উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ ৮ মে, ২০২৪

WB Higher Secondary Result 2024 Date and Time Out : উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ ৮ মে, কোথায় কীভাবে রেজাল্ট দেখবেন জানুন

কলকাতা: মাধ্যমিক ২০২৪-এর পর এবার উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশের দিন ঘোষণা হল। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, আগামী ২ মে মাধ্যমিকের ফল প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ। উচ্চ মাধ্যমিকের ফল জানা যাবে আরও কিছু দিন পর। ৮ মে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ফল প্রকাশ করবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ ৮ মে দুপুর ১ টায়। এদিন দুপুর ৩টে থেকে ওয়েবসাইট মারফত ফলাফল জানতে পারবেন। ১০ তারিখ থেকে মার্কশিট দেওয়া হবে। জানাল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেখার জন্য পরীক্ষার্থীদের wbresults.nic.in ওয়েবসাইটে যেতে হবে।

২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয় ১৬ ফেব্রুয়ারি, শেষ হয়েছে ২৯ ফেব্রুয়ারি। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষের পর এবার ফলাফল প্রকাশের অপেক্ষায় রয়েছেন রাজ্যের লক্ষ লক্ষ পরীক্ষার্থী-সহ তাঁদের অভিভাবকরা। ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৪ ফেব্রুয়ারি। শেষ হবে ২৪ ফেব্রুয়ারি। ওই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ৩ মার্চ। চলবে ১৮ মার্চ পর্যন্ত।

আরও পড়ুন: ‘হয় আগের জন্মে বাংলায় জন্মেছিলাম, নাহলে পরের বার জন্মাব!’ ভোটের হাওয়ায় মোদির নতুন ইচ্ছে

এবার অনলাইনে উত্তরপত্রের নম্বর জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করার দরুণ অনেক কম সময়েই প্রায় ১০০ শতাংশ পরীক্ষার্থীর নম্বর জমা পড়েছে। রাজ্যের পক্ষ থেকে সবুজ সঙ্কেত এলেই পরীক্ষার ফল প্রকাশ করে দেবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এ বছর প্রায় ৮ লক্ষ পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য আবেদন করেছিলেন।

আরও পড়ুন: শিক্ষিকা থেকে হঠাৎ বেকার! EMI-লোন-সংসার…বর্তমান বাংলার মুখ যেন এই দুই মহিলা!

উচ্চ মাধ্যমিকে এ বার অধিকাংশ পদ্ধতিতেই রয়েছে যন্ত্রের ছোঁয়া। সেই কারণে ভুল হওয়ার সম্ভাবনা আগের চেয়ে কমেছে বলে মনে করা হচ্ছে। পর্ষদ এবং সংসদের তরফে বলা হচ্ছে, পরীক্ষার খাতা দেখার ক্ষেত্রে যাতে স্বচ্ছতা থাকে ও ভুলত্রুটি কম হয়, তাই ছাত্র-ছাত্রীদের স্বার্থে কম্পিউটারভিত্তিক পদ্ধতি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমরাজ বন্দ্যোপাধ্যায়