কলকাতা: এখন সব জায়গাতেই আধার কার্ড চলে। এমনকি, ভোট দিতে গেলেও ওটা সঙ্গে রাখতে হয়, শুধু ভোটার আইডি কার্ড নিয়ে গেলে চলে না।
তবে, ভোটার হিসেবে নিজের পরিচয়ের প্রমাণপত্র ওই ভোটার আইডি কার্ড, অতএব ওটাকেও গুরুত্ব দিতে হয়। যদিও সবার আগে আসে অবধারিত এক প্রশ্ন- ভোটার তালিকায় নাম আছে কি না!
প্রশ্নটা উঠছে, কেন না, মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ২০ নভেম্বর প্রথম দফায় মহারাষ্ট্রে নির্বাচন অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন- Maruti-র গাড়ি দুর্দান্ত মাইলেজ দেয় কী করে? এতদিনে ফাঁস হল রহস্য
১৩ এবং ২০ নভেম্বর ঝাড়খণ্ডে দুটি ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। ঝাড়খণ্ডের ৮১টি আসনে এবং মহারাষ্ট্রের মোট ২৮৮টি আসনে নির্বাচন হবে। কেউ যদি এই রাজ্যগুলিতে ভোট দিতে যান, তাহলে ভোটার তালিকায় নাম আছে কি না তা যাচাই করে নেওয়া আবশ্যক।
ভোটার তালিকায় নাম আছে কি না তা যাচাই করা এখন আগের চেয়ে অনেক সহজ, ঘরে বসেই তা দেখে নেওয়া যেতে পারে। রয়েছে চারটি উপায়- অনলাইন পোর্টাল, এসএমএস পরিষেবা, মোবাইল অ্যাপ এবং হেল্পলাইন কল। এর মধ্যে যার পক্ষে যেটা অ্যাক্সেস করা সুবিধের, সেই মতো এগোনো যেতে পারে।
অনলাইন পোর্টালে ভোটার তালিকায় নাম আছে কি না যাচাই করা
এর জন্য যেতে হবে Elections24.eci.gov.in সাইটে। সেখানে গিয়ে বেছে নিতে হবে Search Your Name in Electoral Roll। এর মধ্যে তিনটে অপশন পাওয়া যাবে-
EPIC নম্বর দিয়ে সার্চ- এখানে EPIC নম্বর, মানে ভোটার আইডি কার্ডে থাকা নম্বর দিতে হবে।
আরও পড়ুন- মধ্যবিত্তের স্বপ্নের গাড়ি, সেই টাটা ন্যানো এখন পাওয়া যায়? দাম কত? জেনে নিন
বিশদ বিবরণ দিয়ে সার্চ- নাম, লিঙ্গ এবং জন্ম তারিখ দিতে হবে।
মোবাইল নম্বর দিয়ে সার্চ- ভোটার আইডি কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর রেজিস্টার করা আছে, তা দিতে হবে।
এতেই ফলাফল বেরিয়ে আসবে।
এসএমএস পরিষেবায় ভোটার তালিকায় নাম আছে কি না যাচাই করা
ভোটার আইডি কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর রেজিস্টার করা আছে, তা থেকে ECI EPIC নম্বর লিখে 1950 নম্বরে পাঠাতে হবে। এসএসএস চলে আসবে ফলাফল নিয়ে।
মোবাইল অ্যাপে ভোটার তালিকায় নাম আছে কি না যাচাই করা
স্মার্টফোন ইউজাররা ভোটার হেল্পলাইন অ্যাপ ডাউনলোড করতে পারেন।
এই অ্যাপের মাধ্যমে আমরা শুধুমাত্র ভোটার তালিকায় নিজের নাম যাচাই করাই নয়, অন্যান্য ভোটার পরিষেবাগুলিও পেতে পারি। এই অ্যাপটি ব্যবহার করা খুবই সহজ এবং তাৎক্ষণিকভাবে তথ্য প্রদান করে।
হেল্পলাইন কলে ভোটার তালিকায় নাম আছে কি না যাচাই করা
নির্বাচন কমিশনের টোল-ফ্রি নম্বর 1950-এ কল করতে হবে। এর পর IVR নির্দেশাবলী অনুসরণ করতে হবে। প্রয়োজনীয় তথ্য প্রদান করলেই ভোটার তালিকায় নাম আছে কি না তা জানা যাবে।