Heatwave

IMD Heatwave Alert: বুধবার থেকে এই ৫ জেলায় তাপপ্রবাহের সতর্কতা! কতটা গরম পড়বে কলকাতায়? জানুন আবহাওয়ার বড় আপডেট

এ বার প্রথম থেকেই দাপটের সঙ্গে ইনিংস শুরু করেছে গ্রীষ্ম। এপ্রিলের শুরু বা চৈত্রের মাঝপর্ব থেকেই তাপপ্রবাহের অশনি সঙ্কেত রাজ্য জুড়ে।
এ বার প্রথম থেকেই দাপটের সঙ্গে ইনিংস শুরু করেছে গ্রীষ্ম। এপ্রিলের শুরু বা চৈত্রের মাঝপর্ব থেকেই তাপপ্রবাহের অশনি সঙ্কেত রাজ্য জুড়ে।

 

সাধারণত সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁলে এবং সেটি যদি স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি বেশি হয়, তাহলে তাকে তাপপ্রবাহ বলা হয়। বুধবার থেকে দক্ষিণবঙ্গের ৫ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
সাধারণত সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁলে এবং সেটি যদি স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি বেশি হয়, তাহলে তাকে তাপপ্রবাহ বলা হয়। বুধবার থেকে দক্ষিণবঙ্গের ৫ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

 

বুধবার থেকে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। এই জেলাগুলিতে তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াসের চৌকাঠ।
বুধবার থেকে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। এই জেলাগুলিতে তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াসের চৌকাঠ।

 

আগামী কয়েক দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা আরও দু’চার ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তাপপ্রবাহের সতর্কতা ছাড়াও অন্যান্য জেলায় অস্বস্তিকর আবহাওয়া থাকবে।
আগামী কয়েক দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা আরও দু’চার ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তাপপ্রবাহের সতর্কতা ছাড়াও অন্যান্য জেলায় অস্বস্তিকর আবহাওয়া থাকবে।

 

এই দাবদাহে দক্ষিণবঙ্গের কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। জানিয়েছে আবহাওয়া দফতর।
এই দাবদাহে দক্ষিণবঙ্গের কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। জানিয়েছে আবহাওয়া দফতর।

 

তবে উত্তরবঙ্গে তুলনামূলকভাবে গরম কম থাকবে অনেকটাই। ঘূর্ণিঝড়বিধ্বস্ত জলপাইগুড়ি শহরে বুধবারও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
তবে উত্তরবঙ্গে তুলনামূলকভাবে গরম কম থাকবে অনেকটাই। ঘূর্ণিঝড়বিধ্বস্ত জলপাইগুড়ি শহরে বুধবারও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।