বর্ষাকালে রাস্তায় জল জমলেও গাড়ি নিয়ে দুশ্চিন্তা থাকবে না, ‘এই’ উপায় মেনে চলুন

কলকাতা: ভারতে বর্ষার মরশুম বেশ কয়েকদিন আগেই শুরু হয়েছে এবং ইতিমধ্যেই ভারতের বেশ কয়েকটি শহরে ভারী বৃষ্টিপাত হয়েছে। যার ফলে বন্যার মতো পরিস্থিতি দেখা দিয়েছে।

এই অবস্থার মধ্যে নিজেদের গাড়ি নেভিগেট করা কঠিন হতে পারে- বিশেষ করে যদি কারও গাড়ি জলাবদ্ধ এলাকায় বা প্লাবিত পার্কিং লটে আটকা পড়ে। বর্ষাকালে পার্কিংয়ে জল জমলে এবং রাস্তার জলে গাড়ি আটকে পড়লে যা করা উচিত, সেই সম্পর্কে এখানে বিস্তারিত ভাবে বর্ণনা দেওয়া হল।

আরও পড়ুন- ৬ বছরের অপেক্ষা শেষ শামির! মেয়ে তাঁর কাছে, আনন্দে চোখে জল ভারতীয় বোলারের

প্লাবিত এলাকায় গাড়ি আটকে পড়লে যা করা উচিত –

কেউ যদি বন্যায় আটকে থাকার মতো খারাপ পরিস্থিতিতে পড়ে, তাহলে সবার আগে নিজেদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সবার আগে জলের স্তর দ্রুত বাড়তে শুরু করলে অবিলম্বে নিজেদের গাড়িটি খালি করতে হবে।

এর পর উঁচু জায়গায় চলে যেতে হবে এবং জরুরি পরিষেবা থেকে সহায়তা নিতে হবে। এই ক্ষেত্রে সম্ভব হলে নিজেদের গাড়িটিকেও উঁচু জায়গায় নিয়ে যেতে হবে। সেটি যদি সম্ভব না হয় এবং নিজেদের গাড়িটি যদি প্লাবিত পার্কিং লটে খুঁজে পাওয়া যায়, তাহলে বন্যার সেই ছবি তুলে ঘটনাটি নথিভুক্ত করতে হবে। এই ক্ষেত্রে পুলিশ বা প্রসাশনের তরফে সেই গাড়িটি উদ্ধার করতে সহায়তা পাওয়া যেতে পারে।

প্লাবিত এলাকায় গাড়ি আটকে পড়লে যা করা উচিত নয় –

নিজেদের গাড়ি জলের মধ্যে আটকে পড়লে আবেগপ্রবণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে। যেমন – বন্যায় গভীর জলের মধ্য দিয়ে ড্রাইভ করার চেষ্টা করা উচিত নয়। কারণ সেই সময় সামনে ম্যানহোল বা গর্ত সম্পর্কে সচেতন হওয়া সম্ভব নয়।

এটা নিজেদের গাড়ির উল্লেখযোগ্য ক্ষতি করতে পারে। একইভাবে, গাড়িতে জল প্রবেশ করলে ইঞ্জিন চালু করা উচিত নয়। কারণ এর ফলে ইঞ্জিনের মারাত্মক ক্ষতি হতে পারে। তাই এই পরিস্থিতিতে সবসময় নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া উচিত।

সবশেষে, নিজেদের গাড়িকে একজন পেশাদার মেকানিকের কাছে নিয়ে যেতে দেরি করা উচিত নয়। কারণ একবার জল ঢুকে গেলে সেই গাড়ির অনেক ক্ষতি হতে পারে।