মা তারা

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে কেমন থাকছে নিরাপত্তা ব্যবস্থা জানুন বিস্তারিত

বীরভূম: এই বছর ২সেপ্টেম্বর সোমবার ভোর ৫.৫- এ শুরু হচ্ছে অমাবস্যা, থাকবে মঙ্গলবার অর্থাৎ ৩রা সেপ্টেম্বর সকাল ৬.২৯ পর্যন্ত।

সোমবার ভোর চারটের সময় মা তারাকে স্নান করানো হবে। তার পর হবে মঙ্গল আরতি। ভোর ৫.৫ নাগাদ পুণ্যার্থীদের পুজো দেওয়ার জন্য খুলে দেওয়া হবে গর্ভগৃহ। এছাড়াও যেহেতু রাত থেকেই ভক্তরা লাইন দিতে থাকে, তাই রবিবার রাত থেকেই খোলা থাকবে মন্দির চত্বর।

আরও পড়ুন- দিঘা স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারি! তৃণমূল নেতাকে গ্রেফতারের দাবি তৃণমূলেরই

২ তারিখ সন্ধ্যা আরতির সময় মাকে স্বর্ণালঙ্কার দিয়ে মা তারা কে সাজানো হবে রাজরাজেশ্বরী বেশে। এছাড়াও মা তারাকে ২ তারিখ ভোগ নিবেদন করা হবে পোলাও, খিচুড়ি,অন্ন, দু’রকমের ভাজা, শোল মাছ ভাজা, নানা রকমের তরকারি, এছাড়াও থাকবে মাছ, বলির পাঁঠার মাংস, পায়েস, মিষ্টি, চাটনি ইত্যাদি।

এছাড়াও সন্ধ্যেবেলায় ভোগ দেওয়া হবে লুচি,সুজি,ভাজা ও নানা রকমের মিষ্টান্ন মুড়কি। আর রাত্রে ভোগ দেওয়া হবে খিচুড়ি, মাছ ভাজা আর বলি হলে সেই বলির পাঁঠার মাংস।

তবে এই বছর কৌশিকী অমাবস্যায় তারাপীঠে কেমন থাকছে নিরাপত্তা ব্যবস্থা! সাংবাদিক বৈঠক করে জানালেন পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়। ১০০০ পুলিশ কর্মী, ৩০০ অফিসার এবং ১৭০০ সিভিক ভলেন্টিয়ার তারাপীঠে মোতায়েন থাকবে কৌশিকী অমাবস্যায়।

আরও পড়ুন- হাসপাতালে সিটি স্ক্যানের ঘরে কিশোরীকে নির্যাতনের অভিযোগ! হাওড়ায় ধুন্ধুমার

দশটি ওয়াচ টাওয়ার।থাকবে ৩৭টি ব্লক গেট।পুলিশ এসিস্টেন্ট বুথ ২১ টি।এন্টি ক্রাইম পেট্রোল টিম ১৩ টি। ২০০ টি সিসিটিভি।এছাড়াও অপ্রীতিকর ঘটনা এড়াতে তারাপীঠের ঘাট গুলিতে থাকবে ডুবুরি। তারাপীঠ মন্দির-সহ এলাকা জুড়ে চলবে ড্রোনের মাধ্যমে নজরদারি। এছাড়াও ১ তারিখ বিকেল চারটে পর্যন্ত তারাপীঠে ঢুকতে পারবে চার চাকার গাড়ি। চারটের পর থেকে সোনার বাংলা মোড়েই আটকে দেওয়া হবে চারচাকা গাড়িগুলিকে।

অন্যদিকে, আটলা মোড় থেকে শুধু চার চাকা গাড়ি নয় কোন বাইক ও প্রবেশ করতে পারবে না। টোটো চলাচল করবে আটলা মোড়ের পর থেকে। সব মিলিয়ে কড়া নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা তারাপীঠ চত্বরকে।

সৌভিক রায়