বর্ষাকাল পিছু ছাড়ছে না। টানা অবিরাম বৃষ্টিতে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। বাড়ির ছাদ হোক বা খোলা শখের বারান্দা বৃষ্টিতে শ্যাওলা পড়ে যা-তা অবস্থা। এতে বাড়ির নান্দনিকতা বিশ্রী ভাবে নষ্ট হয়, তেমনই পড়ে গিয়ে চোট লাগার আশঙ্কাও থাকে। তাই চেষ্টা করুন, প্রতিদিন শ্যাওলা পরিষ্কার করতে।

Cleaning Tips: শ্যাওলার যম! এই কয়েকটা উপাদান ঘরে রেখে দিন, ছাদ হোক বা বারান্দা এই বর্ষাতেও হয়ে উঠবে ঝকঝকে

বর্ষাকাল পিছু ছাড়ছে না। টানা অবিরাম বৃষ্টিতে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। বাড়ির ছাদ হোক বা খোলা শখের বারান্দা বৃষ্টিতে শ্যাওলা পড়ে যা-তা অবস্থা। এতে বাড়ির নান্দনিকতা বিশ্রী ভাবে নষ্ট হয়, তেমনই পড়ে গিয়ে চোট লাগার আশঙ্কাও থাকে। তাই চেষ্টা করুন, প্রতিদিন শ্যাওলা পরিষ্কার করতে।
বর্ষাকাল পিছু ছাড়ছে না। টানা অবিরাম বৃষ্টিতে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। বাড়ির ছাদ হোক বা খোলা শখের বারান্দা বৃষ্টিতে শ্যাওলা পড়ে যা-তা অবস্থা। এতে বাড়ির নান্দনিকতা বিশ্রী ভাবে নষ্ট হয়, তেমনই পড়ে গিয়ে চোট লাগার আশঙ্কাও থাকে। তাই চেষ্টা করুন, প্রতিদিন শ্যাওলা পরিষ্কার করতে।
এক কাপ গরম জলে দু’কাপ গরম জল অ্যামোনিয়া মিশিয়ে নিন। শ্যাওলার স্থানে জল ঢেলে দিন। ১০ মিনিট রাখলেই দেখবেন জায়গাটা শ্যাওলা খুব সহজে উঠে আসছে। একটা ব্রাশ নিয়ে ঘষে ঘষে তুলে ফেলুন।
এক কাপ গরম জলে দু’কাপ গরম জল অ্যামোনিয়া মিশিয়ে নিন। শ্যাওলার স্থানে জল ঢেলে দিন। ১০ মিনিট রাখলেই দেখবেন জায়গাটা শ্যাওলা খুব সহজে উঠে আসছে। একটা ব্রাশ নিয়ে ঘষে ঘষে তুলে ফেলুন।
২ কাপ সাদা ভিনিগারের সঙ্গে ১ কাপ বেকিং সোডা মেশান। এবার শ্যাওলাতে স্প্রে করে নিন। ভিনিগার শ্যাওলাকে আলগা করতে সাহায্য করে। বেকিং সোডা পরিষ্কার করতে সাহায্য করে। পাঁচ মিনিট পর ভাল করে ঘষে ঘষে তুলে ফেলুন।
২ কাপ সাদা ভিনিগারের সঙ্গে ১ কাপ বেকিং সোডা মেশান। এবার শ্যাওলাতে স্প্রে করে নিন। ভিনিগার শ্যাওলাকে আলগা করতে সাহায্য করে। বেকিং সোডা পরিষ্কার করতে সাহায্য করে। পাঁচ মিনিট পর ভাল করে ঘষে ঘষে তুলে ফেলুন।
কিছু কিছু শ্যাওলা খুব জেদি হয়। সহজে যায় না। সে ক্ষেত্রে হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করুন। শ্যাওলা অঞ্চলে সরাসরি এই রাসায়নিক স্প্রে করুন৷ এরপর ১৫ থেকে ২০ মিনিট রেখে দিন৷ তারপর ব্রাশ দিয়ে ভাল করে ঘষে নিন৷ এর পর ভাল করে জল দিয়ে ধুয়ে জায়গাটা পরিষ্কার করে নিন৷
কিছু কিছু শ্যাওলা খুব জেদি হয়। সহজে যায় না। সে ক্ষেত্রে হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করুন। শ্যাওলা অঞ্চলে সরাসরি এই রাসায়নিক স্প্রে করুন৷ এরপর ১৫ থেকে ২০ মিনিট রেখে দিন৷ তারপর ব্রাশ দিয়ে ভাল করে ঘষে নিন৷ এর পর ভাল করে জল দিয়ে ধুয়ে জায়গাটা পরিষ্কার করে নিন৷
তবে অ্যামোনিয়া হোক বা হাইড্রোজেন পারক্সাইড এইগুলো কিন্তু খুব ক্ষতিকারক৷ তাই অত্যন্ত সচেতনভাবে এইগুলো প্রয়োগ করুন৷ গ্লাভস পরে তবে এই রাসায়নিকগুলো ব্যবহার করুন৷
তবে অ্যামোনিয়া হোক বা হাইড্রোজেন পারক্সাইড এইগুলো কিন্তু খুব ক্ষতিকারক৷ তাই অত্যন্ত সচেতনভাবে এইগুলো প্রয়োগ করুন৷ গ্লাভস পরে তবে এই রাসায়নিকগুলো ব্যবহার করুন৷