Technology News: আপনার মোবাইল নম্বর আপনারই, অন্য কারও নয়, জেনে নিন সিম সোয়াইপ স্ক্যাম থেকে কীভাবে সুরক্ষিত থাকবেন

সিম অদলবদল কেলেঙ্কারিতে প্রতারকরা সিকিউরিটি ব্যবস্থা বাইপাস করার জন্য ফোন নম্বরের উপরে নিয়ন্ত্রণ লাভ করে। এই ক্ষেত্রে দুর্বলতার জায়গাটি বোঝা এবং প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সিম সোয়াইপ স্ক্যামে স্ক্যামাররা একটি ফোন নম্বরকে অন্য একটি মোবাইল ফোনের নম্বরে ট্রান্সফার করে। এতে স্ক্যামাররা ব্যবহারকারীদের ফোন নম্বরের ওপরে নিয়ন্ত্রণ লাভ করে। এরপর সেই নম্বরের সাহায্যে তারা ফোনের সিকিউরিটি বাইপাস এবং টু-ফ্যাকটর অথেনটিকেশন বাইপাস করে ব্যবহারকারীদের ফোন নম্বর থেকে শুরু করে বিভিন্ন পার্সোনাল ইনফরমেশন এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ইত্যাদির উপর নিয়ন্ত্রণ লাভ করে।

সিম সোয়াইপ স্ক্যামের কারণ

সোশ্যাল ইঞ্জিনিয়ারিং- স্ক্যামাররা বিভিন্ন ধরনের প্রতারণামূলক টেকনিক ব্যবহার করে ব্যবহারকারীদের বিশ্বাস জোগায় যে তারাই এই নম্বরের একমাত্র মালিক।

ডেটা উলঙ্ঘন করা- ডেটা উলঙ্ঘন করা বা ডেটা ব্রিচ করা স্ক্যামারদের বিভিন্ন ভাবে স্ক্যাম করতে সাহায্য করে।

ইনসাইডার থ্রেটস- অনেকক্ষেত্রে স্ক্যামাররা মোবাইল ক্যারিয়ার কোম্পানির এমপ্লয়িদের সঙ্গে হাত মিলিয়েও ডেটা চুরি করে।

এই বিষয়গুলি দেখে বুঝতে হবে সিম সোয়াইপ স্ক্যাম হয়েছে-

১। আমাদের ফোনে যদি হঠাৎ “No Service” বা “Emergency Calls Only,” দেখায় তাহলে বুঝতে হবে ফোনে স্ক্যামিং হয়েছে

২। ফোন বা মেসেজ করতে অসমর্থ হলে

৩। বারে বারে কোনও অ্যাপে লগ-ইন বা ই-মেল এলে

৪। সিম কার্ড চেঞ্জ করতে হবে এমন কোন মেসেজ এলে

৫। ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা অন্য কোনও অ্যাকাউন্টে লগ-ইন করতে অসুবিধে হলে

আরও পড়ুন: মাত্র ৫ টাকারও কম দামে মিলছে ১ জিবি ইন্টারনেট ডেটা? আদৌ কি সত্যি? জানুন বিশদে

আরও পড়ুন: WhatsApp-এ চালু হল স্ক্রিন শেয়ারিং ফিচার! কীভাবে ব্যবহার করবেন দেখে নিন ধাপে ধাপে

কীভাবে সুরক্ষিত থাকা যায়

অ্যাকাউন্ট সিকিউরিটি বাড়াতে শক্তিশালী পাসওয়ার্ড বাড়াতে হবে

প্রতিটি ক্ষেত্রে সম্ভব হলে অ্যাকাউন্টে টু-ফ্যাক্টর অথেনটিকেশন করতে হবে

যে কোনও ফিশিং অ্যাক্টিভিটি থেকে দূরে থাকতে কোনও লিঙ্কে ক্লিক করা বা অজানা মেসেজ না খোলাই ভাল

অ্যাকাউন্ট মনিটর করতে নিয়মিত ব্যাঙ্ক, ই-মেল, সোশ্যাল মিডিয়া ইত্যাদি চেক করতে হবে

মোবাইল ক্যারিয়ারের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে

আইডেন্টিটি প্রোটেকশন সার্ভিস ব্যবহার করতে হবে

ফোনে বা কোনও অ্যাকাউন্টে সন্দেহজনক কোনও অ্যাক্টিভিটি হলে খুব দ্রুত মোবাইল ক্যারিয়ারের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে।