নর্থ সিকিমজুড়ে তুমুল বৃষ্টি! অবিরাম বৃষ্টির জের! ফের জলোচ্ছ্বাস তিস্তায়! আবারও জল উপচে পড়ল তিস্তাবাজারের রাস্তায়। জল থইথই তিস্তাবাজারের রাস্তা।

Heavy Rain Alert: একটানা তুমুল বৃষ্টি! জলের তলায় রাস্তা… দার্জিলিং-সিকিমে ভয়াবহ পরিস্থিতিতে প্রাণসংশয়!

নর্থ সিকিমজুড়ে তুমুল বৃষ্টি! অবিরাম বৃষ্টির জের! ফের জলোচ্ছ্বাস তিস্তায়! আবারও জল উপচে পড়ল তিস্তাবাজারের রাস্তায়। জল থইথই তিস্তাবাজারের রাস্তা।
নর্থ সিকিমজুড়ে তুমুল বৃষ্টি! অবিরাম বৃষ্টির জের! ফের জলোচ্ছ্বাস তিস্তায়! আবারও জল উপচে পড়ল তিস্তাবাজারের রাস্তায়। জল থইথই তিস্তাবাজারের রাস্তা।
কালিম্পং ও দার্জিলিংয়ের সংযোগকারী ভায়া তিস্তাবাজারের রাস্তা জলের তলায়! ঝুঁকির পারাপার চলছে। প্রশাসনিক অনুমতি ছাড়াই স্থানীয় চালকদের ঝুঁকির পারাপার।
কালিম্পং ও দার্জিলিংয়ের সংযোগকারী ভায়া তিস্তাবাজারের রাস্তা জলের তলায়! ঝুঁকির পারাপার চলছে। প্রশাসনিক অনুমতি ছাড়াই স্থানীয় চালকদের ঝুঁকির পারাপার।
কয়েকদিন যাবৎ টানা বৃষ্টির জেরে উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে৷ সঙ্কোশ, রায়ডাক, তোর্সা, ডুডুয়ার মতো নদীগুলির জল ইতিমধ্যেই ফুঁসতে শুরু করেছে৷ (প্রতীকী ছবি)
কয়েকদিন যাবৎ টানা বৃষ্টির জেরে উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে৷ সঙ্কোশ, রায়ডাক, তোর্সা, ডুডুয়ার মতো নদীগুলির জল ইতিমধ্যেই ফুঁসতে শুরু করেছে৷ (প্রতীকী ছবি)
এই অবস্থায় আবহাওয়া দফতর উত্তরবঙ্গে আবারও বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে৷ আজ, বৃহস্পতিবারও উত্তরবঙ্গের আকাশ মেঘলা থাকবে৷ পাহাড়ি অঞ্চল কুয়াশাচ্ছন্ন থাকবে৷ একাধিক জেলাতে আজ, বৃহস্পতিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ (প্রতীকী ছবি)
এই অবস্থায় আবহাওয়া দফতর উত্তরবঙ্গে আবারও বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে৷ আজ, বৃহস্পতিবারও উত্তরবঙ্গের আকাশ মেঘলা থাকবে৷ পাহাড়ি অঞ্চল কুয়াশাচ্ছন্ন থাকবে৷ একাধিক জেলাতে আজ, বৃহস্পতিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ (প্রতীকী ছবি)
১০ দিন আগে সেবকের ১০ নং জাতীয় সড়কে নতুন করে ধস নামে। ধসের জেরে ব্যহত হয় যান চলাচল। শিলিগুড়ির সঙ্গে কালিম্পং এবং সিকিমের সড়ক যোগাযোগের গুরুত্বপূর্ণ পথ সেবক। (প্রতীকী ছবি)
১০ দিন আগে সেবকের ১০ নং জাতীয় সড়কে নতুন করে ধস নামে। ধসের জেরে ব্যহত হয় যান চলাচল। শিলিগুড়ির সঙ্গে কালিম্পং এবং সিকিমের সড়ক যোগাযোগের গুরুত্বপূর্ণ পথ সেবক। (প্রতীকী ছবি)