বলিউডের প্রথম কোন নায়িকা ১ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন?

Highest paid actress in Bollywood: আলিয়া-দীপিকা বা মাধুরীর নন, বলিউডের প্রথম কোন নায়িকা ১ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন?

বলিউডের অভিনেতা-অভিনেত্রীদের আয় নিয়ে সকলেরই কৌতূহল থাকে। তবে, শোনা যায় অভিনেতারা অভিনেত্রীদের থেকে অনেকটাই বেশি পারিশ্রমিক পায়। কিন্তু, বর্তমানে অভিনেত্রীর অভিনয়ের জন্য কয়েক কোটি করে চার্জ করেন।
বলিউডের অভিনেতা-অভিনেত্রীদের আয় নিয়ে সকলেরই কৌতূহল থাকে। তবে, শোনা যায় অভিনেতারা অভিনেত্রীদের থেকে অনেকটাই বেশি পারিশ্রমিক পায়। কিন্তু, বর্তমানে অভিনেত্রীর অভিনয়ের জন্য কয়েক কোটি করে চার্জ করেন।
কিন্তু, এই রীতি শুরু করেছিলেন কোন অভিনেত্রী তা অনেকেরই জানা নেই। তিনি প্রথম ভারতীয় অভিনেত্রী, যিনি অভিনয়ের জন্য ১ কোটি টাকা করে নিতেন। বর্তমানে তাঁর দেখানো পথে হাঁটছেন বাকি সেলেবরা।
কিন্তু, এই রীতি শুরু করেছিলেন কোন অভিনেত্রী তা অনেকেরই জানা নেই। তিনি প্রথম ভারতীয় অভিনেত্রী, যিনি অভিনয়ের জন্য ১ কোটি টাকা করে নিতেন। বর্তমানে তাঁর দেখানো পথে হাঁটছেন বাকি সেলেবরা।
সকলের মনে হবে, রেখা, মাধুরী, করিনা, প্রিয়াঙ্কা কিংবা দীপিকার নাম। অনেকে আবার ভাবছেন আলিয়া ভাটের নাম। বর্তমানে এরা একটি অভিনয়ের জন্য মোটা টাকা পারিশ্রমিক পেলেও এই ঘটনাটি ঘটিয়েছিলেন অন্য একজন অভিনেত্রী।
সকলের মনে হবে, রেখা, মাধুরী, করিনা, প্রিয়াঙ্কা কিংবা দীপিকার নাম। অনেকে আবার ভাবছেন আলিয়া ভাটের নাম। বর্তমানে এরা একটি অভিনয়ের জন্য মোটা টাকা পারিশ্রমিক পেলেও এই ঘটনাটি ঘটিয়েছিলেন অন্য একজন অভিনেত্রী।
জানা যায়, ছবিতে অভিনয়ের জন্য ১ কোটি টাকা নিতেন শ্রীদেবী। তিনি ছিলে ভারতের জনপ্রিয় এক অভিনেত্রী। শুধু হিন্দি নয়। তামিল, মালায়লাম, কন্নড় থেকে শুরু করে তেলেগু ভাষায় অভিনয় করেছেন শ্রীদেবী।
জানা যায়, ছবিতে অভিনয়ের জন্য ১ কোটি টাকা নিতেন শ্রীদেবী। তিনি ছিলে ভারতের জনপ্রিয় এক অভিনেত্রী। শুধু হিন্দি নয়। তামিল, মালায়লাম, কন্নড় থেকে শুরু করে তেলেগু ভাষায় অভিনয় করেছেন শ্রীদেবী।
১৩ অগস্ট ১৯৬৩ সালে তামিলনাড়ুতে জন্ম হয় শ্রীদেবীর। মীনামপট্টি গ্রামে জন্ম হয়েছিল তাঁর। মাত্র ৪ বছর বয়সে তিনি অভিনয় শুরু করেন। প্রায় পাঁচ দশক ধরে তিনি অভিনয় করে গিয়েছেন।
১৩ অগস্ট ১৯৬৩ সালে তামিলনাড়ুতে জন্ম হয় শ্রীদেবীর। মীনামপট্টি গ্রামে জন্ম হয়েছিল তাঁর। মাত্র ৪ বছর বয়সে তিনি অভিনয় শুরু করেন। প্রায় পাঁচ দশক ধরে তিনি অভিনয় করে গিয়েছেন।
১৯৭১ সালে তিনি Poombatta ছবিতে চাইল্ড আর্টিস্ট হিসেবে কাজ করেন। ছবিটি কেরালা স্টেট ফিল্ম অ্যাওয়ার্ড লাভ করেছিল। এরপর ১৯৭৬ সালে তামিল চলচ্চিত্র Moondru Mudichu ছবিতে তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। তারপর একে একে কাজ করেছেন সিগাপুর রোজাকাল, কার্তিকা দীপন, সদমা, চালবাজ, চাঁদনি-র মতো ছবিতে।
১৯৭১ সালে তিনি Poombatta ছবিতে চাইল্ড আর্টিস্ট হিসেবে কাজ করেন। ছবিটি কেরালা স্টেট ফিল্ম অ্যাওয়ার্ড লাভ করেছিল। এরপর ১৯৭৬ সালে তামিল চলচ্চিত্র Moondru Mudichu ছবিতে তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। তারপর একে একে কাজ করেছেন সিগাপুর রোজাকাল, কার্তিকা দীপন, সদমা, চালবাজ, চাঁদনি-র মতো ছবিতে।
তারপর মুক্তি পায় তাঁর অভিনীত লমহে, নাগিন, মিস্টার ইন্ডিয়া, লাডলা, জুদাই সহ একাধিক ছবি। শেষের দিকে তাঁকে দেখা গিয়েছিল, ইংলিশ ভিংলিশ, মম-র মতো ছবিতে। এই সকল ছবির জন্য তিনি সেরা অভিনেত্রীর পুরষ্কার লাভ করেছেন। ২০১৮ সালে ২৪ ফেব্রুয়ারি প্রয়াত হন শ্রীদেবী।
তারপর মুক্তি পায় তাঁর অভিনীত লমহে, নাগিন, মিস্টার ইন্ডিয়া, লাডলা, জুদাই সহ একাধিক ছবি। শেষের দিকে তাঁকে দেখা গিয়েছিল, ইংলিশ ভিংলিশ, মম-র মতো ছবিতে। এই সকল ছবির জন্য তিনি সেরা অভিনেত্রীর পুরষ্কার লাভ করেছেন। ২০১৮ সালে ২৪ ফেব্রুয়ারি প্রয়াত হন শ্রীদেবী।