চলছে পূজার্চনা 

Hilsa Fishing: উঠবে ইলিশ-জোয়ার, আর কয়েকদিনেই সমুদ্রযাত্রা শুরু… রুপোলি শস্যের আশায় কী করছেন মৎস্যজীবীরা

দক্ষিণ ২৪ পরগনা: নৌকার মাঝি নতুন গেঞ্জি ধুতি পরে বসে রয়েছেন ট্রলারে। দূরে দাঁড়িয়ে মৎস্যজীবীরা লক্ষ্য রাখছেন সেদিকে। পুরোহিত এসে চরম ব্যস্ততার মধ্যে পুজো দিচ্ছেন একের পর এক ট্রলারে। অন্যদিকে প্রবল ব্যস্ততা মৎস্যজীবী সংগঠনের অফিসগুলিতে। একের পর এক কাগজ মিলিয়ে দেখছেন তাঁরা। কোনও মৎস্যজীবী বাদ পড়ল নাকি খুঁটিয়ে দেখে নেওয়া হচ্ছে। চারিদিকে উৎসবের মেজাজ। এমন ছবি চোখে পড়বে দক্ষিণ ২৪ পরগনার উপকূলীয় এলাকার সমস্ত জায়গায়।

আরও পড়ুন: মাত্র ১ মিনিটে ২.৫ হাজার রসগোল্লা! জামাইষষ্ঠীর জন্য হাবড়ার এই দোকানে মোট কটা মিষ্টি বানানো হল জানেন!

কাকদ্বীপ থেকে নামখানা, পাথরপ্রতিমা থেকে রায়দিঘি, ছবিটা প্রায় একই রকম। আসলে মৎস্যজীবীদের হাতে রয়েছে আর মাত্র কয়েকটা দিন। তারপর মৎস্যজীবীরা পাড়ি দেবে গভীর সমুদ্রে। রুপোলি শস‍্যের খোঁজে হাজার হাজার মৎস্যজীবী পাড়ি জমাবে সুদূর দক্ষিণে বঙ্গোপসাগরে।সেসময় যাতে কোনও বিপদ না ঘটে, সেজন‍্য মৎস্যজীবীরা এখন পুজো দিচ্ছেন ট্রলারগুলিতে। মূলত মা গঙ্গাকে তুষ্ট করতে এই পুজো করা হয়।

সমস্ত ট্রলারে পুজো দেওয়ার পর মৎস্যজীবীরা একত্রিত হন। তারপর একে একে বেরিয়ে পড়েন মাঝসমুদ্রের দিকে। রূপালী শস্য ঘরে তোলার আশায় তাঁদের এই সমুদ্রযাত্রা। সেই যাত্রা সুখকর করতেই প্রবল ভক্তি ও বিশ্বাসের সঙ্গে চলছে পূজার্চনা। এই কাজ শেষ হলেই তাঁরা বের হবেন উত্তাল সমুদ্রের দিকে নতুন অভিযানে।

নবাব মল্লিক