ICC Men’s ODI team 2021: টি টোয়েন্টির পর আইসিসির একদিনের ক্রিকেটের সেরা দলেও নেই কোনও ভারতীয়

 

#দুবাই: একদিন আগে প্রকাশিত হওয়া আইসিসির বর্ষসেরা টি টোয়েন্টি একাদশে জায়গা হয়নি কোন ভারতীয়র। এবার আইসিসির বর্ষসেরা একদিনের দলেও জায়গা পেলেন না ভারতের কেউ। যা ভারতীয় ক্রিকেটের কাছে বিরাট লজ্জার! একই সঙ্গে প্রমাণ করে সাদা বলের ক্রিকেটে যথেষ্ট ভাল পারফরম্যান্স নেই টিম ইন্ডিয়ার। যা অবশ্যই নতুন করে ভাবতে বাধ্য করবে বিসিসিআইকে।

আরও পড়ুন – SC East Bengal vs FC Goa: মারিও ম্যাজিকে ১১ ম্যাচ পরে আইএসএলে প্রথম জয় পেল ইস্টবেঙ্গল

আজ প্রকাশিত ওয়ানডের বর্ষসেরা দলে জায়গা পেলেন বাংলাদেশের তিন ক্রিকেটার—মোস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। বর্ষসেরা ওয়ানডে দলের এই একাদশে বাংলাদেশ থেকেই সবচেয়ে বেশি খেলোয়াড় জায়গা পেয়েছেন। দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কা থেকে দুজন করে খেলোয়াড় বর্ষসেরা এই দলে জায়গা পেয়েছেন। ভারত, অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডের মতো দল থেকে কারও জায়গা হয়নি গত বছরের পারফরম্যান্সের ভিত্তিতে বানানো এই দলে।

আরও পড়ুন – India vs West Indies Match In Eden: লড়াই করে জিতল ইডেন, ফেব্রুয়ারিতে কলকাতায় ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তিনটি ম্যাচ

মাত্র তিনটি ওয়ানডে জেতা দক্ষিণ আফ্রিকার দুজন জায়গা পেয়েছেন আইসিসির দলে। দলকে চার ম্যাচ জিতিয়েই শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের দুজন বর্ষসেরা দলে এসেছেন। বছরের ৬ ম্যাচের ৪টিতেই হারের পরও যেমন পাকিস্তানের দুজন আছেন বছরের সেরা দলে। পাকিস্তান থেকে জায়গা পেয়েছেন বাবর আজম ও ফখর জামান।

দক্ষিণ আফ্রিকা থেকে ইয়ানেমান মালান ও রাসি ফন ডার ডুসেন। আয়ারল্যান্ড থেকে জায়গা পেয়েছেন গত বছর ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রহ করা পল স্টার্লিং। তাঁর সঙ্গে ওপেনার হিসেবে জায়গা পেয়েছেন মালান। আয়ারল্যান্ডের স্পিনার সিমি সিংয়েরও জায়গা হয়েছে দলে। শ্রীলঙ্কার লেগ স্পিনিং অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও পেসার দুষ্মন্ত চামিরাকেও রাখা হয়েছে।

গত বছর মাত্র ৬ ম্যাচ খেলা বাবর আজম এই দলে ব্যাট করবেন তিনে। গত বছর ৬৭.৫০ গড়ে ৪০৫ রান তোলেন পাকিস্তান অধিনায়ক। চারে ব্যাট করবেন পাকিস্তানেরই ফখর জামান। গত বছর ৬ ম্যাচে ৩৬৫ রান তোলেন বাঁহাতি এ ব্যাটসম্যান। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৯৩ রানের ইনিংসও ছিল।

এই দলে ছয়ে ব্যাট করবেন সাকিব। গত বছর ৯ ম্যাচে ২৭৭ রানের পাশাপাশি ১৭ উইকেট নেন এই স্পিন অলরাউন্ডার।উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে সাতে নামবেন মুশফিক। গত বছর ৯ ম্যাচে ৪০৭ রান করেন তিনি। গত বছর ৫.০৩ ইকোনমি রেটে ১০ ম্যাচে ১৮ উইকেট নেন মোস্তাফিজ।

আইসিসির বর্ষসেরা ওয়ানডে দল: পল স্টার্লিং, ইয়ানেমান মালান, বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, রাসি ফন ডার ডুসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মোস্তাফিজুর রহমান, সিমি সিং ও দুষ্মন্ত চামিরা।