বুধবার দেশ জুড়ে পালিত হচ্ছে হরিয়ালী তীজ৷ বাংলায় এই পার্বণ খুব বেশি প্রচলিত না হলেও দেশের অন্যান্য প্রান্তে এই অনুষ্ঠান পালিত হয় নিষ্ঠা ভরে৷

Hariyali Teej Dos & Donts Ritulas: শ্রাবণী তৃতীয়ায় আজ পুণ্যতিথি! মহিলারা ভুলেও খাবেন না এটা! এই সামান্য কাজেই সোহাগে সম্পদে ভরে উঠবে সংসার

বুধবার দেশ জুড়ে পালিত হচ্ছে হরিয়ালী তীজ৷ বাংলায় এই পার্বণ খুব বেশি প্রচলিত না হলেও দেশের অন্যান্য প্রান্তে এই অনুষ্ঠান পালিত হয় নিষ্ঠা ভরে৷
বুধবার দেশ জুড়ে পালিত হচ্ছে হরিয়ালী তীজ৷ বাংলায় এই পার্বণ খুব বেশি প্রচলিত না হলেও দেশের অন্যান্য প্রান্তে এই অনুষ্ঠান পালিত হয় নিষ্ঠা ভরে৷

 

বিবাহিতারা এই ব্রত পালনে হরপার্বতীর পুজো করলে তাঁদের স্বামী ও সংসারের মঙ্গলকামনায়৷ অবিবাহিতা কুমারীরাও এই ব্রত উদযাপনে শামিল হতে পারেন৷ মনে করা হয় এই তিথি তাঁরা পালন করলে সুপাত্র পান স্বামী রূপে৷
বিবাহিতারা এই ব্রত পালনে হরপার্বতীর পুজো করলে তাঁদের স্বামী ও সংসারের মঙ্গলকামনায়৷ অবিবাহিতা কুমারীরাও এই ব্রত উদযাপনে শামিল হতে পারেন৷ মনে করা হয় এই তিথি তাঁরা পালন করলে সুপাত্র পান স্বামী রূপে৷

 

বর্ষাকালের শ্যামলিমা বলে ‘হরিয়ালী’ এবং তৃতীয় তিথি বলে ‘তীজ’৷ কী করবেন, কী করবেন না এই তিথিতে, তার একাধিক উপায় আছে৷ বলছেন জ্যোতিষী পণ্ডিত রাজকুমার শাস্ত্রী৷
বর্ষাকালের শ্যামলিমা বলে ‘হরিয়ালী’ এবং তৃতীয় তিথি বলে ‘তীজ’৷ কী করবেন, কী করবেন না এই তিথিতে, তার একাধিক উপায় আছে৷ বলছেন জ্যোতিষী পণ্ডিত রাজকুমার শাস্ত্রী৷

 

শ্রাবণের শুক্লাপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় হরিয়ালী তীজ৷ কথিত, এই তিথি পালন করলে সোহাগে সম্পদে ভরে উঠবে সংসার৷
শ্রাবণের শুক্লাপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় হরিয়ালী তীজ৷ কথিত, এই তিথি পালন করলে সোহাগে সম্পদে ভরে উঠবে সংসার৷

 

এই তিথিতে দানাশস্য, মশলা, তামসিক খাবার গ্রহণ করবেন না ব্রতীরা৷ গ্রহণ করুন সাত্তিক ও ব্রত উপযোগী আহার৷
এই তিথিতে দানাশস্য, মশলা, তামসিক খাবার গ্রহণ করবেন না ব্রতীরা৷ গ্রহণ করুন সাত্তিক ও ব্রত উপযোগী আহার৷

 

সূর্যোদয় থেকে চন্দ্রোদয় পর্যন্ত রক্ষা করুন উপবাস৷ তার আগে উপবাস ভঙ্গ করবেন না৷
সূর্যোদয় থেকে চন্দ্রোদয় পর্যন্ত রক্ষা করুন উপবাস৷ তার আগে উপবাস ভঙ্গ করবেন না৷

 

ব্রতপালনের দিন বাকসংযম বজায় রাখুন৷ কারওর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়বেন না৷
ব্রতপালনের দিন বাকসংযম বজায় রাখুন৷ কারওর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়বেন না৷

 

ব্যক্তিগত পরিচ্ছন্নতা, ঘরবাড়ির বিশুদ্ধতার দিকে বিশেষ নজর দিন৷ স্নান সেরে পরিষ্কার কাপড় পরে পুজো করুন৷ পুজোর জায়গা-সহ সারা বাড়ি পরিষ্কার করতে ভুলবেন না৷
ব্যক্তিগত পরিচ্ছন্নতা, ঘরবাড়ির বিশুদ্ধতার দিকে বিশেষ নজর দিন৷ স্নান সেরে পরিষ্কার কাপড় পরে পুজো করুন৷ পুজোর জায়গা-সহ সারা বাড়ি পরিষ্কার করতে ভুলবেন না৷