দক্ষিণবঙ্গ IMD Latest Weather Update: দক্ষিণবঙ্গের ৪ জেলায় ঝেঁপে আসছে বৃষ্টি! রাজ্য জুড়ে আবহাওয়ার মহাখেলা কবে? বিরাট সতর্কবাণী আলিপুরের Gallery October 18, 2024 Bangla Digital Desk আগামী এক থেকে দু’ঘণ্টায় চার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। প্রতীকী ছবি। ভারী বৃষ্টি না হলেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশে। প্রতীকী ছবি। বর্ষা চলে গেলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছেই জেলায় জেলায়। এর মধ্যেই আবার নিম্নচাপের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।ভারতের মৌসম ভবন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে রবিবার ২০ শে অক্টোবর উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত ঘনীভূত হবে। প্রতীকী ছবি। এই ঘূর্ণাবর্ত মঙ্গলবার অর্থাৎ ২২ অক্টোবর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা মধ্য বঙ্গোপসাগরে। এরপর এটি আরও শক্তিশালী হয়ে ক্রমশ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। প্রতীকী ছবি। এই সিস্টেমের প্রভাবে উপকূল সংলগ্ন জেলাগুলিতে মঙ্গলবার বিকেল থেকেই আবহাওয়ার পরিবর্তন ঝড়ো হওয়া সঙ্গে বৃষ্টি শুরু হবে। প্রতীকী ছবি। ২৩ ও ২৪ অক্টোবর অর্থাৎ বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতা থাকতে পারে। এই দু’দিন দক্ষিণ বঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা। বৃষ্টি হবে উত্তরবঙ্গের সব জেলাতে। প্রতীকী ছবি।