মেয়ের জন্মদিন বলে আগে ফিরতে চেয়েছিলেন, যাত্রা থেমে গেল কাঞ্চজঙ্ঘা এক্সপ্রেসেই! করুণ পরিণতি বাবার

Kanchenjunga Express Accident: মেয়ের জন্মদিন বলে আগে ফিরতে চেয়েছিলেন, যাত্রা থেমে গেল কাঞ্চজঙ্ঘা এক্সপ্রেসেই! করুণ পরিণতি বাবার

শিলিগুড়ি: মেয়ের জন্মদিন পালন করতে তড়িঘড়ি বাড়ি ফিরতে চেয়েছিলেন শুভজিৎ মালি। কিন্তু এল তাঁর মৃত্যু সংবাদ। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই সন্তানের বাবা। মেয়ের জন্মদিনের আগেই বাবার মর্মান্তিক পরিণতি।

গাড়ির ডেলিভারির কাজ করতেন শুভজিৎ। শুক্রবার শিলিগুড়িতে গিয়েছিলেন কাজের সূত্রেই। কয়েকদিন পরে ফেরার কথা থাকলেও সোমবারই রওনা দেন মেয়ের আবদার মেটাতে। আর সেই দুর্ভাগ্যই মেয়ের সঙ্গে দেখা করতে দিল না।

শুভজিতের পরিবারে রয়েছেন বাবা (৬৫), মা (৫০), স্ত্রী, বড় মেয়ে সৃষ্টি মালি (১১) এবং দেড় বছরের ছেলে শিবম মালি। ভরা সংসার ফেলে চলে গেলেন শুভজিৎ। বিধ্বস্ত তাঁর গোটা পরিবার।

আরও পড়ুন: রক্তাক্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে চেপেই শিয়ালদহ ফিরছে যাত্রীরা, বাকিদের জন্য বিশেষ বাস শিলিগুড়ি থেকে

মালগাড়ির চালক এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ড-সহ ৯ জন যাত্রীর মৃত্যু হয়েছে এই ভয়াবহ দুর্ঘটনায়। জখম যাত্রীরা প্রত্যেকেই হাসপাতালে চিকিৎসাধীন। কেন্দ্রের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষতিপূরণের ঘোষণা করেছেন। মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা, গুরুতর আহতদের পরিবারদের ২.৫ লক্ষ টাকা এবং সামান্য আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে এখনও অবধি জানানো হয়েছে।