সবজি চাষে ক্ষতি

Crop Damaged: নিম্নচাপের বৃষ্টিতে সব শেষ! পচে গেল বিঘার পর বিঘা জমির সবজি

মুর্শিদাবাদ: ভারী বৃষ্টি শেষে ফসলের ক্ষতির সম্মুখীন চাষিরা। এবার জল জমে সবজি গাছের গোড়ায় পচনের জেরে, সমস্যায় পড়লেন কৃষকরা। পুজোর আগে ভেবেছিলেন সবজিতে এবার ভাল লাভ হবে । কিন্তু টানা বৃষ্টিতে সব শেষ। টানা চার দিনের বৃষ্টিতে ক্ষতির মুখে মুর্শিদাবাদের হরিহরপারার সবজি চাষ।

হরিহরপাড়ার দস্তুরপাড়ার বিস্তীর্ণ এলাকায় চাষের জমি বৃষ্টির জলে ডুবেছে। ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাতের কারণেই ব্যাপক ক্ষতি হয়েছে। আগাম শীতকালীন সবজি চাষ করেছেন চাষিরা। জমিতে রয়েছে ফুলকপি, বাঁধাকপি, লংকা, পালং। এই অবস্থায় চাষের খরচটুকুও উঠবে কিনা তাদের সংশয় রয়েছে।

আরও পড়ুন:সাবধান! নতুন ভেবে নকল ফোন কিনছেন না তো? সতর্ক না হলেই চরম সর্বনাশ…!

হরিহরপাড়া ব্লকের চাষীরা জানিয়েছেন, কয়েক হাজার হেক্টর জমিতে সবজি থেকে বিভিন্ন ফসলের চাষ হয়েছিল এবং ফলনও হয়েছিল চোখে পড়ার মত। কিন্তু বাধ সাধল লাগাতার বৃষ্টি। ফলে, ফসলের গোড়ায় জল, জমে পচন দেখা দেয় ঝিঙে, কাঁকরোল, উচ্ছে, পটল, পেঁপে, কাঁচা কলা সহ একাধিক ফসলে। বেশির ভাগটাই মাঠেই নষ্ট হয়ে গিয়েছে। সব মিলিয়ে মহা বিপদে সবজি চাষিরা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

কৌশিক অধিকারী