ন তিনটি তুলসিপাতা চয়ন করুন৷ তার পর হনুমানজীর পুজোয় ওই পাতাগুলি অর্পণ করুন৷
পুজোর পরে হনুমানজীর চরণে অর্পণ করা তুলসিপাতা রাখুন নিজের পার্সে বা ওয়ালেটে৷
পুজোর পরে হনুমানজীর চরণে অর্পণ করা তুলসিপাতা রাখুন নিজের পার্সে বা ওয়ালেটে৷

 

পরে পার্স বা ওয়ালেটে রাখা পাতা শুকিয়ে গেলে ফেলে দিন প্রবহমান জলে৷
পরে পার্স বা ওয়ালেটে রাখা পাতা শুকিয়ে গেলে ফেলে দিন প্রবহমান জলে৷

 

বিশ্বাস করা হয়, এই কাজের ফলে অর্থকষ্ট দূর হবে৷ জীবনে চুম্বকের মতো আসবে অর্থ৷
বিশ্বাস করা হয়, এই কাজের ফলে অর্থকষ্ট দূর হবে৷ জীবনে চুম্বকের মতো আসবে অর্থ৷