লস্যি

গরম পড়তেই দেদার বিকোচ্ছে! এই পানীয় খেতেই ভিড় জমাচ্ছেন জেলার মানুষ

কোচবিহার: বর্তমান সময়ে গরমের তীব্রতা ক্রমাগত বেড়েই চলেছে কোচবিহার জেলায়। রোদে বাড়ি থেকে বের হলে ঠান্ডা পানীয় ছাড়া কোনও উপায় থাকছে না। জেলার বিভিন্ন লস্যির দোকানগুলিতে বহু ক্রেতারা ভিড় জমাচ্ছেন দিনের অধিকাংশ সময়ে। তবে শুধুমাত্র এক প্রকারের লস্যি নয়। বিভিন্ন ফ্লেভারের লস্যি পাওয়া যাচ্ছে এই দোকানগুলিতে।

কোচবিহারের এক লস্যি বিক্রেতা সুব্রত বণিক জানান, গরমের মাত্রা ক্রমশ বেড়েই চলেছে। দুপুরের রোদে বাড়ি থেকে বের হলে প্রাণ বেরিয়ে যাওয়ার জোগাড় হচ্ছে। তাই গরম থেকে বাঁচতে সাধারণ মানুষ ঠান্ডা পানীয় খেতে ছুটছে। তবে অন্য ঠান্ডা পানীয়ের থেকে দই থেকে তৈরি লস্যি পান করা এই সময়ে অনেকটাই বেশি উপকারী। তাই সাধারণ মানুষের প্রতি আগ্রহ বেড়েছে অনেকটাই।

আরও পড়ুন: আর মাত্র কিছুক্ষণ…! বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি-দমকা হাওয়ার তাণ্ডব দক্ষিণবঙ্গের ৮ জেলায়! কী হবে কলকাতায়? সতর্ক করল আলিপুর

গরমের তীব্রতায় অন্য ঠান্ডা পানীয়ের চাইতে লস্যি কিন্তু অনেকটাই বেশি উপকারী শরীরের জন্য। শিশুরা যেমনি স্ট্রবেরি ফ্লেভার বেশি পছন্দ করছে, বড়রা তেমনি ব্লুবেরি কিংবা কাঁচা আমের ফ্লেভার বেশি পছন্দ করছে। টক দই এমনিতেই পেটের বিভিন্ন সমস্যা কমাতে এবং পেট ঠান্ডা রাখতে দারুণ উপকারী। এই টক দই দিয়ে লস্যি তৈরি হওয়ার ফলে এর মধ্যেও রয়েছে বিভিন্ন ধরনের গুণাগুণ।