অনেকেই বাজারে গিয়ে বেশ দাম দিয়ে ইলিশ মাছ কিনে আনেন। বিশেষ করে বর্ষার এই সময় ইলিশের বাড়বাড়ন্ত বাজারে। তবে মনে রাখবেন, মাছ বেছে কেনাটাই আসল। না হলে কিন্তু ঠকে যেকে পারেন।

বাজারে ঢুকল ৬০ টনের বেশি মাছ! কতটা কমল দাম ইলিশের?

অবশেষে সপ্তাহের শেষে ইলিশ এল বাজারে। ইলিশগুলি বেশ বড় সাইজের। প্রায় ৬০ টনের মত ইলিশ বাজারে চলে আসায় বাজারের চাহিদা অনেকটা মিটবে। আষাঢ়ে আশা না মিটলেও শ্রাবণে বাঙালির পাতে ইলিশ পড়ছেই আপাতত এটুকু নিশ্চিত করে বলা যাচ্ছে।