Tag Archives: Sridevi

Bollywood Scam: স্ত্রী থাকা সত্ত্বেও প্রেমিকার সঙ্গে ‘সহবাস’!বিয়ের আগেই গর্ভবতী হন এই নায়িকা, কে এই রহস্যময়ী

 

এই নায়িকাকে নিয়ে আলোচনার শেষ হয়নি কোনওদিনই৷ কেরিয়ারের উজ্জ্বলতম সময়ে তিনি ছিলেন আলোচনার কেন্দ্রে৷ কিন্তু হঠাৎই তাঁর মৃত্যুও তুলেছিল তীব্র বিতর্ক৷ সব মিলিয়ে তাঁর গোটা জীবনটাই ছিল বিতর্কের কেন্দ্রে৷
এই নায়িকাকে নিয়ে আলোচনার শেষ হয়নি কোনওদিনই৷ কেরিয়ারের উজ্জ্বলতম সময়ে তিনি ছিলেন আলোচনার কেন্দ্রে৷ কিন্তু হঠাৎই তাঁর মৃত্যুও তুলেছিল তীব্র বিতর্ক৷ সব মিলিয়ে তাঁর গোটা জীবনটাই ছিল বিতর্কের কেন্দ্রে৷
তিনি ছিলেন দেশের অন্যতম ক্রাশ৷ যখন তিনি বিয়ের পিড়িতে বসেন, তখন গোটা দেশই চমকে গিয়েছিল৷ কারণ, তাঁর সম্পর্ক যাঁর সঙ্গে তৈরি হয়েছিল, সেই সমীকরণ দেখেও অনেকে চমকে গিয়েছিলেন৷
তিনি ছিলেন দেশের অন্যতম ক্রাশ৷ যখন তিনি বিয়ের পিড়িতে বসেন, তখন গোটা দেশই চমকে গিয়েছিল৷ কারণ, তাঁর সম্পর্ক যাঁর সঙ্গে তৈরি হয়েছিল, সেই সমীকরণ দেখেও অনেকে চমকে গিয়েছিলেন৷
কিন্তু এই তারকা, যাঁর সঙ্গে বিবাহ হয়েছিল এই নায়িকার, তাঁরও আগে একটি বৈবাহিক সম্পর্ক ছিল৷ কিন্তু অবাক করা কথা হল, সেই সময়েই গর্ভবতী হয়ে পড়েছিল এই নায়িকা৷ আর তাতেই ক্রমে জটিল হয়েছিল পরিস্থিতি৷
কিন্তু এই তারকা, যাঁর সঙ্গে বিবাহ হয়েছিল এই নায়িকার, তাঁরও আগে একটি বৈবাহিক সম্পর্ক ছিল৷ কিন্তু অবাক করা কথা হল, সেই সময়েই গর্ভবতী হয়ে পড়েছিল এই নায়িকা৷ আর তাতেই ক্রমে জটিল হয়েছিল পরিস্থিতি৷
বলি প্রযোজক বনি কাপুরের প্রথম স্ত্রীয়ের নাম ছিল মোনা কাপুর৷ বনি ও মোনার সম্পর্ক ভালই ছিল৷ আর মোনা ও শ্রীদেবীর সম্পর্ক ভালই ছিল৷ তাঁদের ছিল গলায় গলায় সম্পর্ক৷ এমনকী, শ্রীদেবী থাকতেন বনির বাড়িতেই৷
বলি প্রযোজক বনি কাপুরের প্রথম স্ত্রীয়ের নাম ছিল মোনা কাপুর৷ বনি ও মোনার সম্পর্ক ভালই ছিল৷ আর মোনা ও শ্রীদেবীর সম্পর্ক ভালই ছিল৷ তাঁদের ছিল গলায় গলায় সম্পর্ক৷ এমনকী, শ্রীদেবী থাকতেন বনির বাড়িতেই৷
মোনা আর বনির পরিবারে দীর্ঘসময় থাকতেন শ্রীদেবী৷ সেই সময় ভাই-বোনের মতো সম্পর্ক ছিল বনি কাপুর ও শ্রীদেবীর৷ সেই সময় বনিকে ভাই হিসাবে রাখিও বেঁধেছিলেন শ্রীদেবী৷ কিন্তু তারপরেই ঘটে গেল এক মারাত্মক ঘটনা৷
মোনা আর বনির পরিবারে দীর্ঘসময় থাকতেন শ্রীদেবী৷ সেই সময় ভাই-বোনের মতো সম্পর্ক ছিল বনি কাপুর ও শ্রীদেবীর৷ সেই সময় বনিকে ভাই হিসাবে রাখিও বেঁধেছিলেন শ্রীদেবী৷ কিন্তু তারপরেই ঘটে গেল এক মারাত্মক ঘটনা৷
এর পরেই ধীরে ধীরে বনি ও শ্রীদেবীর মধ্যে একটি সম্পর্ক তৈরি হয়৷ সেই কথা ঘুণাক্ষরেও টের পাননি মোনা কাপুর৷ তারপর হঠাৎই গর্ভবতী হয়ে পড়েন শ্রীদেবী৷ সেই খবর সে সময় পৌঁছয়  মোনা কাপুরের কাছে৷ তিনি ভেঙে পড়েন৷
এর পরেই ধীরে ধীরে বনি ও শ্রীদেবীর মধ্যে একটি সম্পর্ক তৈরি হয়৷ সেই কথা ঘুণাক্ষরেও টের পাননি মোনা কাপুর৷ তারপর হঠাৎই গর্ভবতী হয়ে পড়েন শ্রীদেবী৷ সেই খবর সে সময় পৌঁছয় মোনা কাপুরের কাছে৷ তিনি ভেঙে পড়েন৷
১৯৯৬ সালের ২ জুন বিয়ে করেন বনি ও শ্রীদেবী৷ তারপরেই মোনা কাপুর ও শ্রীদেবীর মধ্যে শুরু হয় তিক্ত সম্পর্ক৷ তারপর অর্জুন কাপুর, অংশুলা কাপুরের সঙ্গে দূরত্ব বেড়ে যায় বনি ও শ্রীদেবীর৷
১৯৯৬ সালের ২ জুন বিয়ে করেন বনি ও শ্রীদেবী৷ তারপরেই মোনা কাপুর ও শ্রীদেবীর মধ্যে শুরু হয় তিক্ত সম্পর্ক৷ তারপর অর্জুন কাপুর, অংশুলা কাপুরের সঙ্গে দূরত্ব বেড়ে যায় বনি ও শ্রীদেবীর৷

 

 

 

Highest paid actress in Bollywood: আলিয়া-দীপিকা বা মাধুরীর নন, বলিউডের প্রথম কোন নায়িকা ১ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন?

বলিউডের অভিনেতা-অভিনেত্রীদের আয় নিয়ে সকলেরই কৌতূহল থাকে। তবে, শোনা যায় অভিনেতারা অভিনেত্রীদের থেকে অনেকটাই বেশি পারিশ্রমিক পায়। কিন্তু, বর্তমানে অভিনেত্রীর অভিনয়ের জন্য কয়েক কোটি করে চার্জ করেন।
বলিউডের অভিনেতা-অভিনেত্রীদের আয় নিয়ে সকলেরই কৌতূহল থাকে। তবে, শোনা যায় অভিনেতারা অভিনেত্রীদের থেকে অনেকটাই বেশি পারিশ্রমিক পায়। কিন্তু, বর্তমানে অভিনেত্রীর অভিনয়ের জন্য কয়েক কোটি করে চার্জ করেন।
কিন্তু, এই রীতি শুরু করেছিলেন কোন অভিনেত্রী তা অনেকেরই জানা নেই। তিনি প্রথম ভারতীয় অভিনেত্রী, যিনি অভিনয়ের জন্য ১ কোটি টাকা করে নিতেন। বর্তমানে তাঁর দেখানো পথে হাঁটছেন বাকি সেলেবরা।
কিন্তু, এই রীতি শুরু করেছিলেন কোন অভিনেত্রী তা অনেকেরই জানা নেই। তিনি প্রথম ভারতীয় অভিনেত্রী, যিনি অভিনয়ের জন্য ১ কোটি টাকা করে নিতেন। বর্তমানে তাঁর দেখানো পথে হাঁটছেন বাকি সেলেবরা।
সকলের মনে হবে, রেখা, মাধুরী, করিনা, প্রিয়াঙ্কা কিংবা দীপিকার নাম। অনেকে আবার ভাবছেন আলিয়া ভাটের নাম। বর্তমানে এরা একটি অভিনয়ের জন্য মোটা টাকা পারিশ্রমিক পেলেও এই ঘটনাটি ঘটিয়েছিলেন অন্য একজন অভিনেত্রী।
সকলের মনে হবে, রেখা, মাধুরী, করিনা, প্রিয়াঙ্কা কিংবা দীপিকার নাম। অনেকে আবার ভাবছেন আলিয়া ভাটের নাম। বর্তমানে এরা একটি অভিনয়ের জন্য মোটা টাকা পারিশ্রমিক পেলেও এই ঘটনাটি ঘটিয়েছিলেন অন্য একজন অভিনেত্রী।
জানা যায়, ছবিতে অভিনয়ের জন্য ১ কোটি টাকা নিতেন শ্রীদেবী। তিনি ছিলে ভারতের জনপ্রিয় এক অভিনেত্রী। শুধু হিন্দি নয়। তামিল, মালায়লাম, কন্নড় থেকে শুরু করে তেলেগু ভাষায় অভিনয় করেছেন শ্রীদেবী।
জানা যায়, ছবিতে অভিনয়ের জন্য ১ কোটি টাকা নিতেন শ্রীদেবী। তিনি ছিলে ভারতের জনপ্রিয় এক অভিনেত্রী। শুধু হিন্দি নয়। তামিল, মালায়লাম, কন্নড় থেকে শুরু করে তেলেগু ভাষায় অভিনয় করেছেন শ্রীদেবী।
১৩ অগস্ট ১৯৬৩ সালে তামিলনাড়ুতে জন্ম হয় শ্রীদেবীর। মীনামপট্টি গ্রামে জন্ম হয়েছিল তাঁর। মাত্র ৪ বছর বয়সে তিনি অভিনয় শুরু করেন। প্রায় পাঁচ দশক ধরে তিনি অভিনয় করে গিয়েছেন।
১৩ অগস্ট ১৯৬৩ সালে তামিলনাড়ুতে জন্ম হয় শ্রীদেবীর। মীনামপট্টি গ্রামে জন্ম হয়েছিল তাঁর। মাত্র ৪ বছর বয়সে তিনি অভিনয় শুরু করেন। প্রায় পাঁচ দশক ধরে তিনি অভিনয় করে গিয়েছেন।
১৯৭১ সালে তিনি Poombatta ছবিতে চাইল্ড আর্টিস্ট হিসেবে কাজ করেন। ছবিটি কেরালা স্টেট ফিল্ম অ্যাওয়ার্ড লাভ করেছিল। এরপর ১৯৭৬ সালে তামিল চলচ্চিত্র Moondru Mudichu ছবিতে তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। তারপর একে একে কাজ করেছেন সিগাপুর রোজাকাল, কার্তিকা দীপন, সদমা, চালবাজ, চাঁদনি-র মতো ছবিতে।
১৯৭১ সালে তিনি Poombatta ছবিতে চাইল্ড আর্টিস্ট হিসেবে কাজ করেন। ছবিটি কেরালা স্টেট ফিল্ম অ্যাওয়ার্ড লাভ করেছিল। এরপর ১৯৭৬ সালে তামিল চলচ্চিত্র Moondru Mudichu ছবিতে তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। তারপর একে একে কাজ করেছেন সিগাপুর রোজাকাল, কার্তিকা দীপন, সদমা, চালবাজ, চাঁদনি-র মতো ছবিতে।
তারপর মুক্তি পায় তাঁর অভিনীত লমহে, নাগিন, মিস্টার ইন্ডিয়া, লাডলা, জুদাই সহ একাধিক ছবি। শেষের দিকে তাঁকে দেখা গিয়েছিল, ইংলিশ ভিংলিশ, মম-র মতো ছবিতে। এই সকল ছবির জন্য তিনি সেরা অভিনেত্রীর পুরষ্কার লাভ করেছেন। ২০১৮ সালে ২৪ ফেব্রুয়ারি প্রয়াত হন শ্রীদেবী।
তারপর মুক্তি পায় তাঁর অভিনীত লমহে, নাগিন, মিস্টার ইন্ডিয়া, লাডলা, জুদাই সহ একাধিক ছবি। শেষের দিকে তাঁকে দেখা গিয়েছিল, ইংলিশ ভিংলিশ, মম-র মতো ছবিতে। এই সকল ছবির জন্য তিনি সেরা অভিনেত্রীর পুরষ্কার লাভ করেছেন। ২০১৮ সালে ২৪ ফেব্রুয়ারি প্রয়াত হন শ্রীদেবী।

ব্যাঙ্কে ছিল না একটাও টাকা, প্রযোজনা সংস্থাও বন্ধের মুখে; যশ চোপড়ার ভাগ্য ফিরিয়েছিলেন এই সুন্দরী সুপারস্টার

ভারতীয় হিন্দি ছবির দুনিয়ায় বিশেষ স্থান রয়েছে যশ চোপড়ার। আর এক সময় নিজের ছবির মাধ্যমে ইউরোপের সৌন্দর্য এমন ভাবে তুলে ধরেছেন যে, সেখানে পর্যটনের মাত্রা পর্যন্ত বেড়ে গিয়েছে। বলিউডকে প্রচুর সুপারহিট ছবি উপহার দিয়েছেন। আর প্রযোজনা সংস্থার যে বীজ বপন করেছিলেন, তা আজ মহীরুহের আকার ধারণ করেছে। তবে এহেন নামকরা পরিচালকের জীবনেও কিন্তু ছিল স্ট্রাগলের অধ্যায়। তবে নিজের কঠোর এবং অক্লান্ত পরিশ্রমে সাফল্যের শিখরে পৌঁছে গিয়েছিলেন।
ভারতীয় হিন্দি ছবির দুনিয়ায় বিশেষ স্থান রয়েছে যশ চোপড়ার। আর এক সময় নিজের ছবির মাধ্যমে ইউরোপের সৌন্দর্য এমন ভাবে তুলে ধরেছেন যে, সেখানে পর্যটনের মাত্রা পর্যন্ত বেড়ে গিয়েছে। বলিউডকে প্রচুর সুপারহিট ছবি উপহার দিয়েছেন। আর প্রযোজনা সংস্থার যে বীজ বপন করেছিলেন, তা আজ মহীরুহের আকার ধারণ করেছে। তবে এহেন নামকরা পরিচালকের জীবনেও কিন্তু ছিল স্ট্রাগলের অধ্যায়। তবে নিজের কঠোর এবং অক্লান্ত পরিশ্রমে সাফল্যের শিখরে পৌঁছে গিয়েছিলেন।
বহু সময় বড় ঝুঁকি নিতেও পিছপা হননি তিনি। একদা প্রায় দেউলিয়া হয়ে গিয়েছিলেন যশ চোপড়া। বক্স অফিসে টানা চারটি ছবিতে ধস। ব্যাঙ্কে নেই টাকা। প্রযোজনা সংস্থায় তালা ঝুলব-ঝুলব করছে। এই সময়ই তাঁর জীবনে অনেকটা ত্রাতার মতো এসেছিলেন বলিউডের তৎকালীন সেরা সুন্দরী অভিনেত্রী। যিনি একা হাতে ঘুরিয়ে দিয়েছিলেন পরিচালক-প্রযোজকের ভাগ্যের চাকা। তিনি আর কেউ নন, শ্রীদেবী।
বহু সময় বড় ঝুঁকি নিতেও পিছপা হননি তিনি। একদা প্রায় দেউলিয়া হয়ে গিয়েছিলেন যশ চোপড়া। বক্স অফিসে টানা চারটি ছবিতে ধস। ব্যাঙ্কে নেই টাকা। প্রযোজনা সংস্থায় তালা ঝুলব-ঝুলব করছে। এই সময়ই তাঁর জীবনে অনেকটা ত্রাতার মতো এসেছিলেন বলিউডের তৎকালীন সেরা সুন্দরী অভিনেত্রী। যিনি একা হাতে ঘুরিয়ে দিয়েছিলেন পরিচালক-প্রযোজকের ভাগ্যের চাকা। তিনি আর কেউ নন, শ্রীদেবী।
১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত শ্রীদেবী অভিনীত ‘চাঁদনি’ ছবির হাত ধরে যশ চোপড়ার ভাগ্য ফেরে। আর অভিনেত্রী নিজের সেরাটা দিয়ে অভিনয় করেছিলেন ওই ছবিতে। আর নিজেই সেই সাফল্যের গল্প একবার শুনিয়েছিলেন যশ চোপড়া। আর সেই গল্পই শোনা গিয়েছে নেটফ্লিক্সে সাম্প্রতিক কালে মুক্তিপ্রাপ্ত সিরিজ ‘দ্য রোম্যান্টিকস’-এ।
১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত শ্রীদেবী অভিনীত ‘চাঁদনি’ ছবির হাত ধরে যশ চোপড়ার ভাগ্য ফেরে। আর অভিনেত্রী নিজের সেরাটা দিয়ে অভিনয় করেছিলেন ওই ছবিতে। আর নিজেই সেই সাফল্যের গল্প একবার শুনিয়েছিলেন যশ চোপড়া। আর সেই গল্পই শোনা গিয়েছে নেটফ্লিক্সে সাম্প্রতিক কালে মুক্তিপ্রাপ্ত সিরিজ ‘দ্য রোম্যান্টিকস’-এ।
সেখানে যশ চোপড়া বলেন, “আমি ধারাবাহিক ভাবেই একের পর এক ছবি বানাচ্ছিলাম। কিন্তু বক্স অফিসে কোনওটাই দাগ কাটতে পারছিল না। পরপর চারটি ছবি সুপারফ্লপ হয়। ভাগ্যও আমার সঙ্গ দেয়নি। অধিকাংশ ছবিই ফ্লপ, ফলে হাতে একটাও টাকা ছিল না। আমার প্রযোজনা সংস্থা তখন বন্ধ হওয়ার মুখে।”

সেখানে যশ চোপড়া বলেন, “আমি ধারাবাহিক ভাবেই একের পর এক ছবি বানাচ্ছিলাম। কিন্তু বক্স অফিসে কোনওটাই দাগ কাটতে পারছিল না। পরপর চারটি ছবি সুপারফ্লপ হয়। ভাগ্যও আমার সঙ্গ দেয়নি। অধিকাংশ ছবিই ফ্লপ, ফলে হাতে একটাও টাকা ছিল না। আমার প্রযোজনা সংস্থা তখন বন্ধ হওয়ার মুখে।”
এরপরেই যশ চোপড়া চাঁদনি ছবির আইডিয়া শ্রীদেবীর সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। আর নব্বইয়ের দশকে তখন সুপারস্টার সুন্দরী অভিনেত্রী। দাপিয়ে রাজত্ব করছেন রুপোলি পর্দায়। ফলে ‘চাঁদনি’ ছবিতে তাঁর উপস্থিতি অবধারিত ভাবে সাফল্য বয়ে আনতে পারত। ছবিটি করতে রাজি হন শ্রীদেবী। অভিনেত্রী রাজি হতেই ছবির কাস্টিং শুরু হয়।
এরপরেই যশ চোপড়া চাঁদনি ছবির আইডিয়া শ্রীদেবীর সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। আর নব্বইয়ের দশকে তখন সুপারস্টার সুন্দরী অভিনেত্রী। দাপিয়ে রাজত্ব করছেন রুপোলি পর্দায়। ফলে ‘চাঁদনি’ ছবিতে তাঁর উপস্থিতি অবধারিত ভাবে সাফল্য বয়ে আনতে পারত। ছবিটি করতে রাজি হন শ্রীদেবী। অভিনেত্রী রাজি হতেই ছবির কাস্টিং শুরু হয়।
এই ছবিতে শ্রীদেবীর পাশাপাশি মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন বিনোদ খান্না, ঋষি কাপুর, ওয়াহিদা রহমান এবং অনুপম খের। ‘চাঁদনি’ ছবি তৈরি হয়েছিল মাত্র ৮ কোটি টাকা বাজেটে। তবে মুক্তির পরে দেখা যায় যে, এই ছবির কালেকশন ২৭.২ কোটি টাকা। এই ছবি বক্স অফিসে দুর্দান্ত সাফল্য লাভ করার পরে আর পিছন ফিরে তাকাতে হয়নি যশ চোপড়াকে। এমনকী তাঁর কেরিয়ারে সৌভাগ্য বয়ে এনেছিল ‘চাঁদনি’। এরপর থেকে একের পর এক হিট ছবি ধারাবাহিক ভাবে উপহার দিয়ে গিয়েছেন যশ চোপড়া।

এই ছবিতে শ্রীদেবীর পাশাপাশি মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন বিনোদ খান্না, ঋষি কাপুর, ওয়াহিদা রহমান এবং অনুপম খের। ‘চাঁদনি’ ছবি তৈরি হয়েছিল মাত্র ৮ কোটি টাকা বাজেটে। তবে মুক্তির পরে দেখা যায় যে, এই ছবির কালেকশন ২৭.২ কোটি টাকা। এই ছবি বক্স অফিসে দুর্দান্ত সাফল্য লাভ করার পরে আর পিছন ফিরে তাকাতে হয়নি যশ চোপড়াকে। এমনকী তাঁর কেরিয়ারে সৌভাগ্য বয়ে এনেছিল ‘চাঁদনি’। এরপর থেকে একের পর এক হিট ছবি ধারাবাহিক ভাবে উপহার দিয়ে গিয়েছেন যশ চোপড়া।

Janhvi Kapoor Schools Paparazzi: বনি কাপুরকে মাস্ক খুলতে বলায় ছবিশিকারিকে ‘শিক্ষা’ দিলেন মেয়ে জাহ্নবী! দেখুন

#মুম্বই: মঙ্গলবার রাতেই ছুটি কাটিয়ে মুম্বইয়ে ফিরেছেন শ্রীদেবী (Sridevi) ও বনি কাপুরের (Boney Kapoor) বড় মেয়ে, অভিনেত্রী জাহ্নবী কাপুর (Janhvi Kapoor)। রাতে বিমানবন্দর থেকে মেয়েকে বাড়ি নিয়ে আসতে গিয়েছিলেন বাবা, বলিউডের প্রযোজক-পরিচালক বনি কাপুর। আর সেখানেই পাপারাৎজিদের খপ্পড়ে পড়েন বনি ও জাহ্নবী (Janhvi Kapoor Schools Paparazzi)। ছবিশিকারিদের অনুরোধ মতো জাহ্নবী ও বনি ছবির আবদার মিটিয়েও ছিলেন। কিন্তু গোল বাঁধে, যখন এক পাপারাৎজি বনি কাপুরকে মাস্ক খুলতে বলেন (Janhvi Kapoor Schools Paparazzi)। জাহ্নবীর শক্ত কথায় একেবারে চুপ করে যান ছবিশিকারিরা (Janhvi Kapoor Schools Paparazzi)।

ঠিক কী হয়েছিল মুম্বই বিমানবন্দরে?

বিমান থেকে নামার পর টার্মিনাল দিয়ে বাবার সঙ্গে হেঁটে বেরোচ্ছিলেন জাহ্নবী। সেই সময় দু’জনেই করোনার বিধি অনুযায়ী মাস্ক পরেছিলেন। পাপারাৎজিরাও দুই তারকাকে দেখতে পেয়ে স্বাভাবিক ভাবেই ছবির আবদার করেন। বনি ও জাহ্নবী ঠান্ডা মাথায় সেই আবদারও মেটান। কিন্তু একজন বার বার বনি কাপুরকে তাঁর মাস্ক খুলে ছবি তোলার অনুরোধ করতে থাকেন। সেই সময় বনিও মাস্ক খুলতেও উদ্যত হন। সেখানেই তীব্র প্রতিবাদ করেন মেয়ে জাহ্নবী। বাবাকে মাস্ক না খুলতে বলার পাশাপাশি ওই ছবিশিকারিকেও শক্ত ভাবে বুঝিয়ে দেন, এ অনুরোধ যে তাঁর একেবারেই পছন্দ হয়নি। সেই ঘটনারই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Gossip Girl?? (@bolly_newzz)

ভিডিওটিতে পাপারাৎজিকে বলতে শোনা যায়, ‘কিছু হবে না’। এর পরিপ্রেক্ষিতে জাহ্নবী উত্তর দেন, ‘হবে, এই ভুল উপদেশ একদম দেবেন না।’ অর্থাৎ, করোনাভাইরাসের এই কালবেলায় বনি কাপুরকে মাস্ক না খোলারই কারণ দেখিয়ে প্রতিবাদ করেন মেয়ে জাহ্নবী। সোশ্যাল মিডিয়ায় জাহ্নবীর এই প্রতিবাদ মুগ্ধ করেছে তাঁর ভক্তদের। বাবার শরীরের কথা মাথায় রেখে এবং করোনার সময় কোনও ভাবেই যে মাস্কের সঙ্গে আপোষ করা ঠিক নয়, জাহ্নবী সে কথাই মনে করিয়ে দিয়েছেন তাঁর প্রতিবাদে।

আরও পড়ুন: পোশাক নেই, বাথরোবেই ছুটির দিন কাটাচ্ছেন ‘এলোমেলো’ জাহ্নবী কাপুর!

মুসৌরিতে গিয়েছিলেন জাহ্নবী। মঙ্গলবার সেখান থেকে নিজের ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছিলেন নায়িকা। কাজের দিক থেকে রাজকুমার রাও ও বরুণ শর্মার সঙ্গে শেষ ‘রুহি’ ছবিতে দেখা গিয়েছিল জাহ্নবীকে। ২০১৮ সালে ‘ধড়ক’ ছবিতে বলি অভিষেক হয়েছিল তাঁর। এর পর নেটফ্লিক্সে ঘোস্ট স্টোরিজ, গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল-এ দেখা গিয়েছে তাঁকে। এর পর তাঁকে কার্তিক আরিয়ানের সঙ্গে দোস্তানা ২ ও গুড লাক জেরি নামে একটি ছবিতে দেখা যাবে।

 

View this post on Instagram

 

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)

আরও পড়ুন: প্রথম পাওয়া চেক দিয়ে কী করেছিলেন জাহ্নবী? খোলাখুলি সে কথা প্রকাশ্যে এনেছিলেন অভিনেত্রী