লাইফস্টাইল Health Tips: শীত পড়লেই বাচ্চার জ্বর, সর্দি ,কাশি! কয়েকটি জিনিস জানলেই মুশকিল আসান, রইল টিপস Gallery October 18, 2024 Bangla Digital Desk ঝাড়গ্রাম: আবহাওয়ার পরিবর্তন মানেই শিশুদের জন্য চরম সংকট। জলবায়ুর তারতম্যের কারণে হামেশাই জ্বর সর্দি-কাশি সহ একাধিক সমস্যায় শিশুকে নিয়ে নাজেহাল হতে হয় পরিবারের সদস্যদের। এই সমস্যাগুলি বিশেষ করে শীতকালে বেশি প্রকট হয়। অত্যাধিক ঠান্ডার কারণে শিশুদের জ্বর সর্দি কাশি লেগেই থাকে। বাড়িতে কী ভাবে জ্বর সর্দি কাশির হাত থেকে শিশুকে সুরক্ষিত রাখা যায় বা কী কী করণীয়, সেই সমস্ত বিষয় তুলে ধরলেন ঝাড়গ্রাম গভমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডাঃ সুদীপ্ত ঢাক। ঝাড়গ্রাম গভমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডাঃ সুদীপ্ত ঢাক বলেন, “ওয়েদার চেঞ্জ এর সময় বিশেষ করে শীতকালে বাচ্চাদের ফ্লু ইনফেকশন সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। বিশেষ করে যে সমস্ত বাচ্চার ঠান্ডা লাগার ধাত রয়েছে তাদের বেশি করে যত্ন নিতে হবে। যে সমস্ত বাচ্চার ঠান্ডা লাগার ধাত রয়েছে তাদের আগে থেকেই চিকিৎসককে দেখিয়ে তার পরামর্শ মত চলা উচিত তাহলে সমস্যা কখনো গুরুতর বা গম্ভীর হবে না”। ডাঃ সুদীপ্ত ঢাক আরও বলেন, “শীতকালের সময় আবহাওয়া শুষ্ক থাকে। ছাতিম গাছ এবং পার্থেনিয়ামের গন্ধের ফলে যে সমস্ত শিশুদের এজমা রয়েছে তাদের সমস্যা বৃদ্ধি পেতে পারে। ফলের সেই দিকে নজর রাখতে হবে। এছাড়াও বাড়িতে যদি কেউ জ্বর, সর্দি ,কাশি বা অন্য কোনও রোগে আক্রান্ত হয়েছেন তার থেকে যতটা সম্ভব বাচ্চাকে দূরে রাখা”। তিনি আরও বলেন, “যে সমস্ত বাচ্চাদের ঘন ঘন ঠান্ডা লাগে, তাদের এই সময় ফ্লো ভ্যাকসিন দিয়ে দেওয়া উচিত। কোনও বাচ্চার যদি জ্বর হয় তাহলে পরিবারের সদস্যদের হালকা ভাবে নেওয়া উচিত নয়। চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।” শীতকালের সময় জ্বর সর্দি-কাশি হামেশাই শিশুদের হয়ে থাকে। ফলে চিকিৎসকের এই পরামর্শগুলি মেনে চললেই ঘরের শিশুকে সুস্থ রাখা সম্ভব। বুদ্ধদেব বেরা