দুর্দান্ত নতুন এই প্ল্যান চালু করল Airtel, দেখে নিন আপনি কী কী সুবিধা পেতে চলেছেন ?

সম্প্রতি বিদেশে ভ্রমণকারীদের জন্য ইন্টারন্যাশনাল রোমিং প্যাক চালু করল Airtel। নতুন এই ট্যারিফ প্ল্যান শুরু হচ্ছে প্রতিদিন ১৩৩ টাকা থেকে। এর পাশাপাশি অতিরিক্ত বেনিফিটও থাকছে। যার মধ্যে অন্যতম হল আরও অতিরিক্ত ডেটা, ইন-ফ্লাইট কানেক্টিভিটি এবং ২৪×৭ কন্ট্যাক্ট সেন্টার সাপোর্ট।
সম্প্রতি বিদেশে ভ্রমণকারীদের জন্য ইন্টারন্যাশনাল রোমিং প্যাক চালু করল Airtel। নতুন এই ট্যারিফ প্ল্যান শুরু হচ্ছে প্রতিদিন ১৩৩ টাকা থেকে। এর পাশাপাশি অতিরিক্ত বেনিফিটও থাকছে। যার মধ্যে অন্যতম হল আরও অতিরিক্ত ডেটা, ইন-ফ্লাইট কানেক্টিভিটি এবং ২৪×৭ কন্ট্যাক্ট সেন্টার সাপোর্ট।
এই প্ল্যান বিশ্বের ১৮৪টি দেশের ক্ষেত্রে প্রযোজ্য। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, একটি সিঙ্গেল ইন্টারন্যাশনাল রোমিং প্যাক নিয়েই সংশ্লিষ্ট দেশগুলিতে ঘুরতে পারবেন গ্রাহকরা। এর পাশাপাশি এই প্ল্যানের ক্ষেত্রে অটো-রিনিউয়ালের সুবিধাও রয়েছে।
এই প্ল্যান বিশ্বের ১৮৪টি দেশের ক্ষেত্রে প্রযোজ্য। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, একটি সিঙ্গেল ইন্টারন্যাশনাল রোমিং প্যাক নিয়েই সংশ্লিষ্ট দেশগুলিতে ঘুরতে পারবেন গ্রাহকরা। এর পাশাপাশি এই প্ল্যানের ক্ষেত্রে অটো-রিনিউয়ালের সুবিধাও রয়েছে।
ব্যবহারকারীরা Thanks app-এর মাধ্যমে এই ধরনের ডেটা প্ল্যানে সাবস্ক্রাইব করতে পারবেন। আর একবার রিচার্জ করা হয়ে গেলে এই প্ল্যান তখনই অ্যাক্টিভেট হবে, যখন গ্রাহকরা নিজেদের গন্তব্যে পৌঁছবেন।
ব্যবহারকারীরা Thanks app-এর মাধ্যমে এই ধরনের ডেটা প্ল্যানে সাবস্ক্রাইব করতে পারবেন। আর একবার রিচার্জ করা হয়ে গেলে এই প্ল্যান তখনই অ্যাক্টিভেট হবে, যখন গ্রাহকরা নিজেদের গন্তব্যে পৌঁছবেন।
এমনিতে Airtel-এর ইন-ফ্লাইট ডেটা অ্যাক্সেস-সহ একাধিক প্ল্যান রয়েছে।Airtel-এর সবথেকে সস্তার ইন্টারন্যাশনাল প্ল্যান শুরু হচ্ছে ১৯৫ টাকা থেকে। যা একদিনের জন্য বৈধ। এই প্ল্যানে মিলবে ২৫০ এমবি ডেটা, ১০০ মিনিটের কল (শুধুমাত্র ভারতেই, আউটগোয়িং এবং ইনকামিং উভয়ই) এবং ১০০টি ফ্রি এসএমএস। থাকবে ইন-ফ্লাইট ডেটা বেনিফিটও।
এমনিতে Airtel-এর ইন-ফ্লাইট ডেটা অ্যাক্সেস-সহ একাধিক প্ল্যান রয়েছে।
Airtel-এর সবথেকে সস্তার ইন্টারন্যাশনাল প্ল্যান শুরু হচ্ছে ১৯৫ টাকা থেকে। যা একদিনের জন্য বৈধ। এই প্ল্যানে মিলবে ২৫০ এমবি ডেটা, ১০০ মিনিটের কল (শুধুমাত্র ভারতেই, আউটগোয়িং এবং ইনকামিং উভয়ই) এবং ১০০টি ফ্রি এসএমএস। থাকবে ইন-ফ্লাইট ডেটা বেনিফিটও।
একই রকম আরও একটি ডেটা প্ল্যান এনেছে সংশ্লিষ্ট সংস্থা। যার মূল্য ২৯৫ টাকা। আর এটা একদিনের জন্যই বৈধ। এই প্ল্যানে মিলবে ৫০০ এমবি ডেটা। আর বাকি সব কিছুই আগের প্ল্যানের মতোই। আর তৃতীয় প্ল্যানের মূল্য ৫৯৫ টাকা। এটাও একদিনের জন্য বৈধ। ইন-ফ্লাইট ডেটা বেনিফিট-সহ এই প্ল্যানের ক্ষেত্রে ডেটা মিলবে ১ জিবি। আর বাকি সব আগের মতোই।
একই রকম আরও একটি ডেটা প্ল্যান এনেছে সংশ্লিষ্ট সংস্থা। যার মূল্য ২৯৫ টাকা। আর এটা একদিনের জন্যই বৈধ। এই প্ল্যানে মিলবে ৫০০ এমবি ডেটা। আর বাকি সব কিছুই আগের প্ল্যানের মতোই। আর তৃতীয় প্ল্যানের মূল্য ৫৯৫ টাকা। এটাও একদিনের জন্য বৈধ। ইন-ফ্লাইট ডেটা বেনিফিট-সহ এই প্ল্যানের ক্ষেত্রে ডেটা মিলবে ১ জিবি। আর বাকি সব আগের মতোই।
আবার যেসব গ্রাহক এক্সটেন্ডেড ভ্যালিডিটি-সহ ইন্টারন্যাশনাল প্ল্যান খুঁজছেন, তাঁরা ২৯৯৭ টাকার রিচার্জ প্ল্যান নিতে পারেন। এই প্ল্যানটি ৩৬৫ দিনের জন্য বৈধ। মিলবে ২ জিবি ডেটা, ১০০ মিনিটের ফ্রি কল এবং ২০টি এসএমএস। আবার আরও একটি ইন্টারন্যাশনাল রোমিং প্ল্যান রয়েছে। যার মূল্য ২৯৯৮ টাকা। এই প্ল্যানের বৈধতা ৩০ দিন। এতে মিলবে ৫ জিবি ডেটা ক্যাপ এবং ২০০ মিনিটের ফ্রি আউটগোয়িং কল।

আবার যেসব গ্রাহক এক্সটেন্ডেড ভ্যালিডিটি-সহ ইন্টারন্যাশনাল প্ল্যান খুঁজছেন, তাঁরা ২৯৯৭ টাকার রিচার্জ প্ল্যান নিতে পারেন। এই প্ল্যানটি ৩৬৫ দিনের জন্য বৈধ। মিলবে ২ জিবি ডেটা, ১০০ মিনিটের ফ্রি কল এবং ২০টি এসএমএস। আবার আরও একটি ইন্টারন্যাশনাল রোমিং প্ল্যান রয়েছে। যার মূল্য ২৯৯৮ টাকা। এই প্ল্যানের বৈধতা ৩০ দিন। এতে মিলবে ৫ জিবি ডেটা ক্যাপ এবং ২০০ মিনিটের ফ্রি আউটগোয়িং কল।
এখানেই শেষ নয়, অন্যান্য ইন্টারন্যাশনাল রোমিং প্ল্যানও এনেছে Airtel। তবে এক্ষেত্রে ইন-ফ্লাইট ডেটা বেনিফিট পাওয়া যাবে না। এর মধ্যে একটির মূল্য ৬৪৯ টাকা। যার ভ্যালিডিটি ছিল ১ দিন। এতে মিলবে ৫০০ এমবি ডেটা, ১০০ মিনিট ফ্রি-কল এবং ১০টি ফ্রি-এসএমএস। আরও একটির মূল্য ৭৫৫ টাকা। যার ভ্যালিডিটি ৫ দিন। মিলবে ১ জিবি ডেটা। তবে কলিং বেনিফিট পাওয়া যাবে না।

এখানেই শেষ নয়, অন্যান্য ইন্টারন্যাশনাল রোমিং প্ল্যানও এনেছে Airtel। তবে এক্ষেত্রে ইন-ফ্লাইট ডেটা বেনিফিট পাওয়া যাবে না। এর মধ্যে একটির মূল্য ৬৪৯ টাকা। যার ভ্যালিডিটি ছিল ১ দিন। এতে মিলবে ৫০০ এমবি ডেটা, ১০০ মিনিট ফ্রি-কল এবং ১০টি ফ্রি-এসএমএস। আরও একটির মূল্য ৭৫৫ টাকা। যার ভ্যালিডিটি ৫ দিন। মিলবে ১ জিবি ডেটা। তবে কলিং বেনিফিট পাওয়া যাবে না।
এরপর রয়েছে ৫ দিনের ভ্যালিডিটি-সহ ৭৫৬ টাকার প্ল্যান। এখানে ডেটা এবং এসএমএস-এর সুবিধা মিলবে না। তবে ১০০ মিনিটের কল বেনিফিট পাওয়া যাবে। এছাড়াও রয়েছে ১০ দিনের বেনিফিট-সহ ৮৯৯ টাকার রিচার্জ প্ল্যান। এতে মিলবে ১০০ মিনিট ফ্রি কল এবং ২০টি ফ্রি এসএমএস।
এরপর রয়েছে ৫ দিনের ভ্যালিডিটি-সহ ৭৫৬ টাকার প্ল্যান। এখানে ডেটা এবং এসএমএস-এর সুবিধা মিলবে না। তবে ১০০ মিনিটের কল বেনিফিট পাওয়া যাবে। এছাড়াও রয়েছে ১০ দিনের বেনিফিট-সহ ৮৯৯ টাকার রিচার্জ প্ল্যান। এতে মিলবে ১০০ মিনিট ফ্রি কল এবং ২০টি ফ্রি এসএমএস।