Tag Archives: hariyali teej 2024

Hariyali Teej 2024 Lucky Zodiac Signs: বড় বেতনবৃদ্ধি! চাকরি ব্যবসায় প্রচুর লাভ! সুখী দাম্পত্য! বুধবার থেকে সৌভাগ্যের সুখবৃষ্টি ৪ রাশির জীবনে

বুধবার দেশ জুড়ে পালিত হচ্ছে হরিয়ালী তীজ৷ শ্রাবণমাসের শুক্লাপক্ষের তৃতীয়া তিথিতে অনুষ্ঠিত হয় এই পার্বণ৷ বর্ষাকাল বলে সবুজ,শ্যামলিমা থেকে বলা হয় হরিয়ালী৷ তৃতীয়া তিথির জন্য বলা হয় তীজ৷
বুধবার দেশ জুড়ে পালিত হচ্ছে হরিয়ালী তীজ৷ শ্রাবণমাসের শুক্লাপক্ষের তৃতীয়া তিথিতে অনুষ্ঠিত হয় এই পার্বণ৷ বর্ষাকাল বলে সবুজ,শ্যামলিমা থেকে বলা হয় হরিয়ালী৷ তৃতীয়া তিথির জন্য বলা হয় তীজ৷

 

হরিয়ালী তীজে ব্রতীরা নিষ্ঠাভরে পুজো করেন হরগৌরীর৷ স্বামী ও সংসারের মঙ্গলকামনায় এই ব্রতপালন করেন বিবাহিতারা৷ সুপাত্র স্বামী পাওয়ার স্বপ্নে ব্রতপালন করেন অবিবাহিতারাও৷
হরিয়ালী তীজে ব্রতীরা নিষ্ঠাভরে পুজো করেন হরগৌরীর৷ স্বামী ও সংসারের মঙ্গলকামনায় এই ব্রতপালন করেন বিবাহিতারা৷ সুপাত্র স্বামী পাওয়ার স্বপ্নে ব্রতপালন করেন অবিবাহিতারাও৷

 

শ্রাবণমাসে হরিয়ালী তীজ তিথি উপলক্ষে কিছু রাশির কপাল খুলতে চলেছে৷ সৌভাগ্যের বর্ষায় প্লাবিত হতে চলেছেন সেই রাশির জাতক জাতিকারা৷ বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত রাজকুমার শাস্ত্রী৷
শ্রাবণমাসে হরিয়ালী তীজ তিথি উপলক্ষে কিছু রাশির কপাল খুলতে চলেছে৷ সৌভাগ্যের বর্ষায় প্লাবিত হতে চলেছেন সেই রাশির জাতক জাতিকারা৷ বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত রাজকুমার শাস্ত্রী৷

 

হরিয়ালী তীজ থেকে শিবপার্বতীর বিশেষ কৃপাবর্ষিত হতে চলেছে তুলারাশির জাতক জাতিকাদের উপর৷ কেরিয়ারে খুলতে চলেছে নতুন দরজা৷ ধনসম্পদের সঙ্গে বাড়বে মানসম্মান৷ জীবনে বাড়বে পজিটিভ বার্তা৷ বিবাহিত জীবন সুখের হবে৷ পছন্দসই চাকরির অফার আসবে৷ পেশাদারি জীবনে আসবে উন্নতির সুযোগ৷
হরিয়ালী তীজ থেকে শিবপার্বতীর বিশেষ কৃপাবর্ষিত হতে চলেছে তুলারাশির জাতক জাতিকাদের উপর৷ কেরিয়ারে খুলতে চলেছে নতুন দরজা৷ ধনসম্পদের সঙ্গে বাড়বে মানসম্মান৷ জীবনে বাড়বে পজিটিভ বার্তা৷ বিবাহিত জীবন সুখের হবে৷ পছন্দসই চাকরির অফার আসবে৷ পেশাদারি জীবনে আসবে উন্নতির সুযোগ৷

 

বৃশ্চিকরাশির জাতক জাতিকাদের জীবনে খুশির বার্তা বয়ে আনছে হরিয়ালী তীজ৷ আচমকাই ধনলাভের যোগ আসবে৷ বাড়বে সুখসম্পদ৷ ব্যবসা বাড়বে বিস্তারিত ভাবে৷ উপার্জনের পথ খুলে যাবে৷ আর্থিক সংস্থান মজবুত হবে৷
বৃশ্চিকরাশির জাতক জাতিকাদের জীবনে খুশির বার্তা বয়ে আনছে হরিয়ালী তীজ৷ আচমকাই ধনলাভের যোগ আসবে৷ বাড়বে সুখসম্পদ৷ ব্যবসা বাড়বে বিস্তারিত ভাবে৷ উপার্জনের পথ খুলে যাবে৷ আর্থিক সংস্থান মজবুত হবে৷

 

মকররাশির জাতক জাতিকাদের জীবনে বড় পরিবর্তন আসবে হরিয়ালী তীজে৷ দীর্ঘ দিন ধরে আটকে থাকা কাজ সফল হবে৷ বিবাহিত জীবনের সমস্যা কাটবে৷ সামাজিক মানসম্মান বাড়বে৷ শিক্ষার্থীদের জন্য শুভ সময় আসবে৷ প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসবে৷ আর্থিক সংস্থান উন্নত হবে৷ বাড়বে ধনসম্পদ৷
মকররাশির জাতক জাতিকাদের জীবনে বড় পরিবর্তন আসবে হরিয়ালী তীজে৷ দীর্ঘ দিন ধরে আটকে থাকা কাজ সফল হবে৷ বিবাহিত জীবনের সমস্যা কাটবে৷ সামাজিক মানসম্মান বাড়বে৷ শিক্ষার্থীদের জন্য শুভ সময় আসবে৷ প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসবে৷ আর্থিক সংস্থান উন্নত হবে৷ বাড়বে ধনসম্পদ৷

 

কুম্ভরাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত সুসময় আসছে হরিয়ালী তীজে৷ চাকরিতে বড় বেতনবৃদ্ধি অপেক্ষা করে আছে৷ পারিবারিক জীবন সুখময় হবে৷ প্রেমজীবন মধুর হয়ে উঠবে৷ দাম্পত্যেও আসবে খুশির জোয়ার৷ চাকরি ইন্টারভিউতে সফল হবেন৷ ব্যবসাতেও বাড়বে মুনাফা৷
কুম্ভরাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত সুসময় আসছে হরিয়ালী তীজে৷ চাকরিতে বড় বেতনবৃদ্ধি অপেক্ষা করে আছে৷ পারিবারিক জীবন সুখময় হবে৷ প্রেমজীবন মধুর হয়ে উঠবে৷ দাম্পত্যেও আসবে খুশির জোয়ার৷ চাকরি ইন্টারভিউতে সফল হবেন৷ ব্যবসাতেও বাড়বে মুনাফা৷

Hariyali Teej Dos & Donts Ritulas: শ্রাবণী তৃতীয়ায় আজ পুণ্যতিথি! মহিলারা ভুলেও খাবেন না এটা! এই সামান্য কাজেই সোহাগে সম্পদে ভরে উঠবে সংসার

বুধবার দেশ জুড়ে পালিত হচ্ছে হরিয়ালী তীজ৷ বাংলায় এই পার্বণ খুব বেশি প্রচলিত না হলেও দেশের অন্যান্য প্রান্তে এই অনুষ্ঠান পালিত হয় নিষ্ঠা ভরে৷
বুধবার দেশ জুড়ে পালিত হচ্ছে হরিয়ালী তীজ৷ বাংলায় এই পার্বণ খুব বেশি প্রচলিত না হলেও দেশের অন্যান্য প্রান্তে এই অনুষ্ঠান পালিত হয় নিষ্ঠা ভরে৷

 

বিবাহিতারা এই ব্রত পালনে হরপার্বতীর পুজো করলে তাঁদের স্বামী ও সংসারের মঙ্গলকামনায়৷ অবিবাহিতা কুমারীরাও এই ব্রত উদযাপনে শামিল হতে পারেন৷ মনে করা হয় এই তিথি তাঁরা পালন করলে সুপাত্র পান স্বামী রূপে৷
বিবাহিতারা এই ব্রত পালনে হরপার্বতীর পুজো করলে তাঁদের স্বামী ও সংসারের মঙ্গলকামনায়৷ অবিবাহিতা কুমারীরাও এই ব্রত উদযাপনে শামিল হতে পারেন৷ মনে করা হয় এই তিথি তাঁরা পালন করলে সুপাত্র পান স্বামী রূপে৷

 

বর্ষাকালের শ্যামলিমা বলে ‘হরিয়ালী’ এবং তৃতীয় তিথি বলে ‘তীজ’৷ কী করবেন, কী করবেন না এই তিথিতে, তার একাধিক উপায় আছে৷ বলছেন জ্যোতিষী পণ্ডিত রাজকুমার শাস্ত্রী৷
বর্ষাকালের শ্যামলিমা বলে ‘হরিয়ালী’ এবং তৃতীয় তিথি বলে ‘তীজ’৷ কী করবেন, কী করবেন না এই তিথিতে, তার একাধিক উপায় আছে৷ বলছেন জ্যোতিষী পণ্ডিত রাজকুমার শাস্ত্রী৷

 

শ্রাবণের শুক্লাপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় হরিয়ালী তীজ৷ কথিত, এই তিথি পালন করলে সোহাগে সম্পদে ভরে উঠবে সংসার৷
শ্রাবণের শুক্লাপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় হরিয়ালী তীজ৷ কথিত, এই তিথি পালন করলে সোহাগে সম্পদে ভরে উঠবে সংসার৷

 

এই তিথিতে দানাশস্য, মশলা, তামসিক খাবার গ্রহণ করবেন না ব্রতীরা৷ গ্রহণ করুন সাত্তিক ও ব্রত উপযোগী আহার৷
এই তিথিতে দানাশস্য, মশলা, তামসিক খাবার গ্রহণ করবেন না ব্রতীরা৷ গ্রহণ করুন সাত্তিক ও ব্রত উপযোগী আহার৷

 

সূর্যোদয় থেকে চন্দ্রোদয় পর্যন্ত রক্ষা করুন উপবাস৷ তার আগে উপবাস ভঙ্গ করবেন না৷
সূর্যোদয় থেকে চন্দ্রোদয় পর্যন্ত রক্ষা করুন উপবাস৷ তার আগে উপবাস ভঙ্গ করবেন না৷

 

ব্রতপালনের দিন বাকসংযম বজায় রাখুন৷ কারওর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়বেন না৷
ব্রতপালনের দিন বাকসংযম বজায় রাখুন৷ কারওর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়বেন না৷

 

ব্যক্তিগত পরিচ্ছন্নতা, ঘরবাড়ির বিশুদ্ধতার দিকে বিশেষ নজর দিন৷ স্নান সেরে পরিষ্কার কাপড় পরে পুজো করুন৷ পুজোর জায়গা-সহ সারা বাড়ি পরিষ্কার করতে ভুলবেন না৷
ব্যক্তিগত পরিচ্ছন্নতা, ঘরবাড়ির বিশুদ্ধতার দিকে বিশেষ নজর দিন৷ স্নান সেরে পরিষ্কার কাপড় পরে পুজো করুন৷ পুজোর জায়গা-সহ সারা বাড়ি পরিষ্কার করতে ভুলবেন না৷

Hariyali Teej Rituals 2024: রাত পোহালেই পুণ্যতিথি! জানুন শুভসময়! এই কাজ করলেই যোগ্য স্বামী ও সুখী দাম্পত্য পাবেন অবিবাহিতারা

বর্ষার অন্যতম জনপ্রিয় পার্বণ হরিয়ালী তীজ। বাংলায় খুব বেশি প্রচলিত না হলেও রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ডে খুবই জনপ্রিয় এই পার্বণ।
বাংলায় খুব বেশি প্রচলিত না হলেও রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ডে খুবই জনপ্রিয় এই পার্বণ।
শ্রাবণের শুক্লাপক্ষের তৃতীয়া তিথিতে নাগপঞ্চমীর দু্’দিন আগে পালিত হয় এই অনুষ্ঠান।
শ্রাবণের শুক্লাপক্ষের তৃতীয়া তিথিতে নাগপঞ্চমীর দু্’দিন আগে পালিত হয় এই অনুষ্ঠান।

 

স্বামী এবং সংসারের মঙ্গলকামনায় এই তিথি পালন করেন বিবাহিতারা। তাঁরা সেজে ওঠেন ষোলো শৃঙ্গারে।
স্বামী এবং সংসারের মঙ্গলকামনায় এই তিথি পালন করেন বিবাহিতারা। তাঁরা সেজে ওঠেন ষোলো শৃঙ্গারে।

 

কী করবেন এই তিথিতে? কীভাবে এই পার্বণ পালন করলে সোহাগে ও সম্পদে ভরে উঠবে সংসার? বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত রাজকুমার শাস্ত্রী।
কী করবেন এই তিথিতে? কীভাবে এই পার্বণ পালন করলে সোহাগে ও সম্পদে ভরে উঠবে সংসার? বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত রাজকুমার শাস্ত্রী।

 

দৃক পঞ্চাঙ্গ পঞ্জিকা অনুযায়ী হরিয়ালী তীজ শুরু হবে ৬ অগাস্ট রাত ৭.৫২ মিনিটে। এই পুণ্যতিথি থাকবে ৭ অগাস্ট রাত ১০.০৫ পর্যন্ত।
দৃক পঞ্চাঙ্গ পঞ্জিকা অনুযায়ী হরিয়ালী তীজ শুরু হবে ৬ অগাস্ট রাত ৭.৫২ মিনিটে। এই পুণ্যতিথি থাকবে ৭ অগাস্ট রাত ১০.০৫ পর্যন্ত।

 

হরিয়ালী তীজ ব্রত যাঁরা পালন করেন তাঁরা ভোরে ঘুম থেকে উঠে ঘরবাড়ি পরিষ্কার করেন।
হরিয়ালী তীজ ব্রত যাঁরা পালন করেন তাঁরা ভোরে ঘুম থেকে উঠে ঘরবাড়ি পরিষ্কার করেন।\

 

নিয়ম নিষ্ঠা পালন করে পুজো করা হয় হরপার্বতী এবং গণেশের। পুজোর পর উপবাস ভঙ্গ করেন ব্রতীরা।
নিয়ম নিষ্ঠা পালন করে পুজো করা হয় হরপার্বতী এবং গণেশের। পুজোর পর উপবাস ভঙ্গ করেন ব্রতীরা।

 

এই তিথিতে ব্রতীরা সাত্তিক আহার গ্রহণ করেন। বিরত থাকেন তামসিক আহার গ্রহণ থেকে।
এই তিথিতে ব্রতীরা সাত্তিক আহার গ্রহণ করেন। বিরত থাকেন তামসিক আহার গ্রহণ থেকে।

 

বিবাহিতা এবং অবিবাহিতা-সকলেই এই ব্রত পালন করতে পারেন। বিবাহিতারা এই ব্রত পালন করেন স্বামী ও সংসারের মঙ্গলকামনায়। অবিবাহিতারা বিশ্বাস করেন এই ব্রত পালন করলে তাঁদের সুপাত্রে বিয়ে হবে। পাবেন সুখী দাম্পত্য।
বিবাহিতা এবং অবিবাহিতা-সকলেই এই ব্রত পালন করতে পারেন। বিবাহিতারা এই ব্রত পালন করেন স্বামী ও সংসারের মঙ্গলকামনায়। অবিবাহিতারা বিশ্বাস করেন এই ব্রত পালন করলে তাঁদের সুপাত্রে বিয়ে হবে। পাবেন সুখী দাম্পত্য।