PPF-এ টাকা রাখছেন ? তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ৫ এপ্রিল তারিখটা, না হলে হতে পারে লক্ষাধিক টাকার লোকসান

পাবলিক প্রভিডেন্ট ফান্ডে বিনিয়োগ করলে ৫ এপ্রিল তারিখটা মাথায় রাখতে হবে। খুব গুরুত্বপূর্ণ। ৫ এপ্রিলের পর বিনিয়োগ করলে লক্ষাধিক টাকা লোকসান হতে পারে। তাই বার্ষিক ১.৫ লাখ টাকা এই তারিখের আগেই জমা করতে হবে। কেন?
পাবলিক প্রভিডেন্ট ফান্ডে বিনিয়োগ করলে ৫ এপ্রিল তারিখটা মাথায় রাখতে হবে। খুব গুরুত্বপূর্ণ। ৫ এপ্রিলের পর বিনিয়োগ করলে লক্ষাধিক টাকা লোকসান হতে পারে। তাই বার্ষিক ১.৫ লাখ টাকা এই তারিখের আগেই জমা করতে হবে। কেন?
প্রতি মাসের ৫ তারিখে পিপিএফ অ্যাকাউন্টের সুদ গণনা করা হয়। এক অর্থবর্ষে বিনিয়োগের উপর আরও বেশি উপার্জন করতে ৫ এপ্রিলের আগেই টাকা জমা করা উচিত। এতে পুরো মাসের সুদ জমা হবে বিনিয়োগকারীর অ্যাকাউন্টে।
প্রতি মাসের ৫ তারিখে পিপিএফ অ্যাকাউন্টের সুদ গণনা করা হয়। এক অর্থবর্ষে বিনিয়োগের উপর আরও বেশি উপার্জন করতে ৫ এপ্রিলের আগেই টাকা জমা করা উচিত। এতে পুরো মাসের সুদ জমা হবে বিনিয়োগকারীর অ্যাকাউন্টে।
৫ তারিখের আগে বিনিয়োগ করলে ১৮.১৮ লাখ টাকা সুদ; পিপিএফে এপ্রিল-জুন ত্রৈমাসিকে বার্ষিক ৭.১ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। এই সুদের হার অ্যাকাউন্টের ১৫ বছরের মেয়াদের জন্য থাকে।
৫ তারিখের আগে বিনিয়োগ করলে ১৮.১৮ লাখ টাকা সুদ; পিপিএফে এপ্রিল-জুন ত্রৈমাসিকে বার্ষিক ৭.১ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। এই সুদের হার অ্যাকাউন্টের ১৫ বছরের মেয়াদের জন্য থাকে।
এখন বিনিয়োগকারী যদি পরবর্তী ১৫ বছর ৫ এপ্রিল বা তার আগে বার্ষিক ১.৫ লক্ষ টাকা জমা করেন, তাহলে তিনি ১৮.১৮ লক্ষ টাকা সুদ পাবেন।
এখন বিনিয়োগকারী যদি পরবর্তী ১৫ বছর ৫ এপ্রিল বা তার আগে বার্ষিক ১.৫ লক্ষ টাকা জমা করেন, তাহলে তিনি ১৮.১৮ লক্ষ টাকা সুদ পাবেন।
৫ তারিখের পরে বিনিয়োগ করলে ২.৬৯ লাখ টাকা লোকসান: একই সময়ে, পিপিএফ অ্যাকাউন্ট হোল্ডার যদি ৫ এপ্রিলের পরে টাকা জমা দেন, তাহলে তিনি ১৫.৮৪ লক্ষ টাকা সুদ পাবেন। অতএব, যদি ৫ এপ্রিলের পরে টাকা বিনিয়োগ করলে পিপিএফ অ্যাকাউন্ট হোল্ডারের ১৫ বছরের মেয়াদে ২.৬৯ লক্ষ টাকা লোকসান হচ্ছে।
৫ তারিখের পরে বিনিয়োগ করলে ২.৬৯ লাখ টাকা লোকসান: একই সময়ে, পিপিএফ অ্যাকাউন্ট হোল্ডার যদি ৫ এপ্রিলের পরে টাকা জমা দেন, তাহলে তিনি ১৫.৮৪ লক্ষ টাকা সুদ পাবেন। অতএব, যদি ৫ এপ্রিলের পরে টাকা বিনিয়োগ করলে পিপিএফ অ্যাকাউন্ট হোল্ডারের ১৫ বছরের মেয়াদে ২.৬৯ লক্ষ টাকা লোকসান হচ্ছে।
এপ্রিলে এই টাকার উপর কোনও সুদ পাওয়া যাবে না: ধরা যাক একজন বিনিয়োগকারী ১৫ এপ্রিল পিপিএফ অ্যাকাউন্টে টাকা জমা করলেন। পিপিএফের নিয়ম হল, মাসিক সুদ ৫ থেকে ৩০ তারিখের মধ্যে সর্বনিম্ন ব্যালেন্সে গণনা করা হয়। তাহলে নিয়ম অনুযায়ী, ১৫ এপ্রিল জমা টাকার উপর এপ্রিল মাসের সুদ পাচ্ছেন না গ্রাহক।
এপ্রিলে এই টাকার উপর কোনও সুদ পাওয়া যাবে না: ধরা যাক একজন বিনিয়োগকারী ১৫ এপ্রিল পিপিএফ অ্যাকাউন্টে টাকা জমা করলেন। পিপিএফের নিয়ম হল, মাসিক সুদ ৫ থেকে ৩০ তারিখের মধ্যে সর্বনিম্ন ব্যালেন্সে গণনা করা হয়। তাহলে নিয়ম অনুযায়ী, ১৫ এপ্রিল জমা টাকার উপর এপ্রিল মাসের সুদ পাচ্ছেন না গ্রাহক।
৭.১ শতাংশ হারে সুদ দেওয়া হয়: বলে রাখা ভাল, বর্তমানে পিপিএফে ৭.১ শতাংশ হারে সুদ দেওয়া হয়। মাসের ৫ তারিখ থেকে শেষ তারিখের মধ্যে ন্যূনতম ব্যালেন্স যা থাকে, তার উপর সুদ যোগ হয়। ৫ তারিখের পর টাকা জমা করলে তার সুদ মিলবে পরের মাসে থেকে। সেই মাসের সুদ আর পাবেন না বিনিয়োগকারী।
৭.১ শতাংশ হারে সুদ দেওয়া হয়: বলে রাখা ভাল, বর্তমানে পিপিএফে ৭.১ শতাংশ হারে সুদ দেওয়া হয়। মাসের ৫ তারিখ থেকে শেষ তারিখের মধ্যে ন্যূনতম ব্যালেন্স যা থাকে, তার উপর সুদ যোগ হয়। ৫ তারিখের পর টাকা জমা করলে তার সুদ মিলবে পরের মাসে থেকে। সেই মাসের সুদ আর পাবেন না বিনিয়োগকারী।