Tag Archives: Voter Card

ঘরে বসে ডিজিটাল ভোটার কার্ড পাবেন কী করে? খুব সহজ, আবেদনের পদ্ধতি দেখে নিন

কলকাতা: ডিজিটাল ভোটার আইডি কার্ডের আবেদন এবং তা ম্যানেজ করার জন্য একটি স্ট্রিমলাইনড প্ল্যাটফর্ম চালু করেছে ডিজিটাল ইন্ডিয়া। এর ফলে ভারতীয় নাগরিকদের এই আবেদন প্রক্রিয়া অনেকটাই সহজ হয়ে যাবে। ভারত সরকারের দ্বারা চালু করা এই পরিষেবা ভোটার রেজিস্ট্রেশনের প্রক্রিয়াকে অনেকটাই সরল করে তুলেছে।

ভোটার সংক্রান্ত তথ্যের বিষয়টাও হয় যথাযথ। আর এমনিতে ভোটার আইডি কার্ড যোগ্য ভোটারদের ভোটদানের ক্ষেত্রে অপরিহার্য। শুধু ভোটিংয়ের ক্ষেত্রেই নয়, ভোটার কার্ড কিন্তু বাসস্থান বা ঠিকানার জোরালো প্রমাণপত্রও বটে।

আরও পড়ুন- ফ্যানের স্পিড কমালে কি Electric বিল কম আসে? কোন ‘নম্বরে’ ফ্যান চালালে খরচ কমে?

ডিজিটাল ভোটার আইডি কার্ডের জন্য রেজিস্ট্রেশন:

১. প্রথমে ‘National Voters Services Portal’ (https://voters.eci.gov.in/) ওয়েবসাইটে যেতে হবে।

২. এরপর ‘Sign-Up’ অপশন বেছে নিতে হবে।

৩. এবার মোবাইল নম্বর, ইমেল অ্যাড্রেস এবং ক্যাপচা কোড দিতে হবে। এরপর ‘Continue’-এ ক্লিক করতে হবে।

৪. এরপর নিজের ‘First Name’, ‘Last Name’, ‘Password’ এবং ‘Confirm Password’ এন্টার করতে হবে। এবার ‘Request OTP’-তে ক্লিক করতে হবে।

৫. মোবাইল নম্বর এবং রেজিস্টার্ড ইমেল আইডি-তে আসা ওটিপি দিতে হবে। এরপর ‘Verify’-এ ক্লিক করতে হবে।

৬. একবার সফল ভাবে ভেরিফাই হয়ে গেলে এনভিএসপি পোর্টালে গ্রাহকের রেজিস্ট্রেশন হয়ে যাবে। এরপর নিজেদের মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ-ইন করতে পারবেন গ্রাহকরা।

আরও পড়ুন- 5G নেটওয়ার্কে কানেক্ট করতে অসুবিধা হচ্ছে? এই কয়েকটি সহজ টিপসেই চিন্তা দূর হবে

ডিজিটাল ভোটার আইডি কার্ডের জন্য অনলাইন আবেদন:

১. আবার এনভিএসপি ওয়েবসাইটে ঢুকতে হবে। এবার লগ-ইন সিলেক্ট করতে হবে।

২. নিজের অ্যাকাউন্ট অ্যাক্সেস করার জন্য গ্রাহককে ভ্যালিড ক্রেডেনশিয়াল দিতে হবে।

৩. লগ-ইন করার পর ‘New registration for general electors’ ট্যাবে যেতে হবে এবং ‘Fill Form 6’-এ ক্লিক করতে হবে।

৪. নতুন ভোটারদের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ‘Form 6’ পূরণ করতে হবে। সমস্ত তথ্যই যে সত্য, তা নিশ্চিত করতে হবে।

৫. প্রিভিউ-তে ক্লিক করে আরও একবার তথ্য পর্যালোচনা করে নিতে হবে। সমস্ত কিছু হয়ে গেলে ফর্ম সাবমিট করে দিতে হবে।

ডিজিটাল ভোটার আইডি কার্ডের স্টেটাস অনলাইনে চেক করার উপায়:

১. এনভিএসপি ওয়েবসাইটে যেতে হবে।

২. নিজের ভ্যালিড ক্রেডেনশিয়াল দিয়ে লগ-ইন করতে হবে।

৩. ‘Track Application Status’ বেছে নিতে হবে।

৪. ‘Reference Number’ এন্টার করতে হবে। নিজের স্টেট বা রাজ্য বেছে নিয়ে সাবমিট-এ ক্লিক করতে হবে। গ্রাহকের অ্যাপ্লিকেশন স্টেটাস স্ক্রিনে ভেসে উঠবে। তবে নিজের বিএসএনএল মোবাইল নম্বর থেকে ১৯৫০ নম্বরে কল করেও স্টেটাস ট্র্যাক করা সম্ভব।

ডিজিটাল ভোটার আইডি কার্ড ডাউনলোড করার উপায়:

১. প্রথমে এনভিএসপি ওয়েবসাইটে যেতে হবে।

২. নিজের ক্রেডেনশিয়াল দিয়ে লগ-ইন করতে হবে এবং রেজিস্ট্রেশন না করা থাকলে সেটা করতে হবে।

৩. ‘E-EPIC Download’ ট্যাব খুঁজে তাতে ক্লিক করতে হবে।

৪. ‘EPIC No.’ অথবা ‘Form Reference no.’ অপশনের মধ্যে যে কোনও একটা বেছে নিতে হবে।

৫. ফর্ম সাবমিশনের সময় প্রদান করা ‘EPIC No.’ অথবা ফর্ম সাবমিশন নম্বর এন্টার করতে হবে।

৬. নিজের স্টেট সিলেক্ট করতে হবে এবং ‘Search’ অপশনে ক্লিক করতে হবে।

৭. ভোটার আইডি কার্ডের তথ্য ভেসে উঠবে এবং ‘Send OTP’-তে ক্লিক করতে হবে।

৮. গ্রাহকের রেজিস্টার্ড মোবাইলে ওটিপি যাবে এবং ‘Verify’-এ ক্লিক করতে হবে।

৯. সফল ভেরিফিকেশনের পরে ‘Download e-EPIC’-এ ক্লিক করতে হবে।

Nadia News: মাত্র ৩০ টাকাতেই বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি! ব্যাপারটা কী

নদিয়া: মাত্র ৩০ টাকায় বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি, বিপরীত ক্ষেত্রেও তাই! লোকসভা নির্বাচন উপলক্ষ্যে মধ্যরাত পর্যন্ত ভিড়, পাড়ার অলিগলিতে গজিয়ে ওঠা সাইবার ক্যাফে গুলিতে। মাউসের এক ক্লিকেই সোজা বাপের বাড়ি থেকে শশুর বাড়ি! তবে উল্টোটাও যে হয় না এমন কিন্তু নয়৷ তবে বর্তমান সময়ে সেই সংখ্যাটাও নেহাতই কম নয়।

এ তো গেল বৈবাহিক কারণে ঠিকানা পরিবর্তন, এর সঙ্গে রয়েছে চাকরি বা কর্মসূত্রে ঠিকানা পরিবর্তন বা নাম অথবা অন্য কিছু, পরিবর্তনের হিড়িক চলছে, আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষ্যে।

আরও পড়ুনSanjay Dutt: গোবিন্দার পর সঞ্জয় দত্ত? লোকসভা নির্বাচনে রাজনীতিতে ফিরবেন অভিনেতা? স্পষ্ট করলেন নিজেই

আর এই কাজ আগে অফলাইনে করা হত৷ রাজনৈতিক বিভিন্ন দলের পক্ষ সহযোগিতার মাধ্যমে বিভিন্ন ফর্ম পূরণ করা হত৷ কিন্তু এখন ডিজিটাল ইন্ডিয়া গঠনে সবকিছুই অনলাইন। পাড়ার অলিতে গলিতে গজিয়ে উঠেছে সাইবার ক্যাফে বা অনলাইন ডিজিটাল পরিষেবা। যদিও রাজ্য এবং কেন্দ্র সরকারের পক্ষ থেকেও বিনামূল্যে এই ডিজিটাল পরিষেবা চালু রয়েছে৷ তবে তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট কম। ফলে অনলাইন পরিষেবা বা সাইবার ক্যাফেই ভরসা সাধারণ মানুষের।

নদিয়ার শান্তিপুরে রাত দশটা নাগাদও বিভিন্ন এলাকায় ডিজিটাল পরিষেবা কেন্দ্র বা সাইবার ক্যাফে খোলা, ভিড় রয়েছে যথেষ্ট। দোকানদারা জানাচ্ছেন দিনের বেলায় সকলেই কাজে ব্যস্ত থাকেন, ভিড় হয় সন্ধ্যার পর। ঘরের মহিলারা তাদের নিজ নিজ এলাকায় গিয়ে জটিল এই সমস্যার সমাধান করছেন নিজেরাই। অর্থাৎ ঠিকানা পরিবর্তন বা ভোটার কার্ডে নানা সংশোধন তাঁর করিয়ে নিচ্ছেন নিজেরাই৷ তারা জানাচ্ছেন, মাত্র ৩০-৪০ টাকা ব্যয় করলে যেখানে কাজ মিটে যাচ্ছে, সেখানে নেতাদের প্রতীক্ষায় থাকার কোনও মানে হয় না।

Mainak Debnath

Lok Sabha Elections 2024: ভোটার তালিকায় আপনার নাম আছে তো ? অনলাইনে এই ভাবে দেখে নিন

২০২৪ সালের লোকসভা নির্বাচন খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। ১৯ এপ্রিল ভোটগ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে। সারা দেশে সাতটি ধাপে ভোট হতে চলেছে। চারটি রাজ্য বিধানসভা - অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, সিকিম এবং অরুণাচলপ্রদেশেও একই সঙ্গে ভোট হওয়ার কথা।
২০২৪ সালের লোকসভা নির্বাচন খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। ১৯ এপ্রিল ভোটগ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে। সারা দেশে সাতটি ধাপে ভোট হতে চলেছে। চারটি রাজ্য বিধানসভা – অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, সিকিম এবং অরুণাচলপ্রদেশেও একই সঙ্গে ভোট হওয়ার কথা।
৮ জুন ভোট গণনা হওয়ার কথা। ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) একটি স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত করতে ভোটারদের প্রযুক্তি ব্যবহার করার আশ্বাস দিয়েছে। এর সঙ্গে মিল রেখে, কমিশন ভোটার হেল্প অ্যাপ (ভিএইচএ) চালু করেছে, যা ভোটার নিবন্ধন স্থিতি পরীক্ষা করার মতো বৈশিষ্ট্যগুলি অফার করে।
৮ জুন ভোট গণনা হওয়ার কথা। ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) একটি স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত করতে ভোটারদের প্রযুক্তি ব্যবহার করার আশ্বাস দিয়েছে। এর সঙ্গে মিল রেখে, কমিশন ভোটার হেল্প অ্যাপ (ভিএইচএ) চালু করেছে, যা ভোটার নিবন্ধন স্থিতি পরীক্ষা করার মতো বৈশিষ্ট্যগুলি অফার করে।
ভোটারদের তালিকায় তাঁদের অন্তর্ভুক্তি যাচাই করার একাধিক উপায় রয়েছে। অনলাইনে ভোটার তালিকায় নিজেদের নাম আছে কি না তা কীভাবে পরীক্ষা করা যাবে, তার একটি সহজ নির্দেশিকা এখানে রইল।
ভোটারদের তালিকায় তাঁদের অন্তর্ভুক্তি যাচাই করার একাধিক উপায় রয়েছে। অনলাইনে ভোটার তালিকায় নিজেদের নাম আছে কি না তা কীভাবে পরীক্ষা করা যাবে, তার একটি সহজ নির্দেশিকা এখানে রইল।
নিজেদের স্মার্টফোন/কম্পিউটার ব্যবহার করে সরকারের নির্বাচনী অনুসন্ধান ওয়েবসাইটে যেতে হবে - (https://electoralsearch.eci.gov.in/)। ওয়েবসাইটে, নিজেদের নাম অনুসন্ধান করার তিনটি উপায় খুঁজে পাওয়া যাবে - বিশদ দ্বারা অনুসন্ধান, EPIC দ্বারা অনুসন্ধান এবং মোবাইল দ্বারা অনুসন্ধান৷
নিজেদের স্মার্টফোন/কম্পিউটার ব্যবহার করে সরকারের নির্বাচনী অনুসন্ধান ওয়েবসাইটে যেতে হবে – (https://electoralsearch.eci.gov.in/)। ওয়েবসাইটে, নিজেদের নাম অনুসন্ধান করার তিনটি উপায় খুঁজে পাওয়া যাবে – বিশদ দ্বারা অনুসন্ধান, EPIC দ্বারা অনুসন্ধান এবং মোবাইল দ্বারা অনুসন্ধান৷
বিস্তারিত অনুসন্ধানের জন্য -স্টেপ ১: নিজেদের রাজ্য এবং ভাষা বেছে নিতে হবে। স্টেপ ২: নিজেদের ব্যক্তিগত তথ্য পূরণ করতে হবে, যেমন - নাম, মিডল নাম, উপাধি, জন্ম তারিখ, বয়স, লিঙ্গ, আত্মীয়ের নাম এবং শেষ নাম। স্টেপ ৩: নিজেদের অবস্থান - জেলা এবং বিধানসভা নির্বাচনী ক্ষেত্র প্রদান করতে হবে। যদি কেউ নিজেদের বিধানসভা নির্বাচনী এলাকা সম্পর্কে নিশ্চিত না হন, তবে অন্যান্য পদ্ধতি ব্যবহার করে দেখতে পারেন।
বিস্তারিত অনুসন্ধানের জন্য –
স্টেপ ১: নিজেদের রাজ্য এবং ভাষা বেছে নিতে হবে। স্টেপ ২: নিজেদের ব্যক্তিগত তথ্য পূরণ করতে হবে, যেমন – নাম, মিডল নাম, উপাধি, জন্ম তারিখ, বয়স, লিঙ্গ, আত্মীয়ের নাম এবং শেষ নাম। স্টেপ ৩: নিজেদের অবস্থান – জেলা এবং বিধানসভা নির্বাচনী ক্ষেত্র প্রদান করতে হবে। যদি কেউ নিজেদের বিধানসভা নির্বাচনী এলাকা সম্পর্কে নিশ্চিত না হন, তবে অন্যান্য পদ্ধতি ব্যবহার করে দেখতে পারেন।
স্টেপ ৪: ক্যাপচা কোড লিখতে হবে এবং অনুসন্ধানে ক্লিক করতে হবে।EPIC দ্বারা অনুসন্ধানের জন্য -স্টেপ ১: নিজেদের ভাষা নির্বাচন করতে হবে। স্টেপ ২: নিজেদের EPIC নম্বর এবং রাজ্য লিখতে হবে।স্টেপ ৩: ক্যাপচা কোড টাইপ করতে হবে এবং অনুসন্ধানে ক্লিক করতে হবে।
স্টেপ ৪: ক্যাপচা কোড লিখতে হবে এবং অনুসন্ধানে ক্লিক করতে হবে।EPIC দ্বারা অনুসন্ধানের জন্য -স্টেপ ১: নিজেদের ভাষা নির্বাচন করতে হবে। স্টেপ ২: নিজেদের EPIC নম্বর এবং রাজ্য লিখতে হবে।স্টেপ ৩: ক্যাপচা কোড টাইপ করতে হবে এবং অনুসন্ধানে ক্লিক করতে হবে।
মোবাইলে অনুসন্ধানের জন্য -স্টেপ ১: নিজেদের রাজ্য এবং ভাষা সিলেক্ট করতে হবে। স্টেপ ২: নিজেদের মোবাইল নম্বর এবং ক্যাপচা কোড লিখতে হবে। স্টেপ ৩: নিজেদের স্মার্টফোনে একটি এককালীন পাসওয়ার্ড পেতে "ওটিপি পাঠান" এ ক্লিক করতে হবে। স্টেপ ৪: নিজেদের স্মার্টফোনে যে ওটিপি পেয়েছেন সেটি লিখতে হবে এবং সার্চ অপশনে ক্লিক করতে হবে।
মোবাইলে অনুসন্ধানের জন্য -স্টেপ ১: নিজেদের রাজ্য এবং ভাষা সিলেক্ট করতে হবে। স্টেপ ২: নিজেদের মোবাইল নম্বর এবং ক্যাপচা কোড লিখতে হবে। স্টেপ ৩: নিজেদের স্মার্টফোনে একটি এককালীন পাসওয়ার্ড পেতে “ওটিপি পাঠান” এ ক্লিক করতে হবে। স্টেপ ৪: নিজেদের স্মার্টফোনে যে ওটিপি পেয়েছেন সেটি লিখতে হবে এবং সার্চ অপশনে ক্লিক করতে হবে।
এই পদ্ধতিগুলির যে কোনও একটি সম্পূর্ণ করার পরে, নিজেদের ব্যক্তিগত বিবরণ, ভোট কেন্দ্রের তথ্য, নিশ্চিত ভোটের তারিখ এবং নির্বাচনী অফিসিয়াল বিশদ সহ ভোটার তালিকায় নিজেদের নাম খুঁজে পাওয়া উচিত।
এই পদ্ধতিগুলির যে কোনও একটি সম্পূর্ণ করার পরে, নিজেদের ব্যক্তিগত বিবরণ, ভোট কেন্দ্রের তথ্য, নিশ্চিত ভোটের তারিখ এবং নির্বাচনী অফিসিয়াল বিশদ সহ ভোটার তালিকায় নিজেদের নাম খুঁজে পাওয়া উচিত।

 

ইসিআই নিয়মিতভাবে ভোটার তালিকা যাচাই করে, ঠিকানা পরিবর্তন, ভুল তথ্য, জালিয়াতি এন্ট্রি বা ব্যক্তির মৃত্যুর মতো বিভিন্ন কারণে নাম মুছে দেয়। কেউ যদি কোনও সমস্যার সম্মুখীন হন বা কোনও প্রশ্ন থাকে, তাহলে উপরের স্টেপ অনুসরণ করে প্রদত্ত যোগাযোগের বিবরণ ব্যবহার করে ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO) বা বুথ লেভেল অফিসারের (BLO) সঙ্গে যোগাযোগ করা উচিত।
ইসিআই নিয়মিতভাবে ভোটার তালিকা যাচাই করে, ঠিকানা পরিবর্তন, ভুল তথ্য, জালিয়াতি এন্ট্রি বা ব্যক্তির মৃত্যুর মতো বিভিন্ন কারণে নাম মুছে দেয়। কেউ যদি কোনও সমস্যার সম্মুখীন হন বা কোনও প্রশ্ন থাকে, তাহলে উপরের স্টেপ অনুসরণ করে প্রদত্ত যোগাযোগের বিবরণ ব্যবহার করে ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO) বা বুথ লেভেল অফিসারের (BLO) সঙ্গে যোগাযোগ করা উচিত।

Voter Card: ঘোষণা হয়ে গেল নির্বাচন, এখনও ভোটার কার্ড পেলেন না কতজন? তথ্য যা বলছে

সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: ঘোষণা হয়ে গিয়েছে ভোট, কিন্তু ভোটার কার্ড পেলেন না এখনও ১০ শতাংশ ভোটার। গত বছরের ১৬  ডিসেম্বর থেকে চলতি বছরের ১৬ মার্চ পর্যন্ত খোদ সিইও অফিসের তথ্য এমনটাই বলছে। কমিশন সূত্রে খবর, ২৮ লক্ষ ৭৬ হাজার ১১৭টি ভোটার কার্ড ছাপার অর্ডার দেওয়া হয়। যার মধ্যে এখনও পর্যন্ত ২৪ লক্ষ ৫৩ হাজার ৩৪৬ জনকে ভোটার কার্ড দেওয়া হলেও এখনও বাকিদের হাতে পৌঁছায়নি ভোটার কার্ড।

যার মধ্য শুধুমাত্র বুকিংয়ের জন্য অর্থাৎ ভোটার কার্ড পোস্ট অফিস মারফত বুকিং-এর জন্য পৌঁছায়নি ১ লক্ষ ৯৫ হাজার ৯১০ টি, বুকিং হয়ে গেলেও ভোটার কার্ড পৌঁছায়নি ৫২,৮৫২ টি। কমিশন সূত্রে খবর, এর মধ্য দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান জেলায় ভোটার কার্ড না পাওয়ার সংখ্যাই বেশি।

আরও পড়ুন– প্রতিদিন হাঁটেন? কতটার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ কীভাবে হাঁটেন, গবেষণা কী বলছে দেখুন

সিইও দফতরের পক্ষ থেকে সম্প্রতি বিভিন্ন জেলাগুলোতে এই তথ্য পাঠিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে গাইডলাইন মেনে। কমিশন সূত্রে খবর, এর মধ্য দক্ষিণ দিনাজপুর জেলায় শুধুমাত্র ৮,৫৪৩ টি ভোটার কার্ড বুকিং-এর জন্য পাঠানো যায়নি। অন্যদিকে নদিয়া জেলায় ২৭,৮৪৬টি, উত্তর ২৪ পরগনা জেলায় ৩৭,৭৭৭টি, দক্ষিণ ২৪ পরগনা জেলায় ১৫,৬০৮টি, হাওড়া জেলায় ১৯,৪৪১ টি, হুগলি জেলায় ২৯,৩০৬টি, পূর্ব মেদিনীপুর জেলায় ১১,২৫৭টি এবং পশ্চিম বর্ধমান জেলায় ৫,৯০৮টি ভোটার কার্ড পাঠানো যায়নি শুধুমাত্র বুকিংয়ের জন্য। যদিও গত ১৬ মার্চ পর্যন্ত এই তথ্য দেওয়া হয়েছে জেলাগুলোতে।

আরও পড়ুন– হেডরেস্ট কভার চোখের উপর বিছিয়ে আইমাস্ক; ইন্ডিগো যাত্রীর ‘দেশি জুগাড়’ ভাইরাল

সেক্ষেত্রে গত কয়েকদিনে এই সংখ্যা আরও কমতে পারে বলেই মনে করা হচ্ছে। সম্প্রতি বিভিন্ন জেলাগুলোকে নিয়ে ভার্চুয়াল বৈঠক করেছিলেন রাজ্য কমিশনের সিইও। সেই বৈঠকেই যাতে দ্রুত ভোটারদের কাছে ভোটার কার্ড পৌঁছে দেওয়া যায়, তা নিয়ে নির্দেশও দেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে খবর। কমিশন সূত্রে খবর, ইতিমধ্যেই তার তৎপরতাও শুরু করেছে একাধিক জেলা।

বিয়ের পরে মহিলাদের কি Voter Card-এ ঠিকানা বদলাতে হবে ? দেখে নিন সহজ অনলাইন পদ্ধতি

বিয়ের পরে সব মহিলাকেই ভোটার কার্ডে নিজের ঠিকানা বদলে নিতে হয়। সামনে লোকসভা নির্বাচন, তার আগে ভোটার কার্ডে ঠিকানা আপ-টু-ডেট রাখা খুবই দরকার। দেখে নেওয়া যাক অনলাইনে কীভাবে তা করে নেওয়া যায়।
বিয়ের পরে সব মহিলাকেই ভোটার কার্ডে নিজের ঠিকানা বদলে নিতে হয়। সামনে লোকসভা নির্বাচন, তার আগে ভোটার কার্ডে ঠিকানা আপ-টু-ডেট রাখা খুবই দরকার। দেখে নেওয়া যাক অনলাইনে কীভাবে তা করে নেওয়া যায়।
বিয়ের পরে মহিলাদের ভোটার কার্ডে ঠিকানা বদলাতে নতুন ঠিকানার এক প্রমাণ লাগবে। সেক্ষেত্রে নথি হিসেবে জমা দেওয়া যায় এগুলো-
বিয়ের পরে মহিলাদের ভোটার কার্ডে ঠিকানা বদলাতে নতুন ঠিকানার এক প্রমাণ লাগবে। সেক্ষেত্রে নথি হিসেবে জমা দেওয়া যায় এগুলো-
ইউটিলিটি বিল (জল, গ্যাস বা বিদ্যুৎ) গত বছরের মধ্যে তারিখ
আধার কার্ড
একটি জাতীয় ব্যাঙ্ক বা পোস্ট অফিসের বর্তমান পাসবুক
ভারতীয় পাসপোর্ট
রাজস্ব দপ্তরের জমির মালিকানার নথি
রেজিস্টার্ড ইজারা বা ভাড়া দলিল
রেজিস্টার্ড সেল ডিড

ইউটিলিটি বিল (জল, গ্যাস বা বিদ্যুৎ) গত বছরের মধ্যে তারিখ
আধার কার্ড
একটি জাতীয় ব্যাঙ্ক বা পোস্ট অফিসের বর্তমান পাসবুক
ভারতীয় পাসপোর্ট
রাজস্ব দপ্তরের জমির মালিকানার নথি
রেজিস্টার্ড ইজারা বা ভাড়া দলিল
রেজিস্টার্ড সেল ডিড
এবার দেখে নেওয়া যাক অনলাইন পদ্ধতি।
এবার দেখে নেওয়া যাক অনলাইন পদ্ধতি।
- প্রথমে ন্যাশনাল ভোটারস সার্ভিস পোর্টাল, সংক্ষেপে NVSP-এর পোর্টালে যেতে হবে।- সেখানে নিজের ক্রেডেনসিয়াল ব্যবহার করে লগ ইন করতে হবে।
- যেতে হবে ‘Shifting of residence/ correction of entries in existing electoral roll’ ট্যাবে।
- এখান থেকে বেছে নিতে হবে ‘Fill Form 8’ অপশন।
- ‘Self’ বেছে নিতে হবে।
- দিতে হবে নিজের EPIC নম্বর।
– প্রথমে ন্যাশনাল ভোটারস সার্ভিস পোর্টাল, সংক্ষেপে NVSP-এর পোর্টালে যেতে হবে।
– সেখানে নিজের ক্রেডেনসিয়াল ব্যবহার করে লগ ইন করতে হবে।
– যেতে হবে ‘Shifting of residence/ correction of entries in existing electoral roll’ ট্যাবে।
– এখান থেকে বেছে নিতে হবে ‘Fill Form 8’ অপশন।
– ‘Self’ বেছে নিতে হবে।
– দিতে হবে নিজের EPIC নম্বর।

 

- ‘Shifting of Residence’ বেছে নিতে হবে, উল্লেখ করে দিতে হবে নতুন ঠিকানা আগের নির্বাচনী এলাকার মধ্যেই না কি বাইরে।- রাজ্য, জেলা, বিধানসভা বা সংসদীয় নির্বাচনী এলাকা, আধার নম্বর, মোবাইল নম্বর, ই-মেল এবং নতুন ঠিকানা দিয়ে প্রয়োজনীয় বিবরণ সহ ফর্ম ৮ ফিল আপ করতে হবে।
- প্রয়োজনীয় অ্যাড্রেস প্রুফ আপলোড করতে হবে, ক্যাপচা কোড এন্টার করে ‘Preview and Submit’-এ ক্লিক করতে হবে।
- ফর্ম ৮ ভাল করে খুঁটিয়ে দেখে সাবমিট করতে হবে।
– ‘Shifting of Residence’ বেছে নিতে হবে, উল্লেখ করে দিতে হবে নতুন ঠিকানা আগের নির্বাচনী এলাকার মধ্যেই না কি বাইরে।
– রাজ্য, জেলা, বিধানসভা বা সংসদীয় নির্বাচনী এলাকা, আধার নম্বর, মোবাইল নম্বর, ই-মেল এবং নতুন ঠিকানা দিয়ে প্রয়োজনীয় বিবরণ সহ ফর্ম ৮ ফিল আপ করতে হবে।
– প্রয়োজনীয় অ্যাড্রেস প্রুফ আপলোড করতে হবে, ক্যাপচা কোড এন্টার করে ‘Preview and Submit’-এ ক্লিক করতে হবে।
– ফর্ম ৮ ভাল করে খুঁটিয়ে দেখে সাবমিট করতে হবে।
ফর্ম ৮ সাবমিট হয়ে যাওয়ার পরে রেজিস্টার করা মোবাইল নম্বর বা ই-মেলে রেফারেন্স নম্বর সহ কনফার্মেশন মেসেজ চলে আসবে। এর পর চাইলে আপডেটেড কার্ড ইলেকটোরাল অফিস থেকেও সংগ্রহ করা যায় বা ডাউনলোড করে নেওয়া যায় ন্যাশনাল ভোটারস সার্ভিস পোর্টাল থেকে।
ফর্ম ৮ সাবমিট হয়ে যাওয়ার পরে রেজিস্টার করা মোবাইল নম্বর বা ই-মেলে রেফারেন্স নম্বর সহ কনফার্মেশন মেসেজ চলে আসবে। এর পর চাইলে আপডেটেড কার্ড ইলেকটোরাল অফিস থেকেও সংগ্রহ করা যায় বা ডাউনলোড করে নেওয়া যায় ন্যাশনাল ভোটারস সার্ভিস পোর্টাল থেকে।

Voter Card Photo Correction: বয়স বেড়েছে, বদলেছে চেহারা! ভোটার কার্ডের ছবি পাল্টাবেন কী করে জানুন

নানা ক্ষেত্রে প্রায় প্রতিদিনই প্রয়োজন পরে পরিচয় পত্রের, কিন্তু বহু বছর আগের তোলা সেই ছবি দেখলে এখন আপনি নিজেকেই চিনতে পারবেন না, তো অন্য কেউ কি ভাবে চিনবে ভাবছেন!
নানা ক্ষেত্রে প্রায় প্রতিদিনই প্রয়োজন পরে পরিচয় পত্রের, কিন্তু বহু বছর আগের তোলা সেই ছবি দেখলে এখন আপনি নিজেকেই চিনতে পারবেন না, তো অন্য কেউ কি ভাবে চিনবে ভাবছেন!
পরিচয় পত্র অর্থাৎ ভোটার কার্ডের ছবি বদলাতে চাইলে কি ভাবে বদলাবে জেনে নিলেই হবে এই সমস্যার সমাধান। কোন নিয়মে অনলাইনেই ভোটার কার্ডের ছবি বদল করবেন দেখুন
পরিচয় পত্র অর্থাৎ ভোটার কার্ডের ছবি বদলাতে চাইলে কি ভাবে বদলাবে জেনে নিলেই হবে এই সমস্যার সমাধান। কোন নিয়মে অনলাইনেই ভোটার কার্ডের ছবি বদল করবেন দেখুন
নির্বাচন কমিশনের ওয়েবসাইটে (www.nvsp.in) গিয়ে হোমপেজে ভোটার সার্ভিস ট্যাবে ক্লিক করুন। এবার কারেকশন অপশনে ক্লিক করে নিজের ভোটার আইডি নম্বরটি লিখুন
নির্বাচন কমিশনের ওয়েবসাইটে (www.nvsp.in) গিয়ে হোমপেজে ভোটার সার্ভিস ট্যাবে ক্লিক করুন। এবার কারেকশন অপশনে ক্লিক করে নিজের ভোটার আইডি নম্বরটি লিখুন
নম্বরে ভোটার কার্ড না পাওয়া গেলে My Voter ID Number is not available-এ ক্লিক করুন। এর পরবর্তী অপশনে বাকি ব্যক্তিগত তথ্য দিয়ে ফটোতে ক্লিক করুন
নম্বরে ভোটার কার্ড না পাওয়া গেলে My Voter ID Number is not available-এ ক্লিক করুন। এর পরবর্তী অপশনে বাকি ব্যক্তিগত তথ্য দিয়ে ফটোতে ক্লিক করুন
সেখানেই ফটো আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার ফটো আপডেট হয়ে যাবে। প্রক্রিয়া সফল হল কি না সেই স্ট্যাটাস চেক করতে আপনি অ্যাপ্লিকেশন ট্রাক্ট অপশনে গিয়ে চেক করে নিতে পারেন
সেখানেই ফটো আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার ফটো আপডেট হয়ে যাবে। প্রক্রিয়া সফল হল কি না সেই স্ট্যাটাস চেক করতে আপনি অ্যাপ্লিকেশন ট্রাক্ট অপশনে গিয়ে চেক করে নিতে পারেন
ছবিটি আপডেট হতে ১৫ থেকে ৩০ দিন সময় নেয়। শুধু ফটো নয়, চাইলে আপনি অন্য কোনও তথ্য ভুল থাকলে সেটিও কারেকশন করতে পারবেন। ফলে, নানা সময় ভোটার আইডি কার্ড ব্যবহার করতে হবে না লজ্জায়
ছবিটি আপডেট হতে ১৫ থেকে ৩০ দিন সময় নেয়। শুধু ফটো নয়, চাইলে আপনি অন্য কোনও তথ্য ভুল থাকলে সেটিও কারেকশন করতে পারবেন। ফলে, নানা সময় ভোটার আইডি কার্ড ব্যবহার করতে হবে না লজ্জায়