দুশ্চিন্তায় পুরুলিয়ার মৃৎশিল্পীরা

Purulia News: শুকাতেই শুকাচ্ছে না! কালীপুজোর আগে আবহাওয়ার খামখেয়ালীপনায় ঘুম উড়ছে মৃৎশিল্পীদের

পুরুলিয়া : দোরগোড়ায় কালীপুজো। বাঙালির অন্যতম উৎসব দীপাবলি বা কালীপুজো। ‌এই পুজোকে কেন্দ্র করে মেতে ওঠে আপামর বঙ্গবাসী। ‌কালীপুজোর পূর্বে দানার প্রকোপ পড়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। তাতেই সমস্যার মধ্যে পড়েছে মৃৎশিল্পীরা। টানা ঝড় বৃষ্টি ও আবহাওয়ার পরিবর্তনের কারণে অনেকেরই প্রতিমা শুকোচ্ছে না। তাতেই চিন্তার ভাঁজ পড়েছে মৃৎশিল্পীদের কপালে।

একেবারে শেষ মুহূর্তে চলছে তাদের প্রতিমা গড়ার প্রস্তুতি। সেখানেও রোদের দেখা না মেলায় নানা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে তাদের। ‌ আর্থিক সংকটে ভুগছেন শিল্পীরা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে কালীপুজোর আগে পর্যন্ত বৃষ্টিবহাল থাকছে জেলায় আর তাতেই চিন্তা যেন আরও অনেকখানি বেড়ে গিয়েছে মৃৎশিল্পীদের। আবহাওয়ার উন্নতি না হলে বৈদ্যুতিক ফ্যান, গরম বৈদ্যুতিক বাতি দিয়ে মূর্তি শুকোতে বাধ্য হবেন তারা।

আরও পড়ুন: মাত্র ১০-টাকার বিনিময়ে পরিশুদ্ধ পানীয় জল পাওয়া যাচ্ছে পুরুলিয়ায় 

এ বিষয়ে মৃৎশিল্পীরা বলেন , তারা বেশ খানিকটা চিন্তার মধ্যে রয়েছেন। যেভাবেই হোক মূর্তি তৈরির কাজ সম্পন্ন করতে হবে। রোদে যদি না শুকোয় তাহলে বিকল্পভাবে মূর্তি শুকাতে হবে।

আরও পড়ুন: এসি রেস্তোরাঁয় বসে মাত্র ১৬০ টাকায় আনলিমিটেড চিকেন থালি, জানেন কোথায়!

বছরের অন্যান্য সময় কম-বেশি মূর্তি করার কাজ থাকলেও উৎসবের মরশুমে বাড়তি রোজগার বাড়ে মৃৎশিল্পীদের। কালীপুজো বাঙালির অন্যতম বড় উৎসব। তাই এই সময় একেবারে নাওয়া খাওয়া ভুলে মূর্তি গড়ার কাজে ব্যস্ত থাকেন মৃৎশিল্পীরা। ‌ তারই মধ্যে এই বৃষ্টির তাণ্ডব অনেকখানি সমস্যার মধ্যে ফেলেছে মৃৎশিল্পীদের।

শর্মিষ্ঠা ব্যানার্জি