প্রতীকী চিত্র 

Dengue Death: শুরু ডেঙ্গির চোখ রাঙানি, এই জেলায় এক মহিলার মৃত্যু

হুগলি: এবারের বর্ষার বৃষ্টি কিছুটা দেরিতে শুরু হয়েছে দক্ষিণবঙ্গে তবে বৃষ্টি শুরু হওয়ার পর থেকেই বাড়তে শুরু করেছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ক্রমশই চোখ রাঙাচ্ছে ডেঙ্গি সংক্রমণ। বুধবার সকালে হুগলি জেলায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক মহিলার। মৃতার নাম সন্ধ্যা দাস (৪৫)।

ওই মহিলা বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন। সেই কারণে তাঁকে বলাগড় গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই বুধবার সকালে মৃত্যু হয়। এই ঘটনায় নড়ে চড়ে বসেছে জেলা স্বাস্থ্য দফতর। সূত্রের খবর, ডেঙ্গির হটস্পট হয়ে উঠেছে বলাগড়। গোটা জেলায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ২০০ জন। তার মধ্যে শুধুমাত্র বলাগড় ব্লকেই আক্রান্তের সংখ্যা ৩২ জন। ডেঙ্গি মোকাবিলায় সারদানগর শিশু শিক্ষা কেন্দ্রে স্পেশাল মেডিকেল টিম নিয়ে আসা হয়। ব্লক স্বাস্থ্য আধিকারিক জয়দীপ বড়ুয়ার নেতৃত্বে ডেঙ্গি পরীক্ষা চলছে ওই এলাকায়। স্পেশাল মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে সারদানগরে।

আর‌ও পড়ুন: রোদ হোক বা বৃষ্টি, মাথা বাঁচাতে এই টুপিতেই নজর সবার! দাম কত জানেন?

স্থানীয় সূত্রে খবর, দিন কয়েক আগেই জেলা স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলিকর এসে সরোজমিনে পরিদর্শন করে গেছেন গোটা এলাকা। কীভাবে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করা যায় তার দিকে নজর দিতে বলা হয়েছে। একইসঙ্গে ওই এলাকায় প্রচুর পরিমাণে জমা জল নিকাশি না হওয়া মশাবাহিত রোগ বৃদ্ধির একটি অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। যার প্রভাবে দিন দিন বাড়ছে ডেঙ্গি মশার সংখ্যা।

তবে ডেঙ্গি সংক্রমণ বৃদ্ধি প্রসঙ্গে আরও একটি মত উঠে এসেছে। স্থানীয়দের মতে, ওই এলাকায় অনেক পরিযায়ী শ্রমিকের বসবাস। তাঁরাই মূলত বাইরে থেকে ডেঙ্গির জীবাণু শরীরে নিয়ে আসছেন। যার ফলে সংক্রমিত হচ্ছে এলাকা। জেলা স্বাস্থ্য দফতরের তরফে ডেঙ্গি প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়ার তোড়জোড় শুরু হয়েছে।

রাহী হালদার