ডিভোর্সের খবরের মাঝে পান্ডিয়ার প্রথম পোস্ট! বিয়ে ভাঙার গুঞ্জন, হার্দিক ‘অন্য কাজে’

নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও তাঁর স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচ বিবাহ বিচ্ছেদের গুঞ্জনের কারণে খবরে রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এই সেলেব্রিটি দম্পতির সম্পর্ক নিয়ে জল্পনা ছড়াচ্ছে। ২৫ মে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাকি দলের সাথে হার্দিক পান্ডিয়া আমেরিকায় না যাওয়া এই গুজব আরও উস্কে দেয়।

হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্সের আইপিএল ২০২৪-এ খুব খারাপ পারফরর্ম করেছিল। পয়েন্ট টেবিলের নীচের দিকে থেকে টুর্নামেন্ট শেষ করে তারা।

কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছিল, হার্দিক আইপিএল শেষ হওয়ার পরে ছুটি কাটাতে বিদেশে গিয়েছিলেন। যদিও হার্দিক কোথায় গিয়েছেন তা স্পষ্ট নয়। এবার বিবাহবিচ্ছেদের গুজবের মধ্যে হার্দিক তাঁর প্রথম সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন, যা সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে।

আরও পড়ুন- কেকেআর পরেরবার এই ক্রিকেটারকে দলে রাখবেই! কী সেই নাম! রয়েছে বড় চমক

হার্দিক তাঁর কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। সেই ছবিতে তাঁকে ভারতীয় দলের জার্সিতে অনুশীলন করতে দেখা যাচ্ছে। আমেরিকায় টিম ইন্ডিয়ার বাকি প্লেয়ারদের সঙ্গে প্র্যাকটিসে নেমেছিলেন তিনি।

বিশ্বকাপের জন্য নিউইয়র্কে টিম ইন্ডিয়ার সঙ্গে যোগ দিয়েছেন হার্দিক। ওই ছবিগুলি শেয়ার করার সময় হার্দিক ক্যাপশন লিখেছেন, “জাতীয় দলের দায়িত্বে।”

আইপিএল ২০২৪-এর প্লে অফে পৌঁছতে পারেনি য়ে সমস্ত দল, তাদের ভারতীয় ক্রিকেটাররা ২৫ মে আমেরিকা চলে গিয়েছিলেন। তখন দলের সঙ্গে ছিলেন না হার্দিক।

আরও পড়ুন- শাহরুখের হাতের এই ঘড়ি দেখার মতো, পরেছিলেন IPL ফাইনালে, যা দাম, শুনলে হা হবেন

অধিনায়ক এবং ক্রিকেটার হিসেবে হার্দিক পান্ডিয়ার আইপিএল ২০২৪ মরসুম বেশ হতাশাজনক ছিল। হার্দিক পুরো মরসুমে ১৪ ম্যাচে ১৮.০০ গড়ে মাত্র ২১৬ রান করেন। ১৪টি ম্যাচে ১১টি উইকেট নিতে সফল হন তিনি। হার্দিকের নেতৃত্বে মুম্বই এই মরসুমে খেলা ১৪টি ম্যাচের মধ্যে ৪টিতে জিতেছে।

হার্দিক পান্ডিয়া আইপিএল ২০২৪-এর জন্য মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নিযুক্ত হন। রোহিত শর্মার পরিবর্তে দলের অধিনায়ক করা হয় হার্দিককে। রোহিত শর্মার নেতৃত্বে মুম্বই পাঁচবার টুর্নামেন্টের শিরোপা জিতেছিল।

ভারতীয় দল তাদের একমাত্র অনুশীলন ম্যাচ খেলবে ১লা জুন। বাংলাদেশের বিরুদ্ধে। ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া।

এর পর ৯ জুন পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ খেলবে ভারত। ১২ জুন আমেরিকার বিরুদ্ধে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচ এবং ১৫ জুন কানাডার বিরুদ্ধে চতুর্থ ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া।