টেলিগ্রামের সিইও পাভেল দুরোভ।

Telegram app: অবিবাহিত, তবু নাকি ১০০-র বেশি সন্তানের বাবা! স্বীকারোক্তি টেলিগ্রাম অ্যাপের সিইওর

লন্ডন: টেলিগ্রাম অ্যাপ অনেকেই ব্যবহার করেন। শুধু মেসেজিং নয়, আরও একাধিক কাজে টেলিগ্রাম ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় এই অ্যাপ। সম্প্রতি টেলিগ্রাম অ্যাপের প্রতিষ্ঠাতা এবং সিইও জানিয়েছেন, তাঁর নাকি ঔরসজাত ১০০ সন্তান রয়েছে। এই স্বীকারোক্তির পরেই চর্চায় এসেছেন পাভেল দুরোভ।

আরও পড়ুুন: এক কামড়েই ‘ছবি’! বিশ্বের সবচেয়ে বিষাক্ত গাছ, বিষক্রিয়ায় হার মানবে অনেক সাপও

বলিউডের বিখ্যাত ছবি ভিকি ডোনারর গল্প অনেকেরই জানা। শুক্রাণুদাতার (স্পার্ম ডোনার) ভূমিকায় অভিনয় করেছিলেন আয়ুষ্মান খোরানা। বাস্তবের জগতে টেলিগ্রামের সিইও যেন ভিকি ডোনারের মতোই। তিনিও বহুবার শুক্রাণুদান করেছেন। শুধু তাই নয়, তাঁর মতে শুক্রাণু দান করা সমাজের কর্তব্য, যার ফলে যেই সব দম্পতির সন্তান নেই তাঁদের মুখে হাসি ফুঁটতে পারে।

আরও পড়ুন: নাক দিয়ে নয়, সাপ শরীরের কোন অঙ্গ নিয়ে গন্ধ পায় জানেন?

পাভেল জানিয়েছেন, তাঁর শুক্রাণু দান করা শুরু হয়েছিল ১৫ বছর আগে। পাভেলের বন্ধু তাঁকে একটি ক্লিনিকে গিয়ে শুক্রাণু দান করতে বলেছিলেন, কারণ সেই দম্পতির কোনও সন্তান হচ্ছিল না। সেই সঙ্গে তিনি বলেন, “আমায় বলা হয়েছিল যে আমার নাকি ঔরসজাত সন্তানের সংখ্যা ১০০-র বেশি। এটা কী ভাবে সম্ভব যে কখনও বিয়ে করেনি এবং একা থাকতে ভালবাসে”।

পাভেল দুরোভের শুক্রাণু দান করার গল্প অনেকটা ভিকি ডোনারের গল্পের মতো। যেখানে ভিকি অর্থাৎ আয়ুষ্মান খোরানা পেশা হিসাবে বেছে নিয়েছিলেন শুক্রাণুদানকেই।