ব্যাঙ্কের গাদা গাদা কাজ পড়ে রয়েছে। সামনের সপ্তাহে ব্যাঙ্ক যেতেই হবে। সাবধান কিন্তু, কারণ  আগামী সপ্তাহে  যদি ব্যাঙ্কে যাওয়ার পরিকল্পনা করেন, তাহলে জেনে নিন কবে কবে ব্যাঙ্কে ছুটি রয়েছে।  আপনি কোন রাজ্যের বাসিন্দা তার ওপর নির্ভর করে আগামী সপ্তাহে ৩ দিন বন্ধ থাকতে পারে ব্যাঙ্ক৷   কারণ দোল বা  হোলির কারণে দেশের বিভিন্ন রাজ্যে  ব্যাঙ্কগুলি ৩ দিন পর্যন্ত বন্ধ থাকবে।

Bank Holiday: সামনের সপ্তাহে পাঁচ দিন ব্যাঙ্ক বন্ধ! কবে, কোথায়, কেন, কাজ সারবেন কিনা

ব্যাঙ্কের গাদা গাদা কাজ পড়ে রয়েছে। সামনের সপ্তাহে ব্যাঙ্ক যেতেই হবে। সাবধান কিন্তু, কারণ  আগামী সপ্তাহে  যদি ব্যাঙ্কে যাওয়ার পরিকল্পনা করেন, তাহলে জেনে নিন কবে কবে ব্যাঙ্কে ছুটি রয়েছে।  আপনি কোন রাজ্যের বাসিন্দা তার ওপর নির্ভর করে আগামী সপ্তাহে ৩ দিন বন্ধ থাকতে পারে ব্যাঙ্ক৷   কারণ দোল বা  হোলির কারণে দেশের বিভিন্ন রাজ্যে  ব্যাঙ্কগুলি ৩ দিন পর্যন্ত বন্ধ থাকবে।
ব্যাঙ্কের গাদা গাদা কাজ পড়ে রয়েছে। সামনের সপ্তাহে ব্যাঙ্ক যেতেই হবে। সাবধান কিন্তু, কারণ  আগামী সপ্তাহে  যদি ব্যাঙ্কে যাওয়ার পরিকল্পনা করেন, তাহলে জেনে নিন কবে কবে ব্যাঙ্কে ছুটি রয়েছে।  আপনি কোন রাজ্যের বাসিন্দা তার ওপর নির্ভর করে আগামী সপ্তাহে ৩ দিন বন্ধ থাকতে পারে ব্যাঙ্ক৷   কারণ দোল বা  হোলির কারণে দেশের বিভিন্ন রাজ্যে  ব্যাঙ্কগুলি ৩ দিন পর্যন্ত বন্ধ থাকবে।
২৫ মার্চ, ২০২৪ (সোমবার) কিছু রাজ্যে হোলিকা দহন/ধুলেটি, দোল যাত্রা/ধুলান্দি উপলক্ষ্যে ব্যাঙ্ক বন্ধ থাকে। এই তালিকায় রয়েছে আগরতলা, আহমেদাবাদ, আইজল, বেলাপুর, ভোপাল, চন্ডিগড়, দেরাদুন, গ্যাংটক, গুয়াহাটি, হায়দরাবাদ – অন্ধ্রপ্রদেশ, হায়দরাবাদ- তেলেঙ্গানা, ইটানগর, জয়পুর, জম্মু, কানপুর, কলকাতা, লখনউ, মুম্বই, নাগপুর৷ এছাড়াও ২৫ মার্চ ব্যাঙ্ক বন্ধ থাকবে  নতুন দিল্লি, পানাজি, রায়পুর, রাঁচি, শিলং এবং সিমলাতে৷
২৫ মার্চ, ২০২৪ (সোমবার) কিছু রাজ্যে হোলিকা দহন/ধুলেটি, দোল যাত্রা/ধুলান্দি উপলক্ষ্যে ব্যাঙ্ক বন্ধ থাকে। এই তালিকায় রয়েছে আগরতলা, আহমেদাবাদ, আইজল, বেলাপুর, ভোপাল, চন্ডিগড়, দেরাদুন, গ্যাংটক, গুয়াহাটি, হায়দরাবাদ – অন্ধ্রপ্রদেশ, হায়দরাবাদ- তেলেঙ্গানা, ইটানগর, জয়পুর, জম্মু, কানপুর, কলকাতা, লখনউ, মুম্বই, নাগপুর৷ এছাড়াও ২৫ মার্চ ব্যাঙ্ক বন্ধ থাকবে  নতুন দিল্লি, পানাজি, রায়পুর, রাঁচি, শিলং এবং সিমলাতে৷
২৬ মার্চ, ২০২৪ (মঙ্গলবার), হোলি/ইয়াওসাংয়ের দ্বিতীয় দিন এই উৎসব উপলক্ষ্যে ইম্ফলে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৬ মার্চ, ২০২৪ (মঙ্গলবার), হোলি/ইয়াওসাংয়ের দ্বিতীয় দিন এই উৎসব উপলক্ষ্যে ইম্ফলে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৭ মার্চ (বৃহস্পতিবার) বিহারে ব্যাঙ্ক বন্ধ থাকবে।দোল উৎসব পর্বের বিভিন্ন রীতি মেনে বিভিন্ন রাজ্যে ছুটি থাকার পরেও আরও একটি অতিরিক্ত ছুটি পেতে চলেছেন ব্যাঙ্ক কর্মীরা৷  সেটি হল সামনের সপ্তাহের শেষ দিন অর্থাৎ ২৯ মার্চ৷ যেদিন গুড ফ্রাইডে৷ এদিন  দেশের বেশিরভাগ অংশে ব্যাঙ্কিং পরিষেবা  বন্ধ থাকবে।
২৭ মার্চ (বৃহস্পতিবার) বিহারে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
দোল উৎসব পর্বের বিভিন্ন রীতি মেনে বিভিন্ন রাজ্যে ছুটি থাকার পরেও আরও একটি অতিরিক্ত ছুটি পেতে চলেছেন ব্যাঙ্ক কর্মীরা৷  সেটি হল সামনের সপ্তাহের শেষ দিন অর্থাৎ ২৯ মার্চ৷ যেদিন গুড ফ্রাইডে৷ এদিন  দেশের বেশিরভাগ অংশে ব্যাঙ্কিং পরিষেবা  বন্ধ থাকবে।
২০২৪ সালের মার্চে  ব্যাঙ্ক ছুটির তালিকা রয়েছে:২৫ মার্চ (সোমবার): হোলি/ধুলেতি, দোল যাত্রা/ধুলান্দি। আগরতলা, আহমেদাবাদ, আইজল, বেলাপুর, ভোপাল, চণ্ডীগড়, দেরাদুন, গ্যাংটক, গুয়াহাটি, হায়দরাবাদ - অন্ধ্রপ্রদেশ, হায়দরাবাদ - তেলেঙ্গানা, ইটানগর, জয়পুর, জম্মু, কানপুর, কলকাতা, লখনউ, মুম্বাই, নাগপুর, নয়াদিল্লিতে৷  এছাড়াও পানাজি, রায়পুর, রাঁচি, শিলং এবং সিমলাতে ব্যাঙ্ক বন্ধ থাকবে৷
২০২৪ সালের মার্চে  ব্যাঙ্ক ছুটির তালিকা রয়েছে:
২৫ মার্চ (সোমবার): হোলি/ধুলেতি, দোল যাত্রা/ধুলান্দি। আগরতলা, আহমেদাবাদ, আইজল, বেলাপুর, ভোপাল, চণ্ডীগড়, দেরাদুন, গ্যাংটক, গুয়াহাটি, হায়দরাবাদ – অন্ধ্রপ্রদেশ, হায়দরাবাদ – তেলেঙ্গানা, ইটানগর, জয়পুর, জম্মু, কানপুর, কলকাতা, লখনউ, মুম্বাই, নাগপুর, নয়াদিল্লিতে৷  এছাড়াও পানাজি, রায়পুর, রাঁচি, শিলং এবং সিমলাতে ব্যাঙ্ক বন্ধ থাকবে৷
২৬ মার্চ (মঙ্গলবার): হোলি/ইয়াওসাংয়ের দ্বিতীয় দিন, ইম্ফলে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৬ মার্চ (মঙ্গলবার): হোলি/ইয়াওসাংয়ের দ্বিতীয় দিন, ইম্ফলে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৭ মার্চ (বৃহস্পতিবার): হোলির কারণে বিহারে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৭ মার্চ (বৃহস্পতিবার): হোলির কারণে বিহারে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৯ মার্চ (শুক্রবার): গুড ফ্রাইডে, দেশের বেশিরভাগ অংশে ব্যাঙ্ক বন্ধ থাকবে, এছাড়াও চতুর্থ শনিবার হিসেবে ব্যাঙ্ক বন্ধ থাকবে৷ পাশাপাশি রবিবারও ব্যাঙ্ক বন্ধ থাকবে৷ ।
২৯ মার্চ (শুক্রবার): গুড ফ্রাইডে, দেশের বেশিরভাগ অংশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।এছাড়াও চতুর্থ শনিবার হিসেবে ব্যাঙ্ক বন্ধ থাকবে৷ পাশাপাশি রবিবারও ব্যাঙ্ক বন্ধ থাকবে৷