Intense Heat Child Care: গরমে হঠাৎ বাড়ে শিশুদের শরীরের তাপমাত্রা! কেন, কী করবেন, চিকিৎসকের পরামর্শ

দক্ষিণ ২৪ পরগনা: জানেন কি আপনি, এই গরমে শিশুদের শরীরের তাপমাত্রা হঠাৎ বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে সমস্যা হয় খুবই। এই সমস্যা কেন হয় তা জানিয়েছেন বিশিষ্ট চিকিৎসক তথা শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ হিমাদ্রি পাল।

তিনি জানিয়েছেন, মানুষের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস নামক একটি গ্রন্থি। ৫ বছরের নীচের শিশুদের ক্ষেত্রে এই হাইপোথ্যালামাস সঠিকভাবে বিকশিত হয় না।

আরও পড়ুনDarjeeling Tourism: ভোট থোড়াই কেয়ার! তীব্র গরম থেকে বাঁচতে বাঙালি এখন পাহাড়মুখী! দার্জিলিং-এর ৯০ শতাংশ হোটেল বুকড

অপরদিকে ৬৫ বছরের অধিক ব্যক্তিদের এই হাইপোথ্যালামাসের কার্যকারিতা কমে যায়। ফলে বাইরের তাপমাত্রার সঙ্গে শরীরের তাপমাত্রা মিলাতে না পেরে। শরীরকে অতিরিক্ত গরম করে দেয়।

সেক্ষেত্রে মনে হতে পারে শিশুদের জ্বর আসছে। এমন অবস্থায় শিশুদেরকে ফ্লুইড খাওয়াতে হবে। শিশুরা অনেকসময় জলের কথা বলতে পারে না। সেজন্য তাদেরকে নিয়ম করে জল খাওয়াতে হবে।

আরও পড়ুন Special Train: পূর্ব রেলের দারুণ খবর! এবার এক ট্রেনেই নৈনিতাল! ভাড়াও হাতে গোনা! সময়সূচি জেনে বুকিং করুন তাড়াতাড়ি

ফলে এই সময় অভিভাবকদের সতর্ক থাকতে হবে। গরম হাওয়া লেগে শ্বাসতন্ত্রের ক্ষতিও হতে পারে। সেই কারণে প্রচন্ড গরমে বাইরে না বের হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি‌। একান্ত বের হতে হলে মুখে রুমাল বেঁধে বের হওয়ার অনুরোধ করেছেন বিশেষজ্ঞ চিকিৎসক। গরমে নিজেও সুস্থ থাকুন সকলকে সুস্থ রাখুন এই অনুরোধ তাঁর।

নবাব মল্লিক