প্রতীকী ছবি।

Skin Care: রঙ খেলে ট্যান পড়েছে মুখে-হাতে? রান্নাঘরের জিনিসেই ৩ দিনে গায়েব! শুধু জানুন ব্যবহারের পদ্ধতি

উত্তর দিনাজপুর: হোলিতে রঙ খেলে মুখে ট্যান পড়ে গিয়েছে? সূর্যের আলো ও রংয়ের কেমিক্যালের প্রভাবে প্রায় সময় আমাদের ত্বকে ট্যান পড়ে যায়। এই ট্যান থেকে মুক্তি পাবার জন্য প্রায়ই দামি বিউটি প্রোডাক্ট ব্যবহার করতে হয়। কিন্তু অনেক সময় দামি দামি বিউটি প্রোডাক্টেও সুফল পাওয়া যায় না। তবে ঘরোয়া কিছু উপকরণ দিয়েই এই ট্যান পড়া থেকে মুক্তি পেতে পারেন।

এ প্রসঙ্গে বিউটি এক্সপার্ট পিউ দাস জানান, ঘরোয়া টোটকাতেই একমাত্র সম্ভব মুখে ট্যান পরা রোধ করা। প্রয়োজন চালের গুড়ো, কাঁচা পেঁপে, টমেটো। প্রথমেই ভালভাবে গ্রেটার দিয়ে কাঁচা পেঁপে গ্রেট করে নিন। এরপর টম্যাটোরের রস বের করে নিন। অন্যদিকে, চালের গুঁড়োর সঙ্গে মধু, টম্যাটোরের রস ও কাঁচা পেঁপে দিয়ে একটা পেস্ট তৈরি করে সপ্তাহে দু-তিনদিন সেই পেস্টটি শরীরের মুখে হাতে-পায়ে লাগান।

আরও পড়ুনঃ চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর! ভারতীয় রেলে শীঘ্রই প্রচুর নিয়োগ, আজই আবেদন করুন

মুখের রোমকূপের জায়গাও যে সমস্ত অংশে ট্যান পড়ে কালো দাগ পড়ে গিয়েছে সেই সমস্ত জায়গায় এই প্যাকটি লাগিয়ে ৩০ মিনিটের মতো রেখে দিন। রেখে দেওয়ার পর একটি রুমাল উষ্ণ গরম জলে ধুয়ে সেই রুমালটি দিয়ে ভালভাবে মুখের সমস্ত প্যাকটি তুলে ফেলুন।

এরপর ফিটকারির সঙ্গে গোলাপজল মিশিয়ে সেই মিশ্রণটি পুরো মুখে টোনারের মতো লাগান। সপ্তাহে দু-তিনবার এই প্যাকটি, ঘরে করলে আপনার মুখের ট্যান দূর হবে। উজ্জ্বল এবং দাগ মুক্ত হবে ত্বক। তাই দেরি না করে আজই বাড়িতে তৈরি করে নিন ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এই প্যাকটি।

পিয়া গুপ্তা