আগেকার ঠাকুমার ঝুলি, রাজপুত্র-রাজকন্যার, ব্যাঙ্গমা-ব্যাঙ্গমী এমন কত গল্প শুনে বড় হয়েছি৷ ছুটির দুপুর মানেই ভাতঘুম সেরে গল্প শোনার পালা৷ কিন্তু এখন প্রযুক্তির দুনিয়ায় গল্প বলার সময় কই৷ কিন্তু এই সময়ের অভাবই একে অপরের সঙ্গে সম্পর্কগুলোকে বড্ডো নড়বড়ে করে তুলছে৷ আপনার সন্তানের সঙ্গে সুন্দর সুস্থ সম্পর্ক গড়ে তুলতে, তার মানসিকতার সঠিক বিকাশের জন্য গল্প বলা জরুরি৷

Parenting Tips: সন্তানের ভাষা শিখতে, কমিউনিকেশনে সমস্যা? ওকে সময় দিতে পারছেন না? প্রতিদিন এই কাজটা করুন… ফল পাবেন হাতেনাতে

আগেকার ঠাকুমার ঝুলি, রাজপুত্র-রাজকন্যার, ব্যাঙ্গমা-ব্যাঙ্গমী এমন কত গল্প শুনে বড় হয়েছি৷ ছুটির দুপুর মানেই ভাতঘুম সেরে গল্প শোনার পালা৷ কিন্তু এখন প্রযুক্তির দুনিয়ায় গল্প বলার সময় কই৷ কিন্তু এই সময়ের অভাবই একে অপরের সঙ্গে সম্পর্কগুলোকে বড্ডো নড়বড়ে করে তুলছে৷ আপনার সন্তানের সঙ্গে সুন্দর সুস্থ সম্পর্ক গড়ে তুলতে, তার মানসিকতার সঠিক বিকাশের জন্য গল্প বলা জরুরি৷
আগেকার ঠাকুমার ঝুলি, রাজপুত্র-রাজকন্যার, ব্যাঙ্গমা-ব্যাঙ্গমী এমন কত গল্প শুনে বড় হয়েছি৷ ছুটির দুপুর মানেই ভাতঘুম সেরে গল্প শোনার পালা৷ কিন্তু এখন প্রযুক্তির দুনিয়ায় গল্প বলার সময় কই৷ কিন্তু এই সময়ের অভাবই একে অপরের সঙ্গে সম্পর্কগুলোকে বড্ডো নড়বড়ে করে তুলছে৷ আপনার সন্তানের সঙ্গে সুন্দর সুস্থ সম্পর্ক গড়ে তুলতে, তার মানসিকতার সঠিক বিকাশের জন্য গল্প বলা জরুরি৷
গল্প বললে শিশুরা নিজের মতো করে দৃশ্য, দৃশ্যান্তর কল্পনা করতে পারে৷ এর ফলে তাদের মধ্যে সৃজনশীলতা, কল্পনাপ্রবণতা বৃদ্ধি পায়৷
গল্প বললে শিশুরা নিজের মতো করে দৃশ্য, দৃশ্যান্তর কল্পনা করতে পারে৷ এর ফলে তাদের মধ্যে সৃজনশীলতা, কল্পনাপ্রবণতা বৃদ্ধি পায়৷
এখন মা-বাবারা বেশিরভাগ সময়ে কাজ, অফিসের মধ্যে দিয়ে দিন কাটায়৷ ফলে তার সন্তানকে সময় দিতে পারে না৷ সেক্ষেত্রে বেড টাইম স্টোরির মাধ্যমে সন্তানের সঙ্গে মানসিক সম্পর্ক দৃঢ় হয়৷ রাতের বেলা মোবাইল ঘাটার বদভ্যেসও বাচ্চাদের মধ্যে তৈরি হবে না৷ ফলে রাতে ঘুম ভাল হবে৷
এখন মা-বাবারা বেশিরভাগ সময়ে কাজ, অফিসের মধ্যে দিয়ে দিন কাটায়৷ ফলে তার সন্তানকে সময় দিতে পারে না৷ সেক্ষেত্রে বেড টাইম স্টোরির মাধ্যমে সন্তানের সঙ্গে মানসিক সম্পর্ক দৃঢ় হয়৷ রাতের বেলা মোবাইল ঘাটার বদভ্যেসও বাচ্চাদের মধ্যে তৈরি হবে না৷ ফলে রাতে ঘুম ভাল হবে৷
আমরা বছরের পর বছর ধরে লৌকিক গল্প শুনে এসেৈছি৷ নতুন প্রজন্মকে বললে তারা নতুন করে ভাববে৷ সেই গল্প নিয়ে আলোচনা করুন৷ দেখবেন আপনার খুদেটি কত অন্যভাবে বিষয়গুলোকে দেখছে৷ এর ফলে তার মানসিকতা, দৃষ্টিভঙ্গী সম্বন্ধেও কিছুটা জানতে পারবেন৷
আমরা বছরের পর বছর ধরে লৌকিক গল্প শুনে এসেৈছি৷ নতুন প্রজন্মকে বললে তারা নতুন করে ভাববে৷ সেই গল্প নিয়ে আলোচনা করুন৷ দেখবেন আপনার খুদেটি কত অন্যভাবে বিষয়গুলোকে দেখছে৷ এর ফলে তার মানসিকতা, দৃষ্টিভঙ্গী সম্বন্ধেও কিছুটা জানতে পারবেন৷
গল্প শুনলে শিশুদের মধ্যে ভাষা ও শব্দের বোধ বৃদ্ধি পায়৷ এখন বেশির ভাগই নিউক্লিয়ার পরিবারের মানুষ৷ কথা বলার লোক নেই৷ ফলে ভাষা শিখতে, কমিউনিকেশন করতে তারা বেশ সমস্যায় পড়ে৷ এর ফলে এই সমস্যাও মেটে৷
গল্প শুনলে শিশুদের মধ্যে ভাষা ও শব্দের বোধ বৃদ্ধি পায়৷ এখন বেশির ভাগই নিউক্লিয়ার পরিবারের মানুষ৷ কথা বলার লোক নেই৷ ফলে ভাষা শিখতে, কমিউনিকেশন করতে তারা বেশ সমস্যায় পড়ে৷ এর ফলে এই সমস্যাও মেটে৷
গল্প শিশুদের স্মৃতিশক্তিকে বৃদ্ধি করতেও সাহায্য করে৷ দেখ যায়, সে তার পছন্দের গল্পটি বারবার আপনাকে শোনাতে বলছে৷ মাঝে -মাঝে আপনিও তাকে সেই গল্প শোনাতে বলতে পারেন৷ এতে ওর স্মৃতিশক্তি অনেকটাই বৃদ্ধি পায়৷
গল্প শিশুদের স্মৃতিশক্তিকে বৃদ্ধি করতেও সাহায্য করে৷ দেখ যায়, সে তার পছন্দের গল্পটি বারবার আপনাকে শোনাতে বলছে৷ মাঝে -মাঝে আপনিও তাকে সেই গল্প শোনাতে বলতে পারেন৷ এতে ওর স্মৃতিশক্তি অনেকটাই বৃদ্ধি পায়৷
গল্পের মাধ্যমে আপনি তাকে অনেক নৈতিকপাঠ দিতে পারে৷ সরাসরি ঔচিত্যবোধ শেখাতে চাইলে, আপনার সন্তানটি হয়তো পছন্দ নাও করতে পারে৷ সে ক্ষেত্রে গল্পের ছলে অনেক জীবনের পাঠ দেওয়া যায়, যা তাকে নতুন করে ভাবতে শেখাবে৷ জীবনে একটা ভাল মানুষ হয়ে উঠতে সাহায্য করবে৷
গল্পের মাধ্যমে আপনি তাকে অনেক নৈতিকপাঠ দিতে পারে৷ সরাসরি ঔচিত্যবোধ শেখাতে চাইলে, আপনার সন্তানটি হয়তো পছন্দ নাও করতে পারে৷ সে ক্ষেত্রে গল্পের ছলে অনেক জীবনের পাঠ দেওয়া যায়, যা তাকে নতুন করে ভাবতে শেখাবে৷ জীবনে একটা ভাল মানুষ হয়ে উঠতে সাহায্য করবে৷