দুর্ঘটনাস্থল 

East Bardhaman News: পথ দূর্ঘটনা বর্ধমানে ! স্থানীয়দের ক্ষোভ প্রশাসনের বিরুদ্ধে 

পূর্ব বর্ধমান: আবারও পূর্ব বর্ধমান জেলায় ঘটে গেল একটি দুর্ঘটনা। বর্ধমানে এইদুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে একজনের। মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটেছে এদিন বুধবার বর্ধমান আরামবাগ রাস্তায়, রায়নার মোগলমারী এলাকায়। একটি বাইকের সঙ্গে ধাক্কা লাগে একটি বড় লরির। আর এই দূর্ঘটনার কারণেই মৃত্যু হয়েছে ১ জনের। জানা গিয়েছে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও একজন। এবং তাকে ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাইকে করে দুই যুবক মোগলমারী কাজে আসছিল । সেই সময় বর্ধমান থেকে আরামবাগ মুখী একটি ট্রাকএসে ধাক্কা মারলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। মৃত যুবকের নাম মুকান্দর শাহ । বাড়ি রায়না থানার অন্তর্গত একটি গ্রামে।

তবে বারবার দুর্ঘটনার জেরে ক্ষুব্ধ এলাকার মানুষজন। এমনকি প্রশাসনিক নজরদারির গাফিলতির অভিযোগ তুলেছেন স্থানীয়রা। স্থানীয়দের কথায় প্রায়শই দুর্ঘটনা ঘটছে এই গুরুত্বপূর্ণ রাজ্য সড়কে। নেই কোনও নিরাপত্তা ব্যবস্থা। বর্তমানে ক্ষোভে ফুঁসছেন দক্ষিণ দামোদর এলাকার বাসিন্দারা। নাম বলতে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, রাজ্য সড়ক সম্প্রসারণের নামে রাস্তার দুপাশের মাটি খুঁড়ে গর্ত করে রেখেছে ঠিকাদার সংস্থা দীর্ঘদিন ধরে । মরণফাঁদ তৈরি হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি বলেন রাস্তার দুপাশ খুঁড়ে গর্ত করে রাখার জন্যই এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে।

আরও পড়ুন : গরমে মাথা ঘুরে রাস্তায় পড়ে ভবঘুরে, পুলিশ দেখেই…

এদিন দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যহত হয় । পরবর্তিতে খবর পেয়েই পুলিশ আসে ঘটনাস্থলে। রাস্তা কেটে ফেলে রাখার জন্য এবং কাজের গড়িমসির জন্য এই মৃত্যু বলে সরবও হন স্থানীয়রা । ঠিকাদার সংস্থার বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ দেখান একাংশ।

আরও পড়ুন : চার বছর ধরে পানীয় জল পায় না এখানকার মানুষ!

রাস্তা সম্প্রসারণের নামে এই মরণফাঁদ তৈরি করার প্রতিবাদে সরব দক্ষিণ দামোদর এলাকার মানুষজন। প্রশাসনের ভূমিকা নিয়েও অনেকেই প্রশ্ন তোলেন। কেউ কেউ বলেন যতটা রাস্তা খোঁড়া হয়েছে ততটা রাস্তার কাজ আগে শেষ হোক। তা নাহলে এর পরেও যদি রাস্তা খোঁড়া হয় তাহলে বিপদের সম্ভাবনা বাড়তে পারে।

বনোয়ারীলাল চৌধুরী