পাপিয়াকরের বানানো দুর্গা মূর্তি

Durga Puja 2024: ১৫,০০০ কলম দিয়ে অভিনব দুর্গামূর্তি বানালেন গৃহবধূ, রয়েছে আরজি কর কাণ্ডের ছোঁয়া

নদিয়া: প্রায় ১৫ হাজারেরও বেশি কলম দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করলেন নদিয়ার মাজদিয়ার গৃহবধূ পাপিয়া কর। মূর্তি থেকে শুরু করে অলংকার এমনকি মায়ের ত্রিশূল সমস্তটাই তৈরি করা হয়েছে পেন এবং পেন্সিল দিয়েই। মূর্তির কিছু কিছু অংশ যেমন সিংহের কেশর তৈরি করা হয়েছে কাঠের রুল পেন্সিল কল দিয়ে কেটে সেই পাতলা রুল পেন্সিলের কাঠগুলি আঠা দিয়ে লাগিয়ে। এছাড়াও ত্রিশূল থেকে শুরু করে মায়ের মুকুট অস্ত্র ইত্যাদি বিভিন্ন জিনিস সমস্তটাই পেন কিংবা পেন্সিল দিয়ে সুনিপুণভাবে বানানো হয়েছে।

আরও পড়ুন: সোমবার থেকে দক্ষিণবঙ্গের বহু জেলায় ভয়ঙ্কর বৃষ্টির পূর্বাভাস! পুজোর আগেই দুশ্চিন্তা

পাপিয়া কর জানান, নয় মাস আগে তিনি শুরু করেছিলেন এই দুর্গামূর্তি তৈরি করার। কলম দিয়ে মূর্তি তৈরি করার ভাবনা এসেছিল কারণ ছিল জন্ম থেকে মৃত্যু সমস্ত জায়গাতেই কলমের ভূমিকা অপরিসীম। শুধু স্কুল কলেজের লেখাপড়ার কাজেই নয়, জন্মের পর জন্ম শংসাপত্র কিংবা মৃত্যুর পরে মৃত্যু শংসাপত্র আনতে গেলেও কলমের ভূমিকা থাকে। সেই কারণেই তিনি প্রথমে এবারের মূর্তি তৈরির ভাবনায় বেছে নিয়েছিলেন কলমকেই।

আরও পড়ুন: ১০০০ টাকা নিয়ে এই দেশে গেলেই হবে ৩ লাখ, সস্তায় ছবির মতো সুন্দর বিদেশ ঘুরতে যাবেন নাকি?

তবে সম্প্রতি আরজিকরের ঘটনায় কিছুটা হলেও মূর্তি বানানোর চিন্তা ভাবনাকে অন্যরকম আকার দিয়েছেন। তিনি জানান, “আরজি করে ঘটে যাওয়া নারকীয় ঘটনায় যে সমস্ত বিষয় গুলি সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে অসুররূপী শিক্ষিত মানুষের ভরে গিয়েছে আমাদের দুনিয়া।” আর সেই কারণেই ওই ঘটনার পরেই বিশেষ করে অসুরকে তিনি আরও কলম দিয়ে সাজিয়ে দিয়েছেন। এবং অসুরকে যে মা দুর্গা বধ করছে সেই ত্রিশূলও বানানো হয়েছে কলম দিয়েই।