‘দিল দিল পাকিস্তান’, পাক ক্রিকেটারদের গানের ভিডিও ভাইরাল, জিতে আত্মহারা বাবররা

#সিডনি: জুনেইদ জামশেদের গান। অনেকে বলেন, পাকিস্তানের দ্বিতীয় জাতীয় সঙ্গীত এটি। দিল দিল পাকিস্তান, জান জান পাকিস্তান।

পাক সরজমিন…। পাকিস্তানের জাতীয় সঙ্গীত গাইতে যতটা ভালবাসেন পাকিস্তানিরা, দিল দিল পাকিস্তান গাওয়ার সময়ও তাঁদের চোখে থাকে আবেগের অশ্রু। আর তাঁদের ভালবাসার পাকিস্তান এবার খেলবে বিশ্বকাপ ফাইনালে। এই সময়েই তো দিল দিল পাকিস্তান গানটা চিৎকার করে গাওয়ার সময়!

আরও পড়ুন- ভারত নাকি ইংল্যান্ড, কাকে বিশ্বকাপ ফাইনালে চাই? জানিয়ে দিল পাকিস্তান

বুধবার নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে ১৩ বছর পর বিশ্বকাপের ফাইনালে উঠেছে পাকিস্তান। বাবর আজম এবং মহম্মদ রিজওয়ানের দুর্দান্ত ব্যাটিংয়ের সৌজন্যে দুরন্ত জয় পেয়েছে পাকিস্তান। পাক সমর্থকরা সিডনি ক্রিকেট গ্রাউন্ডের আইকনিক স্ট্যান্ড থেকে “দিল দিল পাকিস্তান, জান জান পাকিস্তান” গানটি দিয়ে খেলোয়াড়দেরও মুগ্ধ করে দেন।

প্রথমে ব্যাটিং করে এদিন নিউজিল্যান্ড ৪ উইকেটে ১৫২ রান করে। এর পর বাবর ও রিজওয়ানের হাফ সেঞ্চুরি পাকিস্তানকে লক্ষ্যে পৌঁছতে সহায়তা করে। এই জয় পাকিস্তানকে যেন নতুন করে ক্রিকেট বিশ্বে পরিচিতি দিল। একটা সময় টি২০ বিশ্বকাপের সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল পাকিস্তানের।

নিউজিল্যান্ডের মতো কঠিন প্রতিপক্ষকে হারিয়ে আত্মবিশ্বাসে  ফুটছেন পাক ক্রিকেটাররা। পাকিস্তানের মেন্টর ম্যাথিউ হেডেন জানিয়েছেন, তাঁরা ফাইনালে ভারতের বিরুদ্ধে খেলতে চান। অর্থাৎ আগামীকাল ভারত জিতলে ১৫ বছর পর আবার টি২০ বিশ্বকাপের ফাইনালে ভারত-পাকিস্তান।

আরও পড়ুন- আবেগের বিস্ফোরণ থেকে সেলফি টাইম, ফাইনালে পৌছে উৎসবের মেজাজে পাকিস্তান

নাসিম শাহ, হ্যারিস রউফরা এদিন চিৎকার করে গাইলেন দিল দিল পাকিস্তান, জান জান পাকিস্তান। বিশ্বকাপ ফাইনালে ওঠার আনন্দে আত্মহারা তাঁরা। আর তাঁদের সঙ্গে যেন এই জনপ্রিয় গান গাইল পাকিস্তানের আওয়াম!