Kanchanjungha Express Accident : ১৯৯৯, ২০২২ এর পরে ২০২৪ – ফের এক লাইনে ২ ট্রেন! ঠিক কীভাবে ঘটেছিল দুর্ঘটনা

ফের উত্তরবঙ্গে ট্রেন দুর্ঘটনা। ফের এক লাইনে ২ ট্রেন। ১৯৯৯ সালে গাইসালে ভয়াবহ দুর্ঘটনা। সিগন্যাল বিভ্রাটে সংঘর্ষ ২ ট্রেনের। ২০২২-এ ময়নাগুড়িতে ২ ট্রেনের সংঘর্ষ। আজ রাঙাপানিতে কাঞ্চনজঙ্ঘায় ধাক্কা মালগাড়ির।

সপ্তাহের শুরুতেই ভয়াবহ রেল দুর্ঘটনার সাক্ষী থাকল উত্তরবঙ্গ৷ দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে হঠাৎই সজোরে এসে ধাক্কা মারল একটি মালগাড়ি৷ দুর্ঘটনায় ইতিমধ্যেই ৮ জনের মৃত্যুর খবর সামনে এসেছে৷ আহত অন্তত ৬০ জন৷ তাঁদের মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক৷ দুর্ঘটনার পরেই সোমবার বিকেলে উত্তরবঙ্গের উদ্দেশে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও৷

দুর্ঘটনার পর থেকে ফের রেলের চূড়ান্ত অব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা৷ দুর্ঘটনা ঘিরে রাজনীতির জল গড়িয়েছে বহু দূর৷ প্রশ্ন উঠেছে, স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা থাকতে কী ভাবে একই ট্র্যাকে চলে এল দু’টি ট্রেন৷পশ্চিমবঙ্গে কেনই বা এখনও চালু করা যায়নি রেল সুরক্ষা ব্যবস্থা ‘কবচ’৷ গাফিলতি ঠিক কোথায়? কোথায় সমস্যা?