SCSS না কি পোস্ট অফিস MIS? ৫ বছরের জন্য ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করলে কোন স্কিমে বেশি লাভ হবে?

সুরক্ষিত ভবিষ্যতের জন্য বিনিয়োগ করা আবশ্যক। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (এসসিএসএস) অথবা পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম (এমআইএস)-এ ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করলে আকর্ষণীয় হারে সুদ-সহ মিলবে নিশ্চিত রিটার্ন। এসসিএসএস ত্রৈমাসিক হারে পে-আউট মেলে। আর বর্তমান সুদের হার ৮.২০ শতাংশ। আর এমআইএস থেকে পাওয়া যায় মাসিক পে-আউট। এর সুদের হার ৭.৪ শতাংশ। আর সবথেকে বড় কথা হল, এই স্কিমগুলি সরকার সমর্থিত। যাঁরা ঝুঁকি নিতে চান না, তাঁদের জন্য এই দুই স্কিমে বিনিয়োগ অত্যন্ত ভাল।
সুরক্ষিত ভবিষ্যতের জন্য বিনিয়োগ করা আবশ্যক। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (এসসিএসএস) অথবা পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম (এমআইএস)-এ ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করলে আকর্ষণীয় হারে সুদ-সহ মিলবে নিশ্চিত রিটার্ন। এসসিএসএস ত্রৈমাসিক হারে পে-আউট মেলে। আর বর্তমান সুদের হার ৮.২০ শতাংশ। আর এমআইএস থেকে পাওয়া যায় মাসিক পে-আউট। এর সুদের হার ৭.৪ শতাংশ। আর সবথেকে বড় কথা হল, এই স্কিমগুলি সরকার সমর্থিত। যাঁরা ঝুঁকি নিতে চান না, তাঁদের জন্য এই দুই স্কিমে বিনিয়োগ অত্যন্ত ভাল।
SCSS-এর বৈশিষ্ট্য:ডিপোজিট লিমিট:
ন্যূনতম ১০০০ টাকা জমা করা যেতে পারে।
বিনিয়োগের সর্বোচ্চ সীমা ৩০ লক্ষ টাকা। যা কার্যকর হয়েছে গত ১ এপ্রিল, ২০২৩ তারিখ থেকে।
SCSS-এর বৈশিষ্ট্য:
ডিপোজিট লিমিট:
ন্যূনতম ১০০০ টাকা জমা করা যেতে পারে।
বিনিয়োগের সর্বোচ্চ সীমা ৩০ লক্ষ টাকা। যা কার্যকর হয়েছে গত ১ এপ্রিল, ২০২৩ তারিখ থেকে।
অ্যাকাউন্টের বিকল্প:স্বামী-স্ত্রী আলাদা আলাদা ভাবে সিঙ্গেল অ্যাকাউন্ট খুলতে পারেন। অথবা একসঙ্গে মিলে জয়েন্ট অ্যাকাউন্টও খুলতে পারেন।
জয়েন্ট অ্যাকাউন্টে প্রথম অ্যাকাউন্টধারীর ক্ষেত্রেই তা আরোপযোগ্য।
অ্যাকাউন্টের বিকল্প:
স্বামী-স্ত্রী আলাদা আলাদা ভাবে সিঙ্গেল অ্যাকাউন্ট খুলতে পারেন। অথবা একসঙ্গে মিলে জয়েন্ট অ্যাকাউন্টও খুলতে পারেন।
জয়েন্ট অ্যাকাউন্টে প্রথম অ্যাকাউন্টধারীর ক্ষেত্রেই তা আরোপযোগ্য।
নমিনেশনের সুযোগ:একজন আমানতকারী এক কিংবা একাধিক ব্যক্তিকে নমিনেট করতে পারেন। তবে তা পরে পরিবর্তন অথবা বাতিল করতে পারেন।
নমিনেশনের সুযোগ:
একজন আমানতকারী এক কিংবা একাধিক ব্যক্তিকে নমিনেট করতে পারেন। তবে তা পরে পরিবর্তন অথবা বাতিল করতে পারেন।
টাকা তোলা অথবা ক্লোজার:আগে টাকা তোলা যাবে। কিন্তু সেক্ষেত্রে শাস্তির মুখে পড়তে হবে।
জমা করা অর্থ ৫ বা ৮ বছরের মেয়াদ শেষ হওয়ার পরে প্রদান করা হয়। এটা অবশ্য অ্যাকাউন্টের মেয়াদ বাড়ানো হচ্ছে কি না, তার উপর নির্ভর করে।টাকা তোলা অথবা ক্লোজার:
আগে টাকা তোলা যাবে। কিন্তু সেক্ষেত্রে শাস্তির মুখে পড়তে হবে।
জমা করা অর্থ ৫ বা ৮ বছরের মেয়াদ শেষ হওয়ার পরে প্রদান করা হয়। এটা অবশ্য অ্যাকাউন্টের মেয়াদ বাড়ানো হচ্ছে কি না, তার উপর নির্ভর করে।
টাকা তোলা অথবা ক্লোজার:
আগে টাকা তোলা যাবে। কিন্তু সেক্ষেত্রে শাস্তির মুখে পড়তে হবে।
জমা করা অর্থ ৫ বা ৮ বছরের মেয়াদ শেষ হওয়ার পরে প্রদান করা হয়। এটা অবশ্য অ্যাকাউন্টের মেয়াদ বাড়ানো হচ্ছে কি না, তার উপর নির্ভর করে।
১৫ লক্ষ টাকা বিনিয়োগের উপর রিটার্ন:এসসিএসএস-এ ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করা হলে ম্যাচিউরিটির পরে মিলবে: ২১১৫০০৪.২৩ টাকা।
ত্রৈমাসিক ইন্টারেস্ট পে-আউট: ৩০৭৫০.০৬ টাকা।
মোট আয় করা সুদ (৫ বছর): ৬১৫০০১.২৩ টাকা।
১৫ লক্ষ টাকা বিনিয়োগের উপর রিটার্ন:
এসসিএসএস-এ ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করা হলে ম্যাচিউরিটির পরে মিলবে: ২১১৫০০৪.২৩ টাকা।
ত্রৈমাসিক ইন্টারেস্ট পে-আউট: ৩০৭৫০.০৬ টাকা।
মোট আয় করা সুদ (৫ বছর): ৬১৫০০১.২৩ টাকা।
পোস্ট অফিস এমআইএস-এর বৈশিষ্ট্য:ডিপোজিট লিমিট:
ন্যূনতম ১০০০ টাকা জমা করা যেতে পারে।
সিঙ্গেল অ্যাকাউন্টের ক্ষেত্রে বিনিয়োগের সর্বোচ্চ সীমা ৯ লক্ষ টাকা। আর জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে বিনিয়োগের সর্বোচ্চ সীমা ১৫ লক্ষ টাকা।
পোস্ট অফিস এমআইএস-এর বৈশিষ্ট্য:
ডিপোজিট লিমিট:
ন্যূনতম ১০০০ টাকা জমা করা যেতে পারে।
সিঙ্গেল অ্যাকাউন্টের ক্ষেত্রে বিনিয়োগের সর্বোচ্চ সীমা ৯ লক্ষ টাকা। আর জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে বিনিয়োগের সর্বোচ্চ সীমা ১৫ লক্ষ টাকা।
সুদের হার:বর্তমানে বার্ষিক সুদের হার ৭.৪ শতাংশ। সুদ বিতরণ করা হয় মাসে মাসে।
সুদের হার:
বর্তমানে বার্ষিক সুদের হার ৭.৪ শতাংশ। সুদ বিতরণ করা হয় মাসে মাসে।
লক-ইন পিরিয়ড:লক-ইন পিরিয়ড ৫ বছর। প্রিম্যাচিওর উইথড্রয়ালের জেরে শাস্তির মুখে পড়তে হতে পারে।
লক-ইন পিরিয়ড:
লক-ইন পিরিয়ড ৫ বছর। প্রিম্যাচিওর উইথড্রয়ালের জেরে শাস্তির মুখে পড়তে হতে পারে।
অ্যাকাউন্টের বিকল্প:তিন জন মিলে জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারেন। আর তাতে সমস্ত অ্যাকাউন্টধারীদের সমানাধিকার থাকবে। পোস্ট অফিস এমআইএস অ্যাকাউন্ট শিশুদের জন্যও খোলা যেতে পারে। ১৮ বছর হলে তাঁরা সেই টাকা তুলতে পারবেন।
অ্যাকাউন্টের বিকল্প:
তিন জন মিলে জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারেন। আর তাতে সমস্ত অ্যাকাউন্টধারীদের সমানাধিকার থাকবে। পোস্ট অফিস এমআইএস অ্যাকাউন্ট শিশুদের জন্যও খোলা যেতে পারে। ১৮ বছর হলে তাঁরা সেই টাকা তুলতে পারবেন।
অ্যাকাউন্ট ট্রান্সফার:প্রয়োজন হলে সারা দেশের মধ্যে অন্য পোস্ট অফিসেও এই অ্যাকাউন্ট ট্রান্সফার করা যাবে।
অ্যাকাউন্ট ট্রান্সফার:
প্রয়োজন হলে সারা দেশের মধ্যে অন্য পোস্ট অফিসেও এই অ্যাকাউন্ট ট্রান্সফার করা যাবে।
সুদের অটো-উইথড্রয়াল:পিডিসি অথবা ইসিএস-এর মাধ্যমে মাসিক সুদ সেভিংস অ্যাকাউন্টে স্বয়ংক্রিয় ভাবে চলে আসবে।
সুদের অটো-উইথড্রয়াল:
পিডিসি অথবা ইসিএস-এর মাধ্যমে মাসিক সুদ সেভিংস অ্যাকাউন্টে স্বয়ংক্রিয় ভাবে চলে আসবে।
ট্যাক্সেশন:অর্জিত সুদ টিডিএস-এর সাপেক্ষে নয়। তবে বিনিয়োগটি ৮০সি ধারার অধীনে কর সুবিধার জন্য যোগ্য নয়।
ট্যাক্সেশন:
অর্জিত সুদ টিডিএস-এর সাপেক্ষে নয়। তবে বিনিয়োগটি ৮০সি ধারার অধীনে কর সুবিধার জন্য যোগ্য নয়।
১৫ লক্ষ টাকা বিনিয়োগের উপর রিটার্ন:পোস্ট অফিস এমআইএস-এ ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করা হলে মাসিক ইন্টারেস্ট পেআউট হবে: ৯২৫০ টাকা।
১৫ লক্ষ টাকা বিনিয়োগের উপর রিটার্ন:
পোস্ট অফিস এমআইএস-এ ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করা হলে মাসিক ইন্টারেস্ট পেআউট হবে: ৯২৫০ টাকা।