বনগাঁ: আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, তারপরই আসবেন শ্যামা মা। তবে তারই মাঝে প্রাকৃতিক দুর্যোগ রীতিমতো সমস্যায় ফেলে দিয়েছে সীমান্ত এলাকার পুজো উদ্যোক্তাদের। দানার প্রভাবে বড় কোনও ক্ষয়ক্ষতি না হলেও, জেলায় চলছে বৃষ্টি ও দমকা হাওয়া। যতক্ষণ না এই পরিস্থিতি কাটছে, ততক্ষণ যেন আতঙ্কের প্রহর গুনছেন পুজো কমিটি গুলি।
অবিরাম হয়ে চলা বৃষ্টি থেকে প্রতিমাকে বাঁচাতে এবার বনগাঁর বড়মার মূর্তি ঢেকে রাখা হল প্লাস্টিক দিয়ে। বনগাঁর প্রাচীন কালীপুজোগুলির মধ্যে অন্যতম হিন্দু মহাসভার এই বড়মার পুজো। প্রাকৃতিক দুর্যোগ আসার আগে থেকেই তাই প্রশাসনের তরফ থেকে সতর্ক করা হয়েছিল, সেই অনুযায়ী ব্যবস্থাও নিয়েছিলেন উদ্যোক্তারা। তবে অবিরাম হয়ে চলা বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত হতে পারে সুবিশাল মাতৃ প্রতিমা।
আরও পড়ুনঃ ‘দানা’র প্রভাবে শনিবারেও চরম দুর্যোগ? এই মুহূর্তে দিঘা-মন্দারমণি-তাজপুরে কী পরিস্থিতি? জানুন আপডেট
আর তাই বৃষ্টির হাত থেকে এখন প্রতিমাকে রক্ষা করতেই পলিথিন দিয়ে, তার উপর দড়ি বেঁধে মূর্তি বাঁচানোর চেষ্টা চালানো হচ্ছে। বৃষ্টির ফলে যাতে মাটি নরম হয়ে যাওয়ায় মন্ডপের কোন ক্ষতি না হয় তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এখন কত দিনে এই পরিস্থিতি কাটে সেদিকেই নজর রাখছেন সীমান্তের পুজো উদ্যোক্তারা।
Rudra Narayan Roy