এনএসজির সঙ্গে অত্যাধুনিক রোবট

Sandeshkhali NSG Robot: এনএসজি-এর রোবট হঠাৎ শিরোনামে! জানেন এটি কী কাজে ব্যবহৃত হয়, শুনলে চমকে যাবেন

সন্দেশখালিতে নেমেছে এনএসজি সঙ্গে অত্যাধুনিক প্রযুক্তির রোবট। কী ভাবে কাজ করে এই অত্যাধুনিক প্রযুক্তির, "বোম ডিসপোজাল রোবট"৷ সন্দেশখালি থেকে সিবিআইয়ের তল্লাশিতে বিস্ফোরক-অস্ত্র উদ্ধার হতেই, ন্যাশনাল সিকিউরিটি গার্ড অর্থাৎ এনএসজির কম্যান্ডোরা অত্যাধুনিক রোবট-সহ হাজির হলেন সুন্দরবনের এই প্রত্যন্ত এলাকায়। (Rudra Narayan Roy)
সন্দেশখালিতে নেমেছে এনএসজি সঙ্গে অত্যাধুনিক প্রযুক্তির রোবট। কী ভাবে কাজ করে এই অত্যাধুনিক প্রযুক্তির, “বোম ডিসপোজাল রোবট”৷ সন্দেশখালি থেকে সিবিআইয়ের তল্লাশিতে বিস্ফোরক-অস্ত্র উদ্ধার হতেই, ন্যাশনাল সিকিউরিটি গার্ড অর্থাৎ এনএসজির কম্যান্ডোরা অত্যাধুনিক রোবট-সহ হাজির হলেন সুন্দরবনের এই প্রত্যন্ত এলাকায়। (Rudra Narayan Roy)
দেশের সবচেয়ে অত্যাধুনিক ও প্রশিক্ষিত বাহিনীকে হঠাৎ কেন নিয়ে আসা হল সন্দেশখালি তে! তবে কি বিপুল পরিমাণ বিস্ফোরক রয়েছে এই সন্দেশখালিতেই লুকানো? এখন এমন নানা প্রশ্নই উঠে আসছে সন্দেশখালীর বর্তমান পরিস্থিতি দেখে। জানা গিয়েছে ইতিমধ্যেই, সরবেড়িয়ার, আগারহাটির মল্লিকপাড়া এলাকায় উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে বিদেশি অস্ত্র ও বিস্ফোরক।
দেশের সবচেয়ে অত্যাধুনিক ও প্রশিক্ষিত বাহিনীকে হঠাৎ কেন নিয়ে আসা হল সন্দেশখালি তে! তবে কি বিপুল পরিমাণ বিস্ফোরক রয়েছে এই সন্দেশখালিতেই লুকানো? এখন এমন নানা প্রশ্নই উঠে আসছে সন্দেশখালীর বর্তমান পরিস্থিতি দেখে। জানা গিয়েছে ইতিমধ্যেই, সরবেড়িয়ার, আগারহাটির মল্লিকপাড়া এলাকায় উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে বিদেশি অস্ত্র ও বিস্ফোরক।
স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য হাফিজুল খাঁর ভগ্নিপতি আবু তালেব মোল্লার বাড়িতে সিবিআই হানা দিয়ে বাড়ির মেঝে ভেঙে উদ্ধার করে এই বিদেশি অস্ত্র ও বিস্ফোরক। আর তারপরেই খবর দেওয়া হয় এনএসজিকে। যদিও এখনও সিবিআই নিশ্চিত হতে পারছে না কেন বাড়িতে এত অস্ত্র মজুদ করা হয়েছিল।
স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য হাফিজুল খাঁর ভগ্নিপতি আবু তালেব মোল্লার বাড়িতে সিবিআই হানা দিয়ে বাড়ির মেঝে ভেঙে উদ্ধার করে এই বিদেশি অস্ত্র ও বিস্ফোরক। আর তারপরেই খবর দেওয়া হয় এনএসজিকে। যদিও এখনও সিবিআই নিশ্চিত হতে পারছে না কেন বাড়িতে এত অস্ত্র মজুদ করা হয়েছিল।
শাজাহান গড়ে এই বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হতেই বড় কোনও নাশকতার ছক তৈরি হচ্ছিল কিনা তা নিয়েই এখন ধন্দে তদন্তকারী সংস্থা। এনএসজি বিশেষ এই বাহিনী ভারত সরকারে স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা একটি প্রশিক্ষিত ইউনিট বলেই পরিচিত।
শাজাহান গড়ে এই বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হতেই বড় কোনও নাশকতার ছক তৈরি হচ্ছিল কিনা তা নিয়েই এখন ধন্দে তদন্তকারী সংস্থা। এনএসজি বিশেষ এই বাহিনী ভারত সরকারে স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা একটি প্রশিক্ষিত ইউনিট বলেই পরিচিত।
১৯৮৪ সালে তৈরি করা হয় এই বাহিনী। দেশের মধ্যে সন্ত্রাসবাদীদের যে কোনও কর্মকাণ্ড মোকাবিলার জন্য বিভিন্ন সময় লড়াই করতে দেখা গিয়েছে এই বিশেষ বাহিনীর কম্যান্ডোদের। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বিশেষ রোবটের পাশাপাশি অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করেই এনএসজির কম্যান্ডোরা এখন সন্দেশখালীর ওই এলাকায় তল্লাশি চালাচ্ছেন।
১৯৮৪ সালে তৈরি করা হয় এই বাহিনী। দেশের মধ্যে সন্ত্রাসবাদীদের যে কোনও কর্মকাণ্ড মোকাবিলার জন্য বিভিন্ন সময় লড়াই করতে দেখা গিয়েছে এই বিশেষ বাহিনীর কম্যান্ডোদের। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বিশেষ রোবটের পাশাপাশি অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করেই এনএসজির কম্যান্ডোরা এখন সন্দেশখালীর ওই এলাকায় তল্লাশি চালাচ্ছেন।
মনে করা হচ্ছে আরও বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের সম্ভাবনা রয়েছে৷ সেই কারণেই ডাকা হয় এনএসজিকে। দূর থেকে এনএসজি কম্যান্ডোরা রিমোটের মাধ্যমে এই রোবটকে চালনা করে বিস্ফোরক খুঁজে বার করবে।
মনে করা হচ্ছে আরও বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের সম্ভাবনা রয়েছে৷ সেই কারণেই ডাকা হয় এনএসজিকে। দূর থেকে এনএসজি কম্যান্ডোরা রিমোটের মাধ্যমে এই রোবটকে চালনা করে বিস্ফোরক খুঁজে বার করবে।
তিন চাকা বিশিষ্ট ছোটখাটো ট্যাঙ্কের মতো দেখতে এই যন্ত্র প্রায় ১০০ কেজির ওপর ওজন। এর মধ্যেই রয়েছে বিশেষ সেন্সর যার মাধ্যমে বিস্ফোরক চিহ্নিত করতে পারে সহজেই। রোবটের মধ্যেই রয়েছে ক্যামেরা, উঁচু কোন জায়গায় উঠে যেতে পারে সহজেই।
তিন চাকা বিশিষ্ট ছোটখাটো ট্যাঙ্কের মতো দেখতে এই যন্ত্র প্রায় ১০০ কেজির ওপর ওজন। এর মধ্যেই রয়েছে বিশেষ সেন্সর যার মাধ্যমে বিস্ফোরক চিহ্নিত করতে পারে সহজেই। রোবটের মধ্যেই রয়েছে ক্যামেরা, উঁচু কোন জায়গায় উঠে যেতে পারে সহজেই।
৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে যে কোনও সময় ঘুরে কাজ করতে পারে এই বিশেষ রোবট। প্রয়োজনে ভারী কোন জিনিস সরাতেও ব্যবহার করা হয় এই অত্যাধুনিক প্রযুক্তিকে। অত্যাধুনিক এই রোবটকে দিয়েই এখন সন্দেশখালিতে তল্লাশির কাজ চালাচ্ছে ন্যাশনাল সিকিউরিটি গার্ড।
৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে যে কোনও সময় ঘুরে কাজ করতে পারে এই বিশেষ রোবট। প্রয়োজনে ভারী কোন জিনিস সরাতেও ব্যবহার করা হয় এই অত্যাধুনিক প্রযুক্তিকে। অত্যাধুনিক এই রোবটকে দিয়েই এখন সন্দেশখালিতে তল্লাশির কাজ চালাচ্ছে ন্যাশনাল সিকিউরিটি গার্ড।