Two Wheeler: এ বছর কোন বাইক সবচেয়ে বেশি বিক্রি হয়েছে বলুন তো? শাইন, অ্যাক্টিভাও এর ধারেকাছে ঘেঁষতে পারেনি… শুনলে চোখ কপালে উঠবে

ভারতের রাস্তা মানেই যানজট। বড় গাড়ি নিয়ে বেরনো দায়। টু হুইলারই উপযুক্ত বাহন। সুবিধা এবং সাশ্রয়, দুইই হয়। সেই জন্যই বোধহয়, ঘরোয়া বাজারে সেপ্টেম্বর মাসে বাইকের ব্যাপক চাহিদা ছিল। তবে শুধু সেপ্টেম্বর নয়, সারা বছরই চাহিদা রয়েছে তুঙ্গে। বিক্রিও বেড়েছে অনেক।

পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর মাসে মোট ১৩,৭৭,৭১২ ইউনিট বাইক বিক্রি হয়েছে। অগাস্টে বিক্রি হয়েছিল ১১,৭১,৪২৪ ইউনিট। গত বছরের অর্থাৎ ২০২৩ সালের সেপ্টেম্বরে মোট ১২,০৩,০১৮ ইউনিট বাইক বিক্রি হয়েছিল। বার্ষিক ভিত্তিতে ১৪.৫২ শতাংশ এবং মাসিক ভিত্তিতে ১৭.৬১ শতাংশ বিক্রি বৃদ্ধি পেয়েছে। সোজা কথায়, এ বছর চাহিদা এবং বিক্রি দুইই বেড়েছে।

আরও পড়ুনঃ সাইক্লোনের খেলা শেষ! বঙ্গে হুড়মুড়িয়ে নামছে তাপমাত্রার পারদ! কবে ঢুকবে শীত? বড় আপডেট হাওয়া অফিসের

সবচেয়ে বেশি বিক্রি হয়েছে হিরো স্প্লেন্ডার: সবচেয়ে বেশি বিক্রি হওয়া বাইকের তালিকায় শীর্ষে রয়েছে হিরো স্প্লেন্ডার। ৩,৭৫,৮৮৬ ইউনিট বিক্রি হয়েছে। গত বছর বিক্রি হয়েছিল ৩,১৯,৬৯২ ইউনিট। তুলনা করলে দেখা যাচ্ছে, ১৭.৫৮ শতাংশ বিক্রি বেড়েছে। ফলে স্প্লেন্ডারের মার্কেট শেয়ারও বেড়েছে। দাঁড়িয়েছে ২৭.২৮ শতাংশে।

দৌড়ে রয়েছে হোন্ডা অ্যাকটিভা-ও: দ্বিতীয় স্থানে রয়েছে হোন্ডা অ্যাকটিভা। মোট ২,৬২,৩১৬ ইউনিট বিক্রি হয়েছে। বার্ষিক ভিত্তিতে ১১.৬০ শতাংশ এবং মাসিক ভিত্তিতে ১৫.৩৩ শতাংশ বিক্রি বেড়েছে। চলতি বছরের অগাস্টে ২,২৭,৪৫৮ ইউনিট বিক্রি হয়েছিল। গত বছরের সেপ্টেম্বরে বিক্রি হয়েছিল ২,৩৫,০৫৬ ইউনিট।

১২৫ সিসি সেগমেন্টে সেরা বাইক এটা: ১২৫ সিসি সেগমেন্টের সেরা বাইক হোন্ডা সাইন। ১,৮১,৮৩৫ ইউনিট বিক্রি হয়েছে। বছরে বিক্রি বেড়েছে ১২.৫৬ শতাংশ। গত বছরের সেপ্টেম্বরের তুলনায় ২০,২১৯ ইউনিট বেশি বিক্রি হয়েছে। হিরো এইচএফ ডিলাক্স বিক্রি হয়েছে ১,১৩,৮২৭ ইউনিট। বছরে বিক্রি বেড়েছে ৩৫.৩২ শতাংশ।

খেল দেখাচ্ছে টিভিএস জুপিটর: টিভিএস জুপিটার গত মাসে ১,০২,৯৩৪ ইউনিট বিক্রি হয়। মার্কেট শেয়ারের দিক থেকে ৭.৪৭ শতাংশ। বাজাজ পালসারও কাঁধে কাঁধ মিলিয়ে দৌড়চ্ছে। বিক্রি হয়েছে ১,৩৯,১৮২ ইউনিট। বছরের হিসাবে বিক্রি বেড়েছে ১৫.৮৬ শতাংশ।

মোপেড সেগমেন্টের ছবিটা কেমন: মোপেড সেগমেন্টে, TVS XL-এর ৫৪,৯৬৯ ইউনিট বিক্রি হয়েছে, বার্ষিক ভিত্তিতে ২২.৩১ শতাংশ বৃদ্ধি। Suzuki Access-এর বিক্রি কমেছে। যার ফলে মার্কেট শেয়ারও কমে গিয়েছে।

বাজার প্ল্যাটিনার: ৪৯,৭৭৪ ইউনিট বিক্রি হয়েছে । বছরের হিসাবে ২.৩৮ শতাংশ বিক্রি বেড়েছে। সবচেয়ে বেশি বিক্রি হওয়া বাইকের তালিকায় রয়েছে টিভিএস রাইডার-ও। বিক্রি হয়েছে ৪৩,২৭৪ ইউনিট। বার্ষিক ভিত্তিতে বিক্রি ১১.২৪ শতাংশ কমলেও, মাসিক ভিত্তিতে ৬০.৭৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা এককথায় অনবদ্য।