Health Tips: বর্ষায় প্রকোপ বাড়ে এই রোগের, কীভাবে বাঁচবেন? জানালেন চিকিৎসক

পশ্চিম মেদিনীপুর:  বর্ষার মরশুমে গ্রাম-গ্রামাঞ্চলে চলছে চাষের কাজ। স্বাভাবিকভাবে, জল-কাদায় থাকতে হচ্ছে কৃষিজীবী মানুষদের। কাদা জলে থাকার কারণে হাত-পায়ে বিভিন্ন ধরণের ফাংগাল সংক্রমণ দেখা দেয়। কী বলছেন চিকিৎসক?

বর্ষায় হাজা, চুলকানির মত ফাংগাল ইনফেকশনের প্রকোপ বাড়ে। কীভাবে মুক্তি পাবেন এই-সব রোগ থেকে? জানাচ্ছেন  নারায়ণগড় ব্লকের বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক রাজর্ষি দাস।

বর্ষায় হাত- পায়ে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। এর প্রধান কারণ আঙুলের খাঁজে জল না শুকানো। শুধু তাই নয়, বেশিক্ষণ জলে থাকা কিংবা চাষের কাজের জন্য কাদা-মাটিতে থাকার কারণে এই ধরনের সমস্যা দেখা যায়। এই ধরনের সমস্যা দেখা গেলে চিকিৎসকের পরামর্শ মত ওষুধ এবং মলম লাগাতে হবে।

চিকিৎসক বলেন, এই ধরনের সমস্যায়  ক্ষতস্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, শুষ্ক রাখার পাশাপাশি নিয়মিত মলম লাগাতে হবে। সাধারণ কিছু অসুখেই সেরে যায় বর্ষার রোগ। তবে চিকিৎসকের পরামর্শ মেনে ওষুধ খেতে হবে।

রঞ্জন চন্দ