মাছির উপদ্রব

Summer: গরম পড়তেই বাড়িতে ভনভন করছে মাছি? সামান্য নুন-জলেই পালাবে! শুধু জানুন ব্যবহারের নিয়ম

*মশা-মাছির উপদ্রব সাধারণ বিষয়। দিনে হোক বা রাতে মশা, মাছির অত্যাচারে জেরবার মানুষ। যতই ধূপ, কয়েল কিংবা স্প্রে ব্যবহার করুন না কেন পতঙ্গ তাড়ানোর জন্য, তার প্রভাব থাকে মাত্র কয়েক ঘণ্টা। জেনে নিন মাছি তাড়ানোর ঘরোয়া উপায়। সংগৃহীত ছবি।
*মশা-মাছির উপদ্রব সাধারণ বিষয়। দিনে হোক বা রাতে মশা, মাছির অত্যাচারে জেরবার মানুষ। যতই ধূপ, কয়েল কিংবা স্প্রে ব্যবহার করুন না কেন পতঙ্গ তাড়ানোর জন্য, তার প্রভাব থাকে মাত্র কয়েক ঘণ্টা। জেনে নিন মাছি তাড়ানোর ঘরোয়া উপায়। সংগৃহীত ছবি।
*আবর্জনা, নোংরা থেকে মাছি উড়ে এসে খাবারে বসে। খাবার খোলা রাখলে তাতে মাছি বসলেই বিপদ। সেই খাবার খেলে মানুষের নানা রোগ হতে পারে। এমনকি হাসপাতালেও পর্যন্ত ভর্তি হতে পারে। সংগৃহীত ছবি।
*আবর্জনা, নোংরা থেকে মাছি উড়ে এসে খাবারে বসে। খাবার খোলা রাখলে তাতে মাছি বসলেই বিপদ। সেই খাবার খেলে মানুষের নানা রোগ হতে পারে। এমনকি হাসপাতালেও পর্যন্ত ভর্তি হতে পারে। সংগৃহীত ছবি।
*মাছির গায়ে লেগে থাকে বিভিন্ন জীবাণু, যা রোগ বহন করে। রান্নাঘর অপরিষ্কার থাকলে মাছি আসবেই। এই সমস্যা দূর করার জন্য রয়েছে কিছু সমাধান। সংগৃহীত ছবি।
*মাছির গায়ে লেগে থাকে বিভিন্ন জীবাণু, যা রোগ বহন করে। রান্নাঘর অপরিষ্কার থাকলে মাছি আসবেই। এই সমস্যা দূর করার জন্য রয়েছে কিছু সমাধান। সংগৃহীত ছবি।
*একটি পাত্রের মধ্যে নুন ও জল নিয়ে সেটা ফুটিয়ে একটা স্প্রে বোতলের মধ্যে ভরে রাখুন। এই জল রান্নাঘরের প্রত্যেক কোনায় কোনায় ছড়িয়ে দিন। নুন-জলের স্প্রে মাছি সহ্য করতে পারে না। সংগৃহীত ছবি।
*একটি পাত্রের মধ্যে নুন ও জল নিয়ে সেটা ফুটিয়ে একটা স্প্রে বোতলের মধ্যে ভরে রাখুন। এই জল রান্নাঘরের প্রত্যেক কোনায় কোনায় ছড়িয়ে দিন। নুন-জলের স্প্রে মাছি সহ্য করতে পারে না। সংগৃহীত ছবি।
*মাছি তাড়ানোর জন্য এক গ্লাস দুধের মধ্যে কয়েকটা গোলমরিচ এবং চিনি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিন, এরপর সেই মিশ্রণ রান্নাঘরের এক কোনায় রেখুন। দুধের এই মিশ্রণ থাকলে রান্নাঘরে মাছি আসবে না। সংগৃহীত ছবি।
*মাছি তাড়ানোর জন্য এক গ্লাস দুধের মধ্যে কয়েকটা গোলমরিচ এবং চিনি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিন, এরপর সেই মিশ্রণ রান্নাঘরের এক কোনায় রেখুন। দুধের এই মিশ্রণ থাকলে রান্নাঘরে মাছি আসবে না। সংগৃহীত ছবি।
*ভিনিগার দিয়ে মাছি মেরে ফেলা যায়। মাছি ভিনিগারের গন্ধে আকৃষ্ট হয়। একটি পাত্রে কিছুটা ভিনিগার নিয়ে প্লাস্টিক দিয়ে পাত্রটি মুড়ে দিন। থলির গায়ে ছোট ছোট ছিদ্র করে দিন যাতে মাছি ভেতরে প্রবেশ করতে পারে। এরপর আর সেখান থেকে মাছি বেরিয়ে আসতে পারে না। সংগৃহীত ছবি।
*ভিনিগার দিয়ে মাছি মেরে ফেলা যায়। মাছি ভিনিগারের গন্ধে আকৃষ্ট হয়। একটি পাত্রে কিছুটা ভিনিগার নিয়ে প্লাস্টিক দিয়ে পাত্রটি মুড়ে দিন। থলির গায়ে ছোট ছোট ছিদ্র করে দিন যাতে মাছি ভেতরে প্রবেশ করতে পারে। এরপর আর সেখান থেকে মাছি বেরিয়ে আসতে পারে না। সংগৃহীত ছবি।
*মাছি তাড়ানোর জন্য কাগজের চোঙা ব্যবহার করতে পারেন। একটি পাত্র কিংবা ফুলদানির মধ্যে যে কোনও তরল পদার্থ রেখে, তার মুখে কাগজের চোঙা রাখুন, মাছির উপদ্রব কমতে বাধ্য। সংগৃহীত ছবি।
*মাছি তাড়ানোর জন্য কাগজের চোঙা ব্যবহার করতে পারেন। একটি পাত্র কিংবা ফুলদানির মধ্যে যে কোনও তরল পদার্থ রেখে, তার মুখে কাগজের চোঙা রাখুন, মাছির উপদ্রব কমতে বাধ্য। সংগৃহীত ছবি।