Shane Warne: শেন ওয়ার্ন মারা গেছেন ৪ মার্চ, হঠাৎই সোশ্যাল মিডিয়ায় তাঁর অ্যাকউন্ট থেকে ট্যুইট, চমকে উঠলেন সকলে

#সিডনি: প্রাক্তন অস্ট্রেলিয়ার অধিনায়ক শেন ওয়ার্ন বিশ্ব ক্রিকেটের সর্বকালীন সেরা বোলারদের মধ্যে অন্যতম৷ আজ ১৩ সেপ্টেম্বর- শেন ওয়ার্নের মৃত্যুর পর প্রথম জন্মবার্ষিকী৷ ৫৩ বছরের জন্মদিন ছিল ওয়ার্নের৷ টেস্ট ক্রিকেটে তিনিই প্রথম ৬০০ উইকেটের মালিক হয়েছিলেন৷ একজন মহান ক্রিকেটার হিসেবে পরিচিত এই ক্রিকেটার দুনিয়াকে আলবিদা করেছেন এই বছরের ৪ মার্চ৷ থাইল্যান্ডের কো সুমাই আইল্যান্ডে ছুটি কাটানোর সময় হার্ট অ্যাটাকে মৃত্যু হয় তাঁর৷

আজ ১৩ সেপ্টেম্বর শেন ওয়ার্নের ট্যুইটার হ্যান্ডেল থেকে একটি ট্যুইট করা হয়েছে৷ সোশ্যাল মিডিয়ায় ফের ওয়ার্নের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে ট্যুইট দেখে সকলেঅবাক হয়ে যান৷ একজন নেটিজেন লিখেছেন , ‘‘ট্যুইট দেখে আমার হৃদয় ধড়ফড় করছে৷ আমি ওঁর আওয়াজ, লেগস্পিন, চোখ , আধিপত্য কখনও ভুলতে পারব না- লাভ ইউ ওয়ার্ন ফর এভার৷’’

 

 

আরেক নেটিজেন লিখেছেন, ‘‘আমি আর অন্য কারোর বিষয়ে ভাবতে পারব না, উনি আমার বড় হওয়ায় প্রভাব ফেলেছেন৷ কখনও কখনও মনে হয় উনি এখন আমার আশেপাশে নেই৷ শেন ওয়ার্নের ব্যক্তিত্ব শব্দে প্রকাশের চেয়ে বড় ছিল৷ ’’

 

আরও পড়ুন –  রাতের আকাশে যেন চলন্ত ট্রেন! চলন্ত আলোর সিরিজ দেখে উত্তরপ্রদেশের গ্রামের মানুষরা হতবাক

ইতিহাসের অন্যতম সবচেয়ে মহান ক্রিকেটার মানা হয় অস্ট্রেলিয়ার হয়ে ১৪৫ টেস্ট ম্যাচে ৭০৮ উইকেটের মালিককে৷  তিনি টেস্টে উইকেট নেওয়া সবচেয়ে বেশি উইকেটের মালিকের তালিকায় ২ নম্বরে রয়েছেন৷

শ্রীলঙ্কার মুথাইয়া মুরলীধরণের পর ওয়ানডে ও টেস্ট ক্রিকেট মিলিয়ে ১০০০ উইকেট নেওয়া তিনি মাত্র দ্বিতীয় বোলার৷

ওয়ান ডে ক্রিকেটে তিনি ১৯৪ ম্যাচে ২৯৩ উইকেট নিয়েছেন৷ ক্রিকেটে ব্যাটিং করার সময়ে তিনি ১২ টি অর্ধশতরানের মালিক৷ তাঁর সর্বোচ্চ স্কোর ৯৯ রান৷ তাঁর অধিনায়কত্বে রাজস্থান রয়্যালস আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে৷