Viral News: চারটে হাতি নয়, ছবিতে আছে ছ’টা হাতি? খুঁজে পেতে হিমশিম খাচ্ছেন সকলে

#নয়াদিল্লি: সময় কাটাতে অনেকেই ছবির পাজল ব্যবহার করে থাকেন। কিন্তু এই ছবির পাজলটি অন্য সবকটির থেকেও দেদার কঠিন। বলতে পারবেন এই ছবিতে কটি হাতি আছে? আজ্ঞে না, চারটি হাতি নয়, এই ছবিতে আছে মোট ছ’টি হাতি। তেমনই দাবি করেছেন চিত্রগ্রাহকরা। ট্যুইটারে এই ছবিটি শেয়ার করেছেন সুশান্ত নন্দা, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের অফিসার। ভাইরাল হয়েছে সেই ছবিটি।

তিনি বলেছেন, এই ছবিটি থেকে হাতির নির্দিষ্ট সংখ্যা চিহ্নিত করতে বেশিরভাগ মানুষই ব্যর্থ হয়েছেন। তিনি পাশাপাশি ট্যুইটারে লিখেছেন, এই ছবিটি তুলতে মোট ১৪০০টি ছবি আলাদা করে তুলতে হয়েছে। প্রায় ২০ মিনিট সময় ধরে লাগাতার ছবি তুলে যাওয়ার পর এই ছবিটি পাওয়া গিয়েছে, যে খানে প্রতিটি হাতিই সুঁড় গুটিয়ে রেখেছে।

তবে ছবিটি বেশিরভাগ নেটিজেন দেখেই আসল হাতির সংখ্যা বুঝতে পারছেন না। তাঁরা মনে করছেন, এখানে চারটিই হাতি আছে।

কিন্তু তার পরেই এই সংগঠনের পক্ষ থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে, সেটিতে দেখা গিয়েছে মোট কটি হাতি জল খেতে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, মোট ছটি হাতি রয়েছে। দুটি একেবারেই ছোট বলে বড় হাতির মধ্যে তারা লুকিয়ে পড়েছে, তাদের দেখা যাচ্ছে না।

যদিও কেউ কেউ আবার ছবিতে মার্ক করে দেখাতে চেয়েছেন, আসলে এখানে মোট ছটি হাতিই আছে, তাদের কোনও না শরীরে অংশ দেখা যাচ্ছে, কিন্তু সেগুলি এতটাই অস্পষ্ট যে সহজে বোঝার কোনও উপায় নেই।