মাঠে ব্যস্ত চাষীরা

Paschim Medinipur News: বন্যায় ক্ষতিগ্রস্ত ফুলচাষ, পুজোর মুখে দাম বাড়ার আশঙ্কা!

পশ্চিম মেদিনীপুর: পুজোর আগে কি দাম বাড়তে চলেছে ফুলের? দুর্গা পুজোর মার্কেটে কি মিলবে না প্রয়োজন মত গাঁদা কিংবা রজনীগন্ধার? যদিও টানা ক’দিনের বৃষ্টি এবং জল যন্ত্রণার পর এমন ভাবনা প্রত্যেকের। বিশ্বকর্মা পুজো কেটেছে বৃষ্টি এবং ভয়াবহ বন্যায়। বিশ্বকর্মা পুজোয় সে অর্থে লাভ মেলেনি ফুল চাষীদের। তবে টানা বৃষ্টিতে এবং বন্যা পরিস্থিতিতে নষ্ট হয়েছে ফুলের গাছ। এখন ফুলের বাগান বাঁচাতে মরিয়া চাষীরা।

আরও পড়ুন: পুরানো খবরের কাগজ দিয়ে তৈরি হচ্ছে মুর্তি, দেখলে অবাক হবেন

পশ্চিম মেদিনীপুরের পিংলা, ডেবরা এলাকায় রজনীগন্ধা, গাঁদা ফুলের চাষ হয়। বার্ষিক আয় রোজগারের মাধ্যম এই ফুল চাষ। উৎসবের আগে চাষীরা লক্ষ্মীলাভের আশায় থাকেন। তবে এবারের ভয়াবহ বন্যা পরিস্থিতি এবং টানা বৃষ্টিতে কার্যত মাথায় হাত চাষীদের। কীভাবে বাঁচাবেন তারা ফুলের ক্ষেত? তা ভেবে কূল পাচ্ছেন না তারা। নাওয়া খাওয়া ভুলে এখন মাঠেই পড়ে রয়েছেন তারা।

আরও পড়ুন: মৃত্যুর পরও মর্মান্তিক পরিণতি! সৎকারের জন্য শেষমেশ যা করতে হল, শুনলে আঁতকে উঠবেন

দুর্গাপুজোয় বিভিন্ন জায়গায় রফতানি হয় গাঁদা এবং রজনীগন্ধা ফুল। পিংলা থেকে অন্যান্য জেলায় পাঠানো হয় ফুলগুলো। তবে টানা বৃষ্টিতে ক্ষেতের একাধিক গাছ নষ্ট হয়েছে। মাঠে পাম্প মেশিন বসিয়ে জল নিকাশির ব্যবস্থা করতে হয়েছে চাষীদের। স্বাভাবিকভাবে কার্যত অসহায় অবস্থা তাদের। মনে করা হচ্ছে, এই বন্যা এবং বৃষ্টি পরিস্থিতিতে ফুল চাষের ক্ষতিতে দাম বাড়তে পারে ফুলের। তবে কীভাবে সমস্যা সমাধান হবে চাষীদের, তা ভেবেই কুল পাচ্ছেন না তারা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

রঞ্জন চন্দ