Floor Cleaning Tips: ঘরের টাইলসে হলুদ দাগ? এই পাঁচটা উপায় মানলেই হয়ে উঠবে নতুনের মতো ঝকঝকে

এখন শহর হোক বা গ্রাম ঘরের মেঝে মানেই টাইলসের রমরমা৷ কিন্তু ভাল করে পরিষ্কার না করলে ঘরের নান্দনিকতা নষ্ট হয়৷ তার সঙ্গে নোংরা টাইলস স্বাস্থ্যহানিও করে বইকি! তাই শোওয়ার ঘর হোক বা বাথরুম টাইলস পরিষ্কার রাখতেই হবে৷ কয়েকটা ঘরোয়া উপায়ে টাইলসকে করে তুলতে পারেন নতুনের মতো৷
এখন শহর হোক বা গ্রাম ঘরের মেঝে মানেই টাইলসের রমরমা৷ কিন্তু ভাল করে পরিষ্কার না করলে ঘরের নান্দনিকতা নষ্ট হয়৷ তার সঙ্গে নোংরা টাইলস স্বাস্থ্যহানিও করে বইকি! তাই শোওয়ার ঘর হোক বা বাথরুম টাইলস পরিষ্কার রাখতেই হবে৷ কয়েকটা ঘরোয়া উপায়ে টাইলসকে করে তুলতে পারেন নতুনের মতো৷
এক বালতি গরম জলের সঙ্গে অর্ধেক কাপ ভিনিগার মিশিয়ে মেঝে ভাল করে মিশিয়ে নিন৷ এতে মেঝের দাগ দূর হওয়ার পাশাপাশি টাইলসের ব্যাকটেরিয়াও দূর হবে৷
এক বালতি গরম জলের সঙ্গে অর্ধেক কাপ ভিনিগার মিশিয়ে মেঝে ভাল করে মিশিয়ে নিন৷ এতে মেঝের দাগ দূর হওয়ার পাশাপাশি টাইলসের ব্যাকটেরিয়াও দূর হবে৷
ঘরের জেদি দাগ দূর করতে বেকিং সোডা ব্যবহার করুন৷ বেকিং সোডার সঙ্গে গরম জল মিশিয়ে একটা ঘন পেস্ট তৈরি করে নিন৷ এবার টুথব্রাশে পেস্ট লাগিয়ে দাগের জায়দায় ঘষুন৷ তারপর ১০ মিনিট রাখুন৷ এবার গরম জল দিয়ে ধুয়ে ফেলুন৷ টাইলসের কোণায় কোনও দাগ লেগে থাকলে এই ভাবে ধুয়ে ফেলতে পারেন৷
ঘরের জেদি দাগ দূর করতে বেকিং সোডা ব্যবহার করুন৷ বেকিং সোডার সঙ্গে গরম জল মিশিয়ে একটা ঘন পেস্ট তৈরি করে নিন৷ এবার টুথব্রাশে পেস্ট লাগিয়ে দাগের জায়দায় ঘষুন৷ তারপর ১০ মিনিট রাখুন৷ এবার গরম জল দিয়ে ধুয়ে ফেলুন৷ টাইলসের কোণায় কোনও দাগ লেগে থাকলে এই ভাবে ধুয়ে ফেলতে পারেন৷
এক বালতি গরম জলের সঙ্গে বাড়িতে ব্যবহার করা ডিশ ওয়াশিং শোপ মিশিয়ে নিন৷ এবার মিশ্রণটি দিয়ে টাইলস মুছে ফেলুন৷ তারপর স্পঞ্জ দিয়ে মুছে ফেলুন৷ টাইলস হয়ে উঠবে ঝকঝকে৷
এক বালতি গরম জলের সঙ্গে বাড়িতে ব্যবহার করা ডিশ ওয়াশিং শোপ মিশিয়ে নিন৷ এবার মিশ্রণটি দিয়ে টাইলস মুছে ফেলুন৷ তারপর স্পঞ্জ দিয়ে মুছে ফেলুন৷ টাইলস হয়ে উঠবে ঝকঝকে৷
খুব দ্রুত টাইলস পরিষ্কার করতে হলে ব্লিচ ব্যবহার করুন৷ জলে অল্প পরিমাণে ব্লিচ মিশিয়ে চেপে চেপে পরিষ্কার করুন৷ টাইলস নতুনের মতো ঝকঝকে হয়ে উঠবে৷
খুব দ্রুত টাইলস পরিষ্কার করতে হলে ব্লিচ ব্যবহার করুন৷ জলে অল্প পরিমাণে ব্লিচ মিশিয়ে চেপে চেপে পরিষ্কার করুন৷ টাইলস নতুনের মতো ঝকঝকে হয়ে উঠবে৷