মগডাল থেকে সাপ উদ্ধারে ব্যস্ত সর্প উদ্ধারকারী

Cooch Behar News: গাছের মগডালে ঝুলছে বিশালাকার ওটা কী! বিরাট আতঙ্ক এলাকায়… যা ঘটল, শিউরে উঠবেন

কোচবিহার: আচমকাই এক বিশালাকার অজগর সাপকে কেন্দ্র করে আতঙ্ক ছড়াল রাজারহাট মালতিগুড়ি এলাকায়। এক বাড়ির পিছনে বাগানের একটি গাছের মগডালে বসেছিল বিশাল লম্বা এই অজগর সাপটি। সাপটি কথা ছড়িয়ে পড়তেই এলাকায় উৎসাহিত মানুষেরা ভিড় জমিয়েছিলেন ওই বাড়িতে। পরবর্তীতে দ্রুত বন দফতরের কাছে খবর পাঠানো হয়। তারপর ঘটনাস্থলে পৌঁছয় বন দফতর ও সর্প উদ্ধারকারীদের একটি দল। উদ্ধারকারীদের বেশ কিছুক্ষণ চেষ্টায় বিশালাকার সাপটিকে উদ্ধার করা সম্ভব হয়।

বাড়ির মালিক নিখিল দাস জানান, আচমকাই তাঁর বাড়ির পিছনের বাগান থেকে প্রচুর পাখির আওয়াজ আসছিল। তিনি বিষয়টি দেখার জন্য বাগানে যান। তখনই তাঁর নজরে আসে গোটা বিষয়টি। এত বিশালাকার সাপটিকে দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। তিনি আশপাশের বাড়ির মানুষদের ডাকেন। তাঁরা এসে দ্রুত বন দফতরের কাছে খবর পাঠায়। পরবর্তীতে বন দফতরের কর্মীরা এবং একটি সর্প উদ্ধারকারীদের দল তাঁর বাড়িতে পৌঁছয়। তারপর গাছে উঠে এক উদ্ধারকারী সেই সাপটিকে গাছ থেকে নামিয়ে আনেন। ঘটনায় এলাকার মানুষের পাশাপশি তাঁর পরিবারের সদস্যরাও আতঙ্কিত হয়ে পড়েছিলেন।

সর্প উদ্ধারকারীদের মধ্যে অর্ধেন্দু বনিক জানান, উদ্ধার হওয়া সাপটি মূলত একটি বার্মিজ পাইথন। এর লম্বা প্রায় সাড়ে সাত ফুট। গাছের উপরে সাপটি বসে থাকার কারণে কিছুটা অসুবিধা হয়েছিল উদ্ধার করতে গিয়ে। তবে সুরক্ষিত ভাবেই সাপটিকে উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, সাপটির প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করার পর সাপটিকে জনবসতি থেকে দূরে জঙ্গল এলাকায় ছেড়ে দেওয়া হবে।  তবে এলাকার মানুষেরা এত বড় মাপের একটি সাপ উদ্ধারের ঘটনায় রীতিমত আতঙ্কিত হয়ে পড়েন।

সার্থক পণ্ডিত